মাদারেজুন নবুওয়াত পঞ্চম খন্ড pdf বই ডাউনলোড। পৃথিবীবাসী! দাঁড়াও। একটু থামো। ভাবো। ভেবে দ্যাখো। কোথায় দাঁড়িয়ে আছো। কোথা থেকে এসেছো। কোনখানে যেতে চাও। তোমার উদ্দেশ্যবিহীন পদবিক্ষেপ কি কোনো কল্যাণের কথা বলে? কোনো পরিত্রাণের কথা? পরিমার্জনার কথা? পরিশীলনের কথা? পরিশুদ্ধতার কথা? পাপের এ পারাবার পাড়ি দিতে হবে যে। তুলতে হবে নতুন পাল। নতুন হাওয়ায় ৷ নতুন জোয়ারে। হেলা-ফেলা-অবহেলায় কেটে গেলো কতো মওসুম। মাস। বছর । বছরের পর বছর।
প্রবৃত্তির পরিপুষ্টি সাধনে ক্ষয় হয়ে গেলো কতো আবেগ-অনুভব-মেধা- বোধ-বুদ্ধি । ভাবনা-প্রণোদনা-পরিব্রাজনা। কার জন্য? কিসের জন্য? কতোকাল ধরে পিপাসিত হয়ে আছে আত্মার আলয়। সত্তার সবুজাভিলাষ। সৌন্দর্যাহরণেচ্ছা। এ পিপাসা মেটাতে যে হবেই। পান করতে হবে অবিনাশী শরাব। বিশ্বাসের। ভালোবাসার। পরিশুদ্ধতার। পরিতৃপ্তির । পরিত্রাণের। পৃথিবীবাসী! এসো আত্মসমর্পণ করি। প্রবৃত্তিকে পরাজিত করে চিরবিজয় ঘোষণা করি— আত্মার।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
সত্তার। বলি— হে আমাদের পরম প্রেমময় মহাদয়ার্দ্র মহাক্ষমাপরবশ মহাসৃজয়িতা মহাপ্রভুপালক! হে আমাদের আল্লাহ্ ! এবার দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা এখন সলজ্জিত ও সানুতপ্ত প্রত্যাবর্তনকারী । আমাদেরকে গ্রহণ করো । ভূপৃষ্ঠের সকল মানব-মানবী! এসো মুখোমুখি হই। কুশলবিনিময় করি। পরস্পর পরস্পরকে প্রশ্ন করি— একই জনক-জননীর রক্তস্রোত থেকে কি আমাদের অভ্যুদয় নয়? আমরা কি একই মহাসৃজয়িতা ও মহাপালয়িতার মহাপরিবারভূত নই?।
নই কি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর স্বনামধন্য উম্মত? তাহলে অনৈক্যের ও অপ্রেমের অভিঘাতকে এভাবে মান্য করে চলেছি কেনো? এসো— এখনই, এই মুহূর্তে সকলেই একে একে মিলে মিশে একাকার হয়ে যাই। হয়ে যাই বিলীন এক উচ্ছ্বাসে, এক নিঃশ্বাসে এবং এক বিশ্বাসে। অনুগামী ও অনুরাগী হই কেবল তাঁর—— যিনি খ্যাত মহাবিশ্বের মহামমতার মহাসিন্ধু বলে।
তাঁরই পবিত্র নাম— মোহাম্মদ, আহমদ — সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম। তাঁর অনুগমন ও অনুসরণ ব্যতিরেকে পরিত্রাণের কোনো উপায় আর নেই । মহাপ্রলয়কাল পর্যন্ত প্রবহমান থাকবে যে কেবল তাঁরই পথপ্রদর্শন। তাঁর জীবনদর্শন ও জীবনাচরণের কথা প্রচার করা এবং এভাবে কখনো ধীরে, কখনো জোরে একে একে পৃথিবীর সকল পুরুষ ও রমণীকে একই বিশ্বাস, পরিণাম এবং পরিত্রাণের পথে সমবেত করাই এখন একমাত্র কল্যাণকর কর্ম। অবশিষ্ট সকলকিছুই আনুষঙ্গিক। কেবলই প্রয়োজন। উদ্দেশ্য কিছুতেই
নয়।
নিচে মাদারেজুন নবুওয়াত পঞ্চম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.56 MB |
প্রকাশ সাল | ১৯৯৪ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী রহ. |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুমিনুল হক |