মহিলাদের হজ্জ্ব ও ওমরাহ pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শরীআত-প্রদত্ত নিয়ম অনুসারে ইহরাম বাধাঁর পর পবিত্র মক্কা মুকাররমায় উপস্থিত হয়ে নির্নিষ্ট তারিখ ও সময়ে বিশেষ কিছু কাজ করা। হজ্বে যাওয়ার সময় নিয়ত বিশুদ্ধ করে নিবে।
আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ্জ করছি এমন নিয়ত করবে।হামদ ও সালাতের পর আরয হলো, আরকানে ইসলামের পঞ্চম রোকন হলো হজ্বে বাইতুল্লাহ । আল্লাহ তাআলার প্রতি বান্দার ইশক-মুহাব্বাত বহিঃপ্রকাশের সর্বশেষ স্থর হলো হজ্জ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জাগরণ হতে নিদ্রা পর্যন্ত pdf বই ডাউনলোড
- আমালুস সুন্নাহ pdf বই ডাউনলোড
- সীরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মহিলাদের হজ্জ্ব ও ওমরাহ pdf বই ডাউনলোড
হজ্জ সঠিকভাবে আদায় করতে পারলে একজন মুসলমান আল্লাহ তাআলার ওলী হয়ে যায়। কিন্তু হজ্জ যেহেতু জীবনে একবারই ফরয হয়, আর সাধারণত লোকেরা একবারই হজ্জ করে থাকে, তাই আমাদের সমাজে হজ্বের মাসাইলের আলোচনা নেই বললেই চলে।
এ কারণে মাসআলা জেনে-শুনে সঠিকভাবে হজ্জ আদায় করা কষ্ট সাধ্যই বলা যায়।আল্লাহ তাআলার খাস মেহেরবানী যে, তিনি আমাকে প্রতিবছর শাওয়াল মাসে কিছু সংখ্যক হজ্জযাত্রীকে নিয়ে হজ্জ ট্রেনিং-এর ব্যবস্থা করার তাওফীক দিয়েছেন।
এ ট্রেনিং-এ হজ্বের জরুরী মাসাইলের আলোচনা করা হয়ে থাকে এবং বোর্ডে নকশা করে হজ্বের যাবতীয় কার্যাদি বুঝিয়ে দেওয়া হয়। এর ফলে ট্রেনিং-এ উপস্থিত হাজীগণ সঠিকভাবে এবং সহজে হজ্জ সম্পন্ন করতে পারে। ট্রেনিং-এ উপস্থিত হাজী সাহেবদের পক্ষা থেকে বার বার তাকাযা আসছিলো যে, ট্রেনিং- এ যেসব মাসআলা-মাসাইলের আলোচনা হয়, সেগুলি লিপিবদ্ধ করে কিতাব আকারে প্রকাশ করা হোক।
যাতে ট্রেনিং-এ যারা উপস্থিত হতে পারেনি তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। তাদের আবেদনে সাড়া দিয়েই মূলত এই কিতাব প্রস্তুত করা হয়েছে।এই কিতাবের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে মাসআলাগুলি সহজভাবে উপস্থাপন করা হয়েছে এবং হজ্জ সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। অভিজ্ঞতা যদিও পরিবর্তনশীল তারপরও আশাকরি হজ্জযাত্রীরা এর দ্বারা বেশ উপকৃত হবে।
নিচে মহিলাদের হজ্জ্ব ও ওমরাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ কিতাবুল হজ্জ বইয়ের সাইজঃ 2.94 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুফতী মনসুরুল হক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ