মাদারেজুন নবুওয়াত সপ্তম খন্ড pdf বই ডাউনলোড। দিবস রজনীর প্রতিটি প্রহরে, প্রহরান্তরে সেই সৌভাগ্যের সুরভি এখনো অভিঘাত এঁকে যাচ্ছে— মানুষের হৃদয়ে, অনুভবে, ভাবনাবেদনায় । সেই জ্যোতির যাত্রাপথে এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে শত শত বৎসর— প্রায় চৌদ্দ শত বৎসর । মরুমক্কার পথ বেয়ে পৃথিবীর পথে পথে সেই সৌরভ-জ্যোতি বলে যাচ্ছে মহানিসর্গের মহাসত্যবাণী— আল্লাহ্ ছাড়া উপাস্য কেউ নেই । আর মোহাম্মদ তাঁরই বার্তাবহনকারী । মোহাম্মদ— সর্বোৎকৃষ্ট দরূদ ও সালাম বর্ষিত হোক তাঁর প্রতি এবং তাঁর প্রেমিক প্রেমাষ্পদগণের প্রতি ।
মহানিসর্গের মহামমতার মহাপারাবার তিনি । তিনিই রহমাতুল্লিল আ’লামীন । আল্লাহ্তায়ালার দয়া ও ক্ষমা পেতে গেলে তাঁর কদমের কাছে পৌঁছতেই হবে আমাদেরকে । গ্রহণ করতে হবে তাঁর পথপ্রদর্শন । শরণ । সরে আসতে হবে ডান থেকে, বাম থেকে । দাঁড়াতে হবে ওই অবিভাজ্য পথে— যার নাম সিরাত্বাল মুস্তাক্বীম ।
বৃথা সময়ক্ষেপণ করে যাচ্ছি আমরা। দেশ-মহাদেশের- সারা পৃথিবীর মানুষেরা! আমরা তো একই পরিবারের অন্তর্ভূত । পরস্পর পরস্পরের আত্মীয় ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
অনাত্মীয়তার মনোভাব থেকে মুক্ত হতেই হবে আমাদেরকে । বিশ্বাস করতে হবে— মহাপৃথিবীর মহাভালোবাসার সততসুন্দর আশ্রয়স্থল কেবল তিনিই । যাঁর নাম মোহাম্মদ—সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । আহমদ—সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । আমাদের আপন, আপনতম, প্রিয়তম——সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।
সামনে রয়েছে মৃত্যু । মহাপ্রলয় । মহাপুনরুত্থান । হাশর প্রান্তরে মহামানবতার মহাসমাবেশ ।
আপনজন, প্রিয়তম নবী । আমাদের বুদ্ধি যদি লক্ষ্যভ্রষ্ট না হয়, হৃদয় যদি না হয় শয়তানপ্রভাবিত, তাহলে নিশ্চয় আমরা আপনতমজনকে ত্যাগ করে পতন ও স্খলনের পথে ধাবিত হবো না। স্বতঃপ্রণোদিত হয়ে স্বতস্ফুর্তভাবে নিমজ্জিত ও নিমগ্ন হবো নবীপ্রেমে— যা মূলতঃ ইমান । আর আমাদের সকল কর্মকাণ্ডকে পরিণত করবো নবী-আনুগত্যে— যা মূলতঃ ইবাদত । এভাবে আমাদের জ্ঞান- অভিজ্ঞান, বোধ-মূল্যবোধকে করতে পারবো পরিশুদ্ধ । পবিত্র । মুক্ত । এ পথেই রয়েছে আমাদের মুক্তির মঞ্জিল । মহাপ্রভুপালকের সন্তোষ-পরিতোষ ।
‘মাদারেজুন নবুওয়াত’ নবীপ্রেমের ও নবীজীবনের একটি অনন্যসাধারণ আলেখ্যগ্রন্থ । এই গ্রন্থের রচয়িতা ছিলেন এমন এক নবীপ্রেমিক, যিনি প্রতিদিন লাভ করতেন নবীজীর দীদার । তাঁর সমকক্ষ আলেম সম্ভবত সে যুগে আর কেউই ছিলেন না । দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দি র.ও ছিলেন তাঁর সুহৃদ । তাঁরা দু’জনই ছিলেন তৎকালীন বিখ্যাত ও বিস্ময়কর আউলিয়া হজরত খাজা বাকী বিল্লাহ্ র. এর আত্মিক আত্মজ ।
নিচে মাদারেজুন নবুওয়াত সপ্তম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.76 MB |
প্রকাশ সাল | ১৯৯৪ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী রহ. |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুমিনুল হক |