মহিমান্বিত আল্লাহর সৌন্দর্য
মহিমান্বিত আল্লাহর সৌন্দর্য pdf বই ডাউনলোড। কেবল আল্লাহই তারঁ সৌন্দর্য সম্পর্কে জানেন, আর জানেন তারঁ সে সৌন্দর্য কিসের মতো; তারঁ সৃষ্টির কাছে তো কেবলই কিছু সংজ্ঞা আছে যা কিনা তিনি তারঁ সম্মানিত কিছু গোলামদের প্রদান করেছেন। সে সৌন্দর্য অন্যান্যদের থেকে দূরে সরিয়ে রেখে তা পর্দা ও পোশাক দিয়ে আবৃত করা হয়েছে; যেমনটি রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে আল্লাহ বলেছেন।
অহংকার আমার চাদর আর শ্রেষ্ঠত্ব আমার পোষাক। আল্লাহ তো মহান , আর তারঁ অবস্থান সবচেয়ে উপরে, তাই তারঁ অহংকার ও মহান ও ব্যাপক হওয়ার কারনে চাদরই হল প্রাপ্য (যা তারঁ অহংকার ঢেকে রাখার জন্য তিনি ব্যবহার করেছেন)।
আরও দেখুনঃ বয়ানও খুতবাহ ১ম খন্ড pdf বই ডাউনলোড
ইবনে আব্বাস রাঃ বলেছেন, আল্লাহ নিজেকে আবৃতি করেছেন তারঁ গুণাবলী দিয়ে আর তারঁ গুণাবলীকে আবৃত করেছেন তারঁ কাজ দিয়ে। সে সৌন্দর্য সম্পর্কে তুমি কি মনে করো, যা কিনা উৎকৃষ্ট গুণাবলী , গৌরব আর মাহিমা দিয়ে আবৃত” এট থেকে সৌন্দর্যর অন্যান্য অর্থগুলো অনুধাবন করা যায়।
গোলাম প্রথমে আল্লাহর কাজ, এরপর তারঁ গুণাবলী এবং এরপরে স্বয়ং আল্লাহকে জানার মাধ্যমে উন্নতি লাভ করে। যদি সে কাজগুলোর সৌন্দর্যএর মধ্যে কিছু দেখতে পায়, তবে সে গুণাবলীর সৌন্দর্য পৌছে যাবে, এরপর সে পৌঁছে যাবে আল্লাহর সৌন্দর্য এর মধ্যে কিছু দেখতে পায়, তবে সে গুণাবলীর সৌন্দর্য পৌঁছে যাবে।
আরও দেখুনঃ বয়ানও খুতবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
এর পর সে পৌঁছে যাবে আল্লাহর সৌন্দর্য জানার পর্যায়ে।সুতরাং সকল প্রশংসা ও শুকরিয়া তো মহিমান্বিত আল্লাহরই জন্যই, তারঁ সৃষ্টির কোন কিছুই তারঁ প্রাপ্য অনুযায়ী তারঁ প্রশংসা করতে সক্ষম নয়, একমাত্র তিনিই তারঁ পরিপূর্ণ প্রশংসা করতে পারেন।
আর তিনিই তো একমাত্র ইবাদাতের যোগ্য, ভালোবাসা ও প্রশংসিত হওয়ার যোগ্য । তিনি তারঁ গুণাবলী ও কাজকে ভালোবাসেন যেমনটা ভালোবাসেন নিজেকে । তারঁ সকল কাজই তো সুন্দর ও মুল্যবান এবং তারঁ কাজে এমন কিছুই নেই যেটার প্রতি ঘৃণা আসে।
আরও দেখুনঃ ধর্ম নিরপেক্ষতা pdf বই ডাউনলোড
নিচে মহিমান্বিত আল্লাহর সৌন্দর্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.4 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ