মাকামে সাহাবা pdf বই ডাউনলোড। উম্মতের মাঝে ছাহাবা কেরামের অবস্থান তো মর্যদার সর্বোচ্চ শিখরে । সুতরাং তাদের জীবন চরিতালোচনা আমাদের জন্য কত যে বরকতময় ও কল্যণাবাহী তা বলাই বাহুল্য। এমনকি উম্মতের সাধারণ অলি-বুজুর্গদের বিভিন্ন ঘটনা ও গুণাবলীর আলোচনাও মানুষকে সত্যের পথে অনুপ্রাণিত করে । তাদের জীবনে আমূল ধর্মীয় বিপ্লব সৃষ্টি করার ক্ষেত্রে অচিন্তনীয় সুফল বয়ে আনতে পারে।
যুগে যুগে উম্মতের বিভিন্ন দুর্যোগে বার বার প্রমাণিত এ সত্যকে অস্বীকার করার উপায় নেই। তবে আমাদের বর্তমান গ্রন্থের বিষয়বস্তু কিন্তু ছাহাবা কেরামের ফাযায়েল ও মানাকিব তথা গুণগাণের আলোচনা নয়। কেননা বিভিন্ন হাদীছ-গ্রন্থে সন্নিবেশিত ‘মানাকিব’ অধ্যায়গুলোর পাশাপাশি পৃথিবীর প্রায় সকল ভাষায় এ বিষয়ে এ পর্যন্ত বহু গ্রন্থ রচিত হয়েছে। আলহাম্দুলিল্লাহ্ ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
তদ্রূপ ছাহাবা-যুগের ইতিহাস বা ঐতিহাসিক ঘটনাবলীও আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। তবে ইতিহাস সম্পর্কে দুটো কথা এখানে বলে নিতে পারি। ইতিহাস মানে বিগত যুগের মানব সমাজের সন্দুর অসুন্দর উভয় দিক তুলে ধরা এবং ‘অনুপাত’ বিচারে কাওকে নন্দিত, কাওকে নিন্দিত এবং কাওকে সাধু, কাওকে অসাধু রূপে চিহ্নিত করা। ‘অনুপাত’ বিচারের প্রয়োজন এজন্য যে, পৃথিবীতে নবী রাসূলের পরে এমন বিশুদ্ধতম মানুষের অস্তিত্ব নেই যার জীবন ও চরিত্রে সামান্যতম খুঁত নেই। অসুন্দরের ক্ষীণতম ছায়াপাত নেই।
তদ্রূপ এমন নিকৃষ্টতম মানুষও নেই যার জীবন ও চরিত্রে পুণ্যের কোন স্পর্শ নেই। সুন্দরের কোন ছাপ নেই। সুতরাং ‘অনুপাত’ বিচারই হবে ভাল মানুষ ও মন্দ মানুষের মাপকাঠি। অর্থাৎ গোটা জীবন যার কেটেছে সুন্দর কর্ম ও উত্তম চিন্তার মাঝে, কল্যাণ ও পুণ্যের সুস্নিগ্ধ পরশে। যার সকল ‘আচরণ ও উচ্চরণে’
ঘটেছে ইখলাছ ও আল্লাহ্ প্রেমের সাবলীল প্রকাশ, জীবনের দু’ একটি পদস্খলন বা দুর্ঘটনা সত্ত্বেও অবশ্যই তিনি শামিল হবেন উম্মতের নেক ও সৎ লোকদের কাতারে। তদ্রূপ যার জীবনের সকাল-সন্ধা কেটেছে পাপের অন্ধকারে, শরীয়তের আহকাম ও বিধান লংঘন করে করে, একটি বা দশটি পুণ্যকর্মের সুবাদে কিছুতেই সে পেতে পারে না অলী বুজুর্গের স্বীকৃতি।
তবে মনে রাখতে হবে যে, পূর্ণ বিশ্বস্ততার সাথে ঘটনাবলীর নিরপেক্ষ বিবরণ দিয়ে যাওয়াই হলো ইতিহাসের ইতিকর্তব্য। সেই ঘটনাবলীর বিচার বিশ্লেষণ এবং লব্ধ ফলাফলের আলোকে ব্যক্তি ও শ্রেণীর ধর্মীয় বা জাগতিক মর্যাদার স্তর নির্ধারণ কিন্তু ইতিহাসের দায়িত্ব নয়। এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটি বিষয় ; যাকে ইতিহাসতত্ত্ব বলা যেতে পারে, ইতিহাস বলা যেতে পারে না।
নিচে মাকামে সাহাবা pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 18.7 MB |
প্রকাশ সালঃ | ২০০৫ সাল |
বইয়ের লেখকঃ | হযরত মাওলানা মুফতী ছফী সাহেব |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা আবু তাহের মেসবাহ |