মহিলার নামায pdf বই ডাউনলোড। নামায চক্ষুশীতলকারী ইবাদতের এক বাগিচা। যাতে মুসলিম আল্লাহর ধ্যানে তন্ময় হয়ে তারঁ সান্নিধ্য চায়, তার নিকট আকুল প্রার্থনা জানায়। নামায বিপদের সাহায্য মুমিনের হৃদয়ে প্রদীপ্ত নূর এবং মহাপ্রলয় দিবসে আলোক-বর্তিকা,দলীল ও মুক্তি লাভের সনদ। নামায পাপীর ছোট পাপ মোচন করে, অন্তরের ব্যাধি দূর করে, অশ্লীল, নোংরা ও মন্দ কাজ হতে মুসলিমকে বিরত রাখে। এই নামাযের মাঝে ইসলামী ঐক্য এবং সাম্য প্রস্ফুটিত হয়।
নামায ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামায যে ত্যাগ করে সে কাফের, মতান্তরে ফাসেক। কিয়ামতে সর্বাগ্রে যে বিষয়ে মুসলিমকে কৈফিয়ত দতে হবে তা হচ্ছে নামায। এ নামায যে পড়ে সে যদি তার যথাসময় অতিবাহিত করে পড়ে, তাহলে মতান্তরে সেও কাফের। যেমন যে ফজরে ইচ্ছাকৃত ঘুমিয়ে থেকে সূর্য ওঠার পর নামায পড়ে, তার নামাযও গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ বলেন, অর্থাৎ, তাদের পর এল অপদার্থ পরবর্তীগণ, তারা নামায নষ্ট করল ও প্রবত্তিপরায়ণ হল;সুতরাং তারা অচিরেই অমঙ্গল প্রত্যক্ষ করবে। (সূরা মারয়্যাম ৫৯ আয়াত)
আরও ইসলামিক বই দেখুন:
- দাসী না পতিতা ? pdf বই ডাউনলোড
- আইনুল হক কাসিমীর লেখা pdf বই ডাউনলোড
- এসো নামায শিখি pdf বই ডাউনলোড
- পূর্ণাঙ্গ নামায ও যাকাতের বিধান pdf বই ডাউনলোড
এ নামায তার জন্য, যে মুসলিম। যার কালেমা, লা-ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ-এর উপর পূর্ন ঈমান ও আমল আছে। যে জানে আল্লাহ ছাড়া কোন স্রষ্টা, বিধায়ক ও বিশ্ব-পরিচালক নেই। তিনি ব্যতীত কোন সত্য উপাস্য নেই এবং নামে-গুণে তিনি অনুপম ইত্যাদি। যে মানে যে হযরত মুহাম্মাদ সা. তারঁ প্রেরিত রসূল ও অনুগত দাস।
আর এর সাথে আল্লাহ ও তদীয় রসূলের যাবতীয় বাণী ও খবরকে বিশ্বাস করে ও সত্য জানে। আল্লাহ ও তারঁ রাসূল যা আদেশ করেন, তাই পালন করে, যা নিষেধ করেছেন, তা পরিত্যাগ করে এবং যার নির্দেশ করেন না, তাতে নিজের তরফ থেকে অতিরঞ্জন ওবাড়তি করে না। আল্লাহ সমস্ত তাগূতকে অস্বীকার করে এবং নবী সা. ছাড়া অন্য কাউকে আদর্শ ও অনুকরণীয় মনে করে না। এই তো সেই মুসলিম, যে শুদ্ধচিত্ত ও আলোক প্রাপ্ত।
সুস্থ মস্তিস্ক সাবালক মুসলিম যখন মহান আল্লাহর মহা উপাসনা নামায আদায় করার ইচ্ছা করে, তখন তার পূর্বে তার জন্য কয়েকটি বিষয় জরুরী হয়। যেমন পবিত্রতা, গোসল, ওযূ ইত্যাদি। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে মহিলার নামায pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | তাওহীদ পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | নামাজ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 4.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আব্দুল হামীদ ফাইযী |
অনুবাদকঃ |