মহীয়সী নারী সাহাবিদের আলোকিত জীবন pdf বই ডাউনলোড। নারী—স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি। আল্লাহ নিজেই তার পরিচয় প্রকাশ করতে গিয়ে তার নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটি নিদর্শন নারী- জাতি। তারা যে স্রষ্টার নিদর্শন—তাদের অনেকেই এটা সঠিকভাবে অনুধাবন করে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রগঠনে নিজেদের ভূমিকা হৃদয়াঙ্গম করতেও সক্ষম হয় না। ইসলামের শ্বাশত সৌন্দর্য থেকে মুখ ফিরিয়ে আধুনিকতার দিকে ঝুঁকে পড়ে।
স্বভাবতই সন্তানের ওপর এর প্রভাব পড়ে। আদর্শ মানুষ গড়ার কারিগর হয়েও নিজেদের নির্বুদ্ধিতার জন্য সন্তান আল্লাহ-বিমুখ হয়ে ওঠে। আখিরাত-চিন্তা থেকে দূরে সরে দুনিয়ার মোহে নিজেদের নিমজ্জিত করে। এর মূল কারণ, ইসলাম সম্পর্কে অজ্ঞতা এবং প্রথম যুগের মুসলমান নারীদের সংগ্রাম, ত্যাগ ও একনিষ্ঠতা সম্পর্কে
অধ্যয়ন না করা।
আরও ইসলামিক বই দেখুনঃ
যদিও বলা হয়, এখন নারীরা আরও বেশি স্বাধীন; কিন্তু পাশ্চাত্যের এই বল্গাহীন স্বাধীনতা তাদের চরিত্রহীনতা ও বেহায়াপনার দিকে ঠেলে দিচ্ছে। নারীর স্বাধীনতা নারিত্বেই, কখনো পুরুষত্ব অর্জনের মধ্যে নয়। নারী-পুরুষ দুটি ভিন্ন সৃষ্টি। মানুষের আদলে ভিন্ন মানুষ। তাদের গঠনে যেমন পার্থক্য রয়েছে, তেমনি মন-মানসিকতায় রয়েছে নানাবিধ জটিল বৈষম্য। এ বৈষম্য দূর করাই অধিকার আদায় নয়; বরং এই বৈষম্যের সঠিক ব্যবহারই স্বাধীনতা। ইসলাম এই স্বাধীনতার সীমা নির্ধারণ করে দিয়েছে।
এ সীমার সঠিক মাত্রা কেবল আদর্শিক ব্যক্তিদের মধ্যেই পাওয়া সম্ভব—যারা ছিলেন রাসূল সা.-এর নিকটতম—মহীয়সী নারী সাহাবীগণ। এজন্য তাদের জীবনী জানা অপরিহার্য। রাসূল সা.-এর অনুসরণ ও অনুকরণের তারা যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, সেটাই একজন মুসলিম নারীর জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাবপূর্ব সময়ের দিকে তাকালে আমরা দেখতে পাই; জাহেলী যুগ—যা বিশেষভাবে আরববাসী এবং সাধারণভাবে পুরো জগতবাসী যাপন করছিল; কারণ, সেটা ছিল রাসূলদের বিরতি ও পূর্বের হিদায়াত বিস্মৃতির যুগ।
হাদীসের ভাষ্যমতে, ‘আল্লাহ তাআলা তাদের দিকে দৃষ্টি দিলেন এবং আরব ও অনারব সবার ওপর তিনি গোস্বা করলেন, তবে অবশিষ্ট কতক আহলে কিতাব ব্যতীত।” এ সময় নারীরা বেশিরভাগ ক্ষেত্রে ও সাধারণভাবে খুব কঠিন অবস্থার সম্মুখীন ছিল। বিশেষত আরবসমাজে। আরবরা কন্যা সন্তানের জন্মকে অপছন্দ করত। তাদের অনেকে মেয়েকে জ্যান্ত দাফন করত; যেন মাটির নিচে তার মৃত্যু ঘটে। আবার অনেকে অসম্মান ও লাঞ্ছনার জীবন-যাপনে মেয়েকে বাধ্য করত। আল্লাহ তাআলা বলেন, ‘আর যখন তাদের কাউকে
> সহীহ মুসলিম, হাদীস নং ২৮৬৭/৫১১৩।
নিচে মহীয়সী নারী সাহাবিদের আলোকিত জীবন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | নারী ও পর্দা বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 19.6 MB |
প্রকাশ সাল | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | শায়খ মাহমুদ আল-মিসরী আবু আম্মার |
বইয়ের অনুবাদকঃ | কাজী আবুল কালাম সিদ্দীক |