মহানবী ও শিশু pdf বই ডাউনলোড। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর শিশু নাতি-নাতনীদের অত্যধিক ভালবাসতেন। শুধু নিজের নাতি-নাতনী নয়; যে কোন শিশুকে কাছে পেলেই তিনি তাদেরকে সালাম দিতেন, পাশে বসাতেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। তাদের সঙ্গে কথা বলতেন, আদর আপ্যায়ন করতেন।
দৌহিত্র উমামা
রাসুলুল্লাহর জেষ্ঠা কন্যা জয়নবের (রাঃ) শিশু কন্যাকে রাসূল (সাঃ) অত্যধিক স্নেহ করতেন। জয়নবের (রাঃ) বিয়ে হয়েছিল তাঁর খালাতো ভাই আবুল আসের (রাঃ)-এর সাথে। সাহাবী আবু কাতাদা (রাঃ) একটি ঘটনা বর্ণনা করেছেন। আমরা এক সময় মসজিদে নবুবীতে অবস্থান করছিলাম। রাসূলুল্লাহ (সাঃ) মসজিদে তশরিফ আনলেন। কাঁধের উপর আসীন দৌহিত্র শিশু উমামা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
সে অবস্থায়ই রাসূল (সাঃ) সালাতে দাঁড়ালেন। তিনি যখন রুকুতে যেতেন, তখন শিশু উমামাকে নামিয়ে দিতেন। আবার যখন দাঁড়াতেন, তখন তাকে কাঁধে তুলে নিতেন। এভাবে তিনি পুরো সালাত আদায় করেন।
নামাজের সময়ও শিশুরা রাসূলের সঙ্গ ছাড়তে চাইতোনা। নামাজরত অবস্থায় সেজদাকালে হাসান-হুসাইন তাদের নানার পিঠে উঠে বসতেন।
হাসান (রাঃ) ও হুসাইন (রাঃ)
বিবি ফাতেমা (রাঃ) এর গৃহে রাসূল (সাঃ) গেলে তিনি হাসান ও হুসাইনকে দেখতে চাইতেন। গৃহে প্রবেশের সময় তাঁর মুখে হাসির রেখা ফুটে উঠতো। প্রথমেই তিনি বলতেন “যাও আমার নাতিদের নিয়ে এসো।” বিবি ফাতেমা (রাঃ) শিশুদেরকে নিয়ে এলে মহানবী (সাঃ) তাদের শরীরের ঘ্রাণ নিতেন এবং বুকে জড়িয়ে ধরতেন। হযরত হাসানের চেহারা ছিলো মহানবী (সাঃ)- এর অনুরূপ এবং খুবই সুন্দর।
রাসূলুল্লাহ (সাঃ) শিশুদের অত্যন্ত গভীরভাবে ভালোবাসতেন। মক্কা বিজয়ের পর তিনি যখন বিজয়ী হিসেবে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করেন তখন উটের উপর তাঁর সাথে ছিলো একজন শিশু এবং একজন কিশোর। শিশুটি হলো রাসূলুল্লাহ (সাঃ)-এর জেষ্ঠ্যা কন্যা জয়নব (রাঃ)-এর শিশু পুত্র আলী (রাঃ)। কিশোরটি হলো পালকপুত্রসম হযরত জায়েদ ইবনে হারীসের (রাঃ) পুত্র উসামা (রাঃ)।
হযরত হাসান (রাঃ) ও হোসেন (রাঃ)-কে রাসূলুল্লাহ (সাঃ) যে কত গভীর ভালবাসতেন ইতিহাসে এর বহু কাহিনী লিখিত আছে। রাসূলুল্লাহ (সাঃ)-এর স্নেহ কেবল স্বীয় পরিবারের বা অতিপ্রিয় সাহাবীদের শিশুর মাঝেই সীমাবদ্ধ ছিলোনা। আমাদের সমাজে নারী ও শিশু অপেক্ষাকৃত অবহেলিত। জাহিলিয়াতের যুগে দাহিয়া কালবীর (রাঃ) ন্যায় জলিলুল কদর সাহাবীও অর্ধ ডজনের অধিক স্বীয় শিশু কন্যাকে নিজ হাতে হত্যা করেছিলেন। পরবর্তীতে তাঁর নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি এতটুকু হয়েছিলো যে জিব্রাইল (আঃ)ও কখনো কখনো সাহাবী দাহিয়া কালবীর (রাঃ) সুরাতে রাসূলুল্লাহর (সাঃ)-এর কাছে তাশরিফ আনতেন।
নিচে মহানবী ও শিশু pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.29 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | এ জেড এম শামসুল আলম |
বইয়ের অনুবাদকঃ |