মাওয়ায়েজে কারীমিয়া pdf বই ডাউনলোড।হুযুরে পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী বা রছূল আবির্ভুত হবেন না। তবে তারঁ তারঁ ভাঙ্গা দ্বীন কিয়ামত পর্যন্ত তারঁ ওয়ারেসদের মাধ্যমে এ দুনিয়ার জারি থাকবে। আমীরুল মুজাহিদীন চরমোনাইর মরহুম হযরত পীর ছাহেব হুযুর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মোঃ ফজলুল করীম রহঃ হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর।
একজন যোগ্য ওয়ারেস ছিলেন। তিনি ক্রমবর্ধমান ফেৎনা ফাছাদের যুগে দ্বীনভোলা ও পথহারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলায়ে দেয়ার জন্য যে আপ্রাণ ও নিরলস চেষ্টা চালিয়ে গেছেন, তা এ যুগের মানুষের জন্য সত্যিই এক বিরাট নিয়ামত।
আরও দেখুনঃ ভেদে মারেফাত pdf বই ডাউনলোড
তিনি সারা বছর ধরে দেশের ছোট-বড় সকল শহরে-বন্দরে ও গ্রামে-গঞ্জে এমন কি বহির্বিশ্বে পর্যন্ত মূল্যবান ওয়াজ-নছীহত করে দ্বীনভোলা মানুষদেরকে ছহীহ দ্বীনের বুঝ দেয়ার বিরামহীন চেষ্টা করে গেছেন। আল্লাহ পাক বেহেশতের মধ্যে তারঁ দরওয়াজা বুলন্দ করে দিন-আমিন। তারঁ মূল্যবান ওয়াজ-নছীহত শুনে আল্লাহ পাকের ফজল ।
ও করমে এ পর্যন্ত লাখো লাখো নাফরমান বান্দা আল্লাহর রেজামন্দী হাসিলের উদ্দেশ্যে যাবতীয় গুনাহর কাজ ছেড়ে দিয়ে দ্বীনের পথে চলা শুরু করে দিয়েছে। যে ওয়াজ-নছীহতে একজন আল্লাহ বিমুখ বান্দা আল্লাহমুখী হয়ে বেলায়েতের কামালিয়াত পৌঁছে যাচ্ছেন, সে ওয়াজ হেদায়েত পাবার উপকরন হিসেবে সংকলনের মাধ্যমে সংরক্ষন করাকে বাংলাদেশ মুজাহিদ কমিটি একটি নৈতিক দায়িত্ব মনে করে।
আরও দেখুনঃ ইদাদ একটি ভুলে যাওয়া ফরয pdf বই
তারঁ কতিপয় মূল্যবান বয়ানের সমন্বয়ে এ ক্ষুদ্র বইটি প্রকাশ করা হল।যাইহোক আমাদের প্রাণ প্রিয় শায়েখ ও মর্শিদ মরহুম ওয়ালেদ ছাহেব হযরত মাওলানা সৈয়দ মোঃ ফজলুল করীম রহঃ কে সারা বাংলা তথা বিশ্বের অনেক দেশের মানুষ একজন উচ্ছ তবকার বুযুর্গ হিসাবে চিনেন।
জানেন ও মানেন। শৈশব থেকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তিনি শিক্ষা , দিক্ষা, শিক্ষকতা এবং জীবনের ৩৪ টি বৎসর চিশতীয়া ছাবেরিয়া তরীকার শায়খুল মাশায়েখ হিসাবে সারা বাংলার আনাচে কানাচে তথা বিশ্বের বিভিন্ন দেশে দ্বীনের দাওয়াত পৌঁছায়ে গেছেন।
আরও দেখুনঃ বৃটিশ বাংলায় মুসলিম সংস্কৃতির রূপান্তর pdf বই
নিচে মাওয়ায়েজে কারীমিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মুজাহিদ প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 18.2 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ