মাওলানা আহমাদ আলী জীবনী pdf বই ডাউনলোড। এদেশে ইংরেজদের আগমনের পর মুসলমানরা যে শুধুমাত্র রাজশক্তি হারিয়েছিল তা নয়, তাদের সংস্কৃতির উপরও চরম আঘাত এসেছিল। বৃটিশ ভারতে মুসলমানগণ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাহিত্য ক্ষেত্রে যেমন পিছিয়ে পড়েছিল, তেমনি ধর্মীয় ক্ষেত্রেও তাদের মধ্যে এসেছিল চরম অরাজকতা।
ইসলামের নামে মুসলিম সমাজে বিভিন্ন অনৈসলামিক আচার ও অনুষ্ঠানের অনুপ্রবেশ ঘটেছিল। শিরক ও বিদআতী কার্যকলাপ ইসলামের পালনীয় বিধান হিসাবে সাধারণ মুসলমানদের জীবনে প্রভাব বিস্তার করেছিল। ফলে মুসলমানগণ ক্রমেই তাদের আদর্শিক বৈশিষ্ট্য হারাতে থাকে। এই অবনতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পাবার জন্য শুরু হয় বিভিন্ন সংস্কার আন্দোলন।
আরও দেখুনঃ ফাজায়েলে আমল ৭ম খন্ড pdf বই ডাউনলোড
মাওলানা আহমাদ আলী (১৮৮৩-১৯৭৬) সেই আন্দোলনের একজন নিরলস কর্মী হিসাবে আজীবন সংগ্রাম করে গেছেন্ নিম্নে তারঁ সংক্ষিপ্ত জীবনী পর্যালোচিত হল।
সাতক্ষীরা জেলার ৭নং আলীপুর ইউনিয়নের অন্তর্গত বুলারাটি গ্রামের মন্ডল বংশের সম্মানিত আলেম পরিবারে ১২৯০ বঙ্গাব্দ মোতাবেক ১৮৮৩ খ্রীষ্টাব্দে মাওলানা আহমাদ আলী জন্মগ্রহণ করেন। পিতা মুন্সী যীনাতুল্লাহ ও মাতা জগতে বিবি।
তিনি কি কি করেছেন ইসলামের জন্য।
তারঁ ষষ্ঠ পিতৃপুরুষ মাওলানা সৈয়দ শাহ নযীর আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূরে আরবদেশ হতে ভারতবর্ষে আগমন করেন। সৈয়দ বংশের এই পরিবারটি ধর্মীয় অনুশাসনের একনিষ্ঠ সেবক হবার কারণে সকলের নিকট শরাওয়ালা শরীয়ত ওয়ালা নামে অভিতিহ ছিল। সেই সুত্রে বুলারাটীতে মাওলানা আহমাদ আলীর বাড়ী আজও মৌলবী বাড়ী হিসাবে পরিচিত।
আরও দেখুনঃ নবী রাসুলের জীবনী pdf বই ডাউনলোড
পারিবারিক ঐতিহ্য লালিত মাওলানা আহমাদ আলীর প্রথম পাঠ শুরু হয় নিজ গৃহেই। বাড়ীতেই তিনি পবিত্র কুরআন বাংলা উর্দু ও ফারসী ভাষা শিক্ষা লাভ করেন। ১৯০০ সালে তারঁ জীবনে ঘটে যায় সুপ্ত প্রতিভা বিকাশের এক মোড় পরিবর্তনকারী ঘটনা। উচ্চ শিক্ষার ব্রত নিয়ে রাতের অন্ধকারে তিনি পাড়ি জমান কলকাতায় কিন্তু কলকাতায় অবস্থান না করে সোজা চলে যান উত্তর প্রদেশের আযমগড়ে। সেখানে আহলেহাদীছ মাদরাসায় তিন বছর অধ্যয়নের পর কলকাতা সরকারী আলিয়া মাদরাসায় ভর্তি হন।
অল্পদিনের মধ্যেই তিনি আরবী ব্যাকরণে একজন কৃতি ছাত্র রূপে বরিত হন। অতঃপর আলেম ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেন। এরপর তিনি কৃতিত্বের সাথে ফাযেল বা উলা পাশ করেন। অতঃপর কলিকাতা আলিয়া মাদরাসার সর্বোচ্ছ ডিগ্রী কামেল টাইটেল টেষ্ট পরীক্ষায় সুনামের সঙ্গে উত্তীর্ণ হন। দুর্ভাগ্য কামেল পরীক্ষার মাত্র ১৪ দিন পূর্বে মাতৃবিয়োগ ঘটায় তারঁ ভাগ্যে উক্ত ডিগ্রী অর্জন সম্ভব হয়নি।
আরও দেখুনঃ ইমাম নাসাঈ রহঃ জীবনী pdf বই ডাউনলোড
নিচে মাওলানা আহমাদ আলী জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now