মাদারেজুন নবুওয়াত ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড। স্রোতস্বিনী যেমন মহাজলধির দিকে সতত বহমান, আমাদের জীবনও তেমনি চলমান মহাজীবনের দিকে। আমরা তো তাঁরই জন্য এবং তাঁরই প্রতি প্রত্যাবর্তন আমাদের সকলের। সময়ের শোভাযাত্রায়, জীবনের জলতরঙ্গে প্রতিনিয়ত মিলিত হচ্ছে জন্ম-মৃত্যু, সুখ-শোক, সংক্ষোভ-সমাধান, শব্দ-নৈশব্দ, আলো-অন্ধকার । ইতোমধ্যেই আমরা অনেকে পার হয়ে এসেছি শৈশব-কৈশোর-যৌবন। পড়ন্ত বেলার দিকচক্রবালে কেবলই বিষাদের খেলা। পুণ্যহীন, পূর্ণত্ববিহীন অতীতের বেদনা কেবলই ভারী হচ্ছে। ভারী হয়ে যাচ্ছে। পরিত্রাণের উপায় উদ্ভাবনের জন্য এখন কি একটু ভাবতে হবে না? জ্বালাতে কি হবে না লজ্জা ও অনুতাপের পাপবিনাশী আগুন ।
আসুন, এখনই প্রজ্জ্বলিত করি তওবার তৃষাতুর অনল। ওই অমূল্য অনলে আসত্তা নিমগ্ন হয়ে পরিশুদ্ধ করি আমাদের ভাবনা-বেদনা-চেতনা-যাতনাকে। তাঁর নির্দেশে, তাঁর প্রণোদনায় এবং তাঁরই নিয়মে, যিনি সৃষ্টিশ্রেষ্ঠ, যিনি মহাবিশ্বের মহামমতার মহাপারাবার। স্মরণ করি তাঁর মহাবাণী— আমি ততোক্ষণ পর্যন্ত সাধনা করে যাবো, যতোক্ষণ না পৃথিবীর মানুষ বলে, আল্লাহ্ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
পৃথিবী জানে। জানে মানুষ-জ্বিন-ফেরেশতা। জানে নক্ষত্র-নীহারীকা, সূর্য- চন্দ্র, আকাশ-মহাকাশ । বেহেশতের বৃক্ষরাজি, জলবতী নদী, সুরম্য ভবন, আয়ত আঁখিনিকুল— সকলেই জানে, তিনিই মহাকালের, মহাসৃষ্টির মহাপ্রেমাষ্পদ । সর্বাপেক্ষা প্রশংসিত জন। সর্বজনমান্য রসুল। মহাপরিত্রাণের পথিকৃৎ। বার্তাবাহক। মোহাম্মদ – সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম। আহমদ — সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম।
মহাপ্রভুপালক স্বয়ং তাঁর প্রতি প্রেরণ করেন সালাম। দরুদ ও সালাম প্রেরণ করে সকল পরিদৃশ্যমান-অপরিদৃশ্যমান সৃষ্টি । এরকম নির্দেশ রয়েছে আমাদের প্রতিও। বলা হয়েছে— ইয়া আইয়্যুহাল্লাজীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলীমা। আসুন, আমরা এই শাশ্বত নির্দেশের নিচে সমবেত হই। কেবল তাঁরই ভালোবাসায় নিয়োজিত, নিমজ্জিত ও নিশ্চিহ্ন হয়ে লক্ষকোটি কণ্ঠে অনুরণন তুলি
–
বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
সল্লু আ’লাইহি ওয়া আলিহি
সর্ববিধ প্রশংসা-প্রশস্তি-স্তব-স্তুতি আল্লাহ্র। কেবলই আল্লাহ্। হে আমাদের মহামার্জনাপরবশ প্রভূপালক! আমরা জানি ও বিশ্বাস করি, তোমার দয়ার্দ্র প্রশ্রয় ও অনুমোদনেই এগিয়ে চলেছে আমাদের এই প্রকাশনাপ্রবাহ। তোমাকে মহাপ্রভুপালক, মোহাম্মদ স.কে নবী এবং ইসলামকে ধর্মরূপে পেয়ে আমরা পরিতুষ্ট ।
তোমারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করি।
নিচে মাদারেজুন নবুওয়াত ৬ষ্ঠ খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.56 MB |
প্রকাশ সাল | ১৯৯৪ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী রহ. |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুমিনুল হক |