মহান আল্লাহর মারিফাত
মহান আল্লাহর মারিফাত pdf বই ডাউনলোড। মা’রিফাত শব্দটি আরবী , অর্থ-কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে পরিচয় লাভ করা বা জানা। আর শব্দটি যখন কারো অপরাধের ক্ষেত্রে ব্যবহৃত হবে, তখন অর্থ হবে স্বীকার করা। নিয়ামতের পরিচয় ও স্বীকৃতি প্রদান করার বেলায়ও এ শব্দটি প্রয়োগ হয়।
যেমন হাদীছে বর্ণিত আছে যে, রোজ ক্বিয়ামতে আল্লাহ তারঁ বান্দাহকে নিজ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন এবং তারা তখন তা অস্বীকার করবে। হাদীছের ভাষা এই অর্থাৎ বান্দাহকে আল্লাহ তারঁ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন: অতঃপর সে তা স্বীকার করবে।
আরও দেখুনঃ কিতাবুত তাওহীদের ব্যাখ্যা pdf বই ডাউনলোড
কারো পরিচয় লাভ করা অর্থে এ শব্দটি প্রয়োগ হয়ে থাকে। যেমন হাদীছে জিব্রীল এসেছে: আমাদের কেউ তাকে চিনেন না। হক্ব জানার উদ্দেশ্যেও শব্দটির প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন হাদীছে এসেছে: অর্থাৎ আমি জানলাম যে, এটিই হক্ব। দেখা যায় যে, মূল ধাতু হতে গৃহীত শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়।
মোট কথা, কোন ব্যক্তি, বস্তু বা স্বত্তা সম্পর্কে যথাসম্ভব তাত্তিক জ্ঞান লাভ করাকে মারিফাত বলা হয়। আর যেহেতু অধিকাংশ ক্ষেত্রে শব্দটি মহিমান্বিত নাম আল্লাহ-এর সাথে সংযুক্ত হয়ে ব্যবহৃত হয় সেহেতু তা অধিক স্পষ্ট যে এখানে মারিফাত দ্বারা মহান আল্লাহ সম্পর্কে দলীয়-প্রমাণ জানা ও যথাসম্ভব গভীর জ্ঞান অর্জন করা।
আরও দেখুনঃ শিরকবিহীন ঈমানের মর্যাদা pdf বই ডাউনলোড
বুঝাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে মহান আল্লাহর জাত-সত্তাকে আয়ত্ব করা কোন সৃষ্টির পক্ষে সম্ভব নয়।অভিধানবিদগন বলেন: আসলে শব্দটি গভীর জ্ঞান বা পরিপূর্ণ জ্ঞানের অর্থ দেয় না। কেননা, মূলতঃ শব্দটি অপূর্ণ অর্থজ্ঞাপক। আল্লামাহ রাগেব ইষ্ফাহানী রাহি: বলেন: অর্থাৎ মারিফাত ও ইরফান হল-কোন বস্তুকে তার চিহৃ বা।
নিদর্শনের সাহায্যে চিন্তা ও গবেষণা দ্বারা আয়ত্ব করা। আর আল্লাহর মারিফাত বলতে দলিল-প্রমাণ দিয়ে এবং তার নিদর্শনাদী নিয়ে চিন্তা -ভাবনা করে যথাসম্ভব তাকেঁ জানা ও তার প্রতি প্রবল বিশ্বাস সৃষ্টি করাকে বুঝায়। কাজেই দলিল-প্রমাণ ছাড়া আল্লাহর মারিফাত হাসিল করার চেষ্টা অনর্থক।
আরও দেখুনঃ আকীদার মানদন্ডে তাবীজ pdf বই ডাউনলোড
নিচে মহান আল্লাহর মারিফাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 6.82 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ হারূন হুসাইন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ