মাদারেজুন নবুওয়াত অষ্টম খন্ড pdf বই ডাউনলোড। রসুলেপাক স. অসুস্থাবস্থায় বলেছিলেন, আমার ওফাতের পর আমাকে গোসল দিবে আমার আহলে বাইতের পুরুষ ব্যক্তিগণ। হজরত আবু বকর সিদ্দীকও এমতো নির্দেশ সর্বান্তঃকরণে সমর্থন করেছিলেন। এ কথা জানিয়েও দিয়েছিলেন সবাইকে। সুতরাং এ কাজে নিয়োজিত হলেন আহলে বাইতের হজরত আলী মর্ত্যা রা., হজরত আব্বাস রা. ও আরো কয়েকজন। হজরত আব্বাস বলেন, হুজরা মুবারকের দরজা আহলে বাইত ছাড়া অন্যদের জন্য বন্ধ করে দেয়া হলো।
বর্ণিত আছে, হজরত ইবনে আব্বাসকে একবার প্রশ্ন করা হলো, রসুলে আকরম স.কে গোসল দেয়া হয়েছিল কীভাবে? তিনি বললেন, হজরত আব্বাস কেল্লায় (গোসলের জায়গায়) ইয়ামনি চাদর টানিয়ে দিলেন। এভাবেই গোসলের জন্য কেল্লা বানানো আমাদের জন্য সুন্নত হয়েছে। চতুর্দিকে চাদর ঝুলিয়ে গোসল দেয়ার জন্য স্থান নির্ধারণ করাকে কেল্লা বলা হয়। তারপর হজরত আব্বাস কেল্লার ভিতরে প্রবেশ করলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
হজরত আলী ও তাঁর দুইপুত্র ফযল ও কছমকে ডাকলেন। এক বর্ণনায় কছম রা. স্থলে রয়েছে হজরত আবু সুফিয়ান ইবনে হারেছের নাম। তাঁদের সাথে সাথে আশেকে রসুল হজরত উসামা বিন যায়েদ যিনি আহলে বাইতের লোক হিসাবে গণ্য হতেন, তিনিও এলেন। আরও এলেন রসুলেপাক স. এর গোলাম হজরত সালেহ্ হাবশী, যার উপাধি ছিলো শোকরান। তাঁরা সকলে একত্রিত হলেন এবং রসুলেপাক স.কে গোসল দেয়ার জন্য কেল্লার ভিতর নিয়ে এলেন ।
সে সময় ঘরের ভিতর ও কেল্লার বাইরে যাঁরা ছিলেন সকলের উপর তন্দ্রা প্রভাব বিস্তার করলো। কে যেনো আওয়াজ করে বললো, গোসল দিয়ো না। কেননা আল্লাহ্র রসুল এ থেকে পবিত্র। তাঁকে গোসল দেয়ার প্রয়োজন নেই। সবদিকে ঘোষণাকারীকে তালাশ করা হলো। কিন্তু তাকে কোথাও পাওয়া গেলো না । সকলে চাচ্ছিলেনও তা-ই। তাঁকে যেনো গোসল না দেয়া হয়। কিন্তু হযরত আব্বাস বললেন, এমন একটি আওয়াজের ভিত্তিতে যার হাকীকত আমরা জানি না, একটি সুন্নতকে বাদ দেয়া যায় না।
তারপর পুনরায় তাঁদেরকে তন্দ্রাচ্ছন্ন করা হলো এবং ঘোষণা দেয়া হলো, রসুলুল্লাহকে গোসল দাও। প্রথম ঘোষণাকারী ছিলো ইবলিস আর আমি হচ্ছি খিযির। কোনো কোনো কিতাব থেকে জানা যায়, গোসল না দেয়ার কথা বলা হয়েছিলো কেল্লা বাঁধার পূর্বে। গোসল দেয়ার বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, কেল্লা প্রস্তুত করা হলো তখনই । রসুলে আকরম স.কে কেল্লার ভিতর নেয়া হলো। তখন সাহাবীগণের মধ্যে সৃষ্টি হলো আরেকটি মতভেদ। রসুল আকরম স.কে কি তাঁর পরিহিত পোশাক গায়ে রেখেই গোসল দেয়া হবে, নাকি গোসল দিতে হবে অন্যান্য মৃতের ন্যায় পরিধেয় বস্ত্র খুলে নেওয়ার পর । পুনরায় তাঁদের উপর প্রতিষ্ঠিত হলো তন্দ্রার প্রভাব।
নিচে মাদারেজুন নবুওয়াত অষ্টম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.76 MB |
প্রকাশ সাল | ১৯৯৪ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী রহ. |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুমিনুল হক |