মাকে খুশি করার ১৫০টি উপায় pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা কুরআনে করীমের বহু স্থানে নিজের হক ও অধিকারের সাথে মাতাপিতার হক ও অধিকারকে যুক্ত করে তাদের অধিকারের প্রতি গুরুত্বারোপ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন- অর্থাৎ- এবং তোমর প্রভু নির্দেশ প্রদান করেন যে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করো না।
মাতাপিতার সাথে সদাচারণ করো। তোমার জীবদ্দশায় যদি তাঁদের কোন একজন বা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাঁদেরকে কোন কারণেই উফ শব্দটি পর্যন্ত বলো না। তাদেরকে ধমক দিয়ো না। তাদের ভদ্রভাবে কথা বলো আর তাঁদের সামনে ভালবাসাবসত বিনয়ী হয়ে থাকো। আর দুআস্বরূপ বলো, হে প্রভু আপনি তাঁদেরকে রহম করুন যেমন তারাঁ আমাকে ছোটকালে রহমের সাথে লালন-পালন করেছেন। (সূরা বনী ইসরাঈল;২৩,২৪)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- উসমান রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
- আয়েশা রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
- আলী রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষানীয় pdf বই ডাউনলোড
- মন খুশি করার উপায় pdf বই ডাউনলোড
এবং কি আল্লাহ তাআলা তাদের সেবা ও তাদের সাথে সদ্ব্যবহার করাকে জান্নাত লাভের উপায় বানিয়েছেন। তাইতো হয়রত আবু হুরাইয়া রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি সহীহে হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- অর্থা- ঐ ব্যক্তি লাঞ্ছিত হোক, ঐ ব্যক্তি লাঞ্ছিত হোক, ঐ ব্যক্তি লাঞ্ছিত হোক, সাহাবায়ে কিরাম রাযিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি হে আল্লাহর রাসূল! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যে ব্যক্তি তার মাতা-পিতা উভয়কে বা কোন একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ সে জান্নাতে প্রবেশ করাতে পারল না।
(সহীহ মুসলিম)। আশা করি আপনাদের এই বইটি অনেক উপকৃত হবেন। মা-বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে কুরআন হাদীস এর আলোকে তা উল্লেখ্য করা হয়েছে । যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
মা। দুনিয়ার সবচেয়ে আপন এক ব্যক্তি। তার যে পরিমাণ সেবা সন্তানরা পেয়ে থাকে, তা পরিশোধের কোন ব্যবস্থা নেই। উপরন্তু আল্লাহ তাআলা মাকে ভালোবাসতে হুকুম করেছেন। কিন্তু দুনিয়ার মানুষ সে কথা মনে রাখে না। প্রায় সর্বত্রই মায়ের সাথে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
আজকের শিশু আগামী দিনের মা অথবা বাবা। প্রায় সবাইকেই মুখোমুখি হতে হয় একই সত্যের; একই বাস্তবতার। আজকে আমার মা-বাবার সাথে যে আচরণ করছি, কাল আমার সন্তানদের কাছ থেকে সে আচরণই পাওয়ার সম্ভাবনা ৯৯ ভাগ। ব্যতিক্রম বিরল। মাকে খুশি করার ইচ্ছা থাকলেও অনেকে কৌশল বুঝে উঠতে পারেন না। আমরা তাদের জন্যই এই পুস্তকটি অনুবাদ করলাম। এর সহায়তায় একজন মানুষও যদি মানে খুশি করতে সমর্থ হন, তা হলে আমাদের শ্রম সার্থক হবে। আল্লাহ কবুল করুক আমাদের ।
নিচে মাকে খুশি করার ১৫০টি উপায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হুদহুদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 20.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | ড. সুলাইমান সাকির |
অনুবাদকঃ | মুফতী আবদুল মালেক |