মহানবী সাঃ এর আদর্শ ও বিজ্ঞান
মহানবী সাঃ এর আদর্শ ও বিজ্ঞান pdf বই ডাউনলোড। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব নবী- রাসুলগণের সর্দার আমাদের নেতা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারঁ অতুলণীয় ব্যক্তিত্ব, অনুপম চরিত্র, মাধুর্য, আমাদের দৈনিন্দিন। জীবনের প্রতিটি কাজের আদর্শ।
পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে রাসুলের অনুসরণ কর, তবেই আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং ক্ষমা করবেন তোমাদের অপরাধ। কাজেই একজন মুমিনের সর্বপ্রথম ও প্রধান কর্তব্য হলো জীবনের প্রতিটি কাজে মুহাম্মাদুর রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কর।
আরও দেখুনঃ জান্নাত জাহান্নাম pdf বই
একজন ইয়াতীম বালক থেকে একজন নির্যাতিত শরণার্থী তারপর একটা গোটা জাতির আধ্যাত্মিক ও পার্থিব অধিপতি এবং সে জাতির ভাগ্য নির্মাতা হয়ে যাওয়া রাসুল মুহাম্মদ (সাঃ) দুনিয়ার অগ্নিজ্বালা সহ্য করেছেন এবং অক্ষত অবস্থায় বেরিয়ে এসে জীবনের প্রতিটি ক্ষেত্রে ও ধাপে আদর্শ স্থাপন করেছেন।
জীবনের মাত্র একটি ক্ষেত্রেই তার অবদান সীমাবদ্ধ নয়, মানব জীবনের সমগ্র ক্ষেত্রেই তা বিস্তৃত। দর্শনের স্বনামখ্যাত অধ্যাপক রাও এভাবেই মুহাম্মদ (সাঃ)-এর জীবনকে মূল্যায়ন করেছেন। তিনি কোন স্বর্গীয় ব্যক্তিত্ব নন বরং মানুষই ছিলেন। তিনি ছিলেন সব মানুষের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মানুষ. প্রস্তরাজির মধ্যে তিনি রত্নের ন্যায় দেদীপ্যমান।
আরও দেখুনঃ কল্যাণ সমাজ গঠনে মহানবী pdf বই
ইতিহাস থেকে জানা যায় সমসাময়কি সকল ঐতিহাসিক মুহাম্মদ (সাঃ)-এর চমকপ্রদ গুণাবলী, নিখাদ সততা, আন্তরিকতা, নিষ্ঠা আর জীবনের প্রতি পদক্ষেপে আল্লাহর নবী মুহাম্মদ (সাঃ)-এর বিশ্বাসযোগ্যতা দুনিয়া ও আখিরাতে মানব জাতির এবং মানব কর্মের প্রতিটি দিক ও বিভাগে সফলতার জন্য শিক্ষনীয় আদর্শ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
সৃষ্টির পর থেকেই সম্পূর্ণ সঠিকভাবে এই বিশ্বজগৎ আল্লাহর কঠোর নির্দেশে ঠিকঠাকভাবে চলে আসছে, ক্ষনিকের জন্যও এর সামান্য ব্যতয় ঘটছে না। আল্লাহ মানব কুলের মধ্যে সবচেয়ে একজন পরিপূর্ণ মানুষের দৃষ্টান্ত স্থাপনের জন্য এই ধরায় মুহাম্মদ (সাঃ)-কে পাঠিয়েছেন।
আরও দেখুনঃ মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ pdf বই
নিচে মহানবী সাঃ এর আদর্শ ও বিজ্ঞান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ মানবতা ও হযরত মুহাম্মদ সাঃ বইয়ের সাইজঃ 20.7 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ হাবীবুর রহমান তালুকদার অনুবাদঃ এম. রুহুল আমিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ