মহানবীর অদৃশ্য জ্ঞান pdf বই ডাউনলোড। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামীন তাঁর মহান সৃষ্টি সৃষ্টিকুলের জান ও প্রাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করুণা ও দয়া করে তাঁকে সৃষ্টির পূর্বাপর জ্ঞানের ধারক ও বাহক করেছেন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের সামনে সৃষ্টিজগতের জ্ঞান একটি বিন্দুমাত্র। তাঁর জ্ঞানের বিশালত্বকে অনেকে অস্বীকার করার প্রবণতা দেখা যায়। এমনকি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের “ইলমে গায়ব’ বা অদৃশ্য জ্ঞানের ধারক হওয়ার বিশ্বাসকে কুদরত/শিরক বলে মনে করে।
অথচ আল্লাহ তা’আলা তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘ইলমে গায়ব’ দ্বারা ধন্য করেছেন মর্মে পবিত্র কুরআনের অসংখ্য আয়াতে সুস্পষ্ট বর্ণনা করেছেন। হাদিস শরীফেও তাঁর ‘ইলমে গায়ব’-এর অগণিত বর্ণনা বিদ্যমান। মূলতঃ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‘ইলমে গায়ব’কে অস্বীকার করা পবিত্র কুরআন-হাদিসের অসংখ্য ‘নস’ (দলীল)কে অস্বীকার করার নামান্তর। যা সুস্পষ্ট গোমরাহী ছাড়া কিছুই নয় ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
এক নবী যিনি তাঁর চারপাশে প্রত্যক্ষ করেন যা অন্যরা দেখতে পায় না, প্রতিটি সমাবেশে যিনি আল্লাহর কিতাব করেন বর্ণনা, তিনি যদি আগাম বলেন অনাগত কোনো দিনের ঘটনা, তবে তা সত্য হবে পরদিন নয়তো তারও পরের দিন, সন্দেহ বিনা তাকভিয়াতুল ঈমান’ বইটির লেখক (মৌ: ইসমাঈল দেলভী) দাবি করেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন কী ঘটবে তা জানতেন না, কেননা তিনি এক মেয়েকে থামিয়ে দিয়েছিলেন এ কথা বলে
“এই বিষয়টি বাদ দাও” যখনই সে আবৃত্তি করেছিল “আমাদের মাঝে এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন যিনি আগামীকাল কী হবে তা জানেন”; ওই লেখকের এই অদ্ভূত দাবিকে ওপরে উল্লেখিত চার লাইনের পদ্য দুটো নাকচ করে দিয়েছে।” হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেয়েকে নিষেধ করার মানে এই নয় যে তিনি গায়ব জানতেন না, বরং এ বিষয়টি সাবেত বা প্রমাণিত যে আল্লাহ তা’আলা বলেন,
অর্থাৎ-“অদৃশ্যের জ্ঞাতা, সুতরাং আপন অদৃশ্যের ওপর কাউকে ক্ষমতাবান করেন না আপন মনোনীত রাসূলগণ ছাড়া।”১০ এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ বিচার দিবস অবধি এবং তারও পরের ঘটনাগুলোর ভবিষ্যত জ্ঞান প্রকাশ করেছেন। আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েকে এ কথা বলাতে বাদ সেধেছিলেন এই কারণে যে এলমে গায়ব তাঁর প্রতি স্বকীয় পর্যায়ে আরোপ করা হয়েছিল, আর এই স্বকীয়তা একমাত্র আল্লাহরই।” ওই মেয়ে এমনই ছোট ছিল যে তার নামায পড়ার বয়সও হয় নি।
নিচে মহানবীর অদৃশ্য জ্ঞান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সনজরী পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 19.20 MB |
প্রকাশ সাল | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | জীবরিল ফুয়াদ হাদ্দাদ দামেশকী |
বইয়ের অনুবাদকঃ | কাজী সাইফুদ্দীন হোসেন |