মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ
মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ pdf বই ডাউনলোড। ইসলামের নিয়ামত প্রত্যেক যুগই মানুষের কাছে দুটো জিনিসের মাধ্যমে এসে থাকে। এক, আল্লাহর কালাম, দুই নবীদের ব্যক্তিত্ব। নবীগণকে আল্লাহ পাক শুধু যে নিজের কালাম বা বাণীর বাহক, প্রচারক, শিক্ষক ও ব্যাখ্যা দাতা বানিয়েছেন তা নয়।
বরং সেই সাথে বাস্তব নেতৃত্বদান ও পথ প্রদর্শনের দায়িত্ব ও তাদের উপর অপর্ন করেছেন, যাতে করে তারাঁ আল্লাহর বাণীর প্রকৃত ও সঠিক লক্ষ বাস্তবায়নের জন্য ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষকে ও সামষ্টিকভাবে গোটা সমাজ কে সংশোধন করে তাকে পুনগঠিত করতে পারেন।
আরও দেখুনঃ মাসায়েল শিরক ও বিদআত pdf বই
এই দুটো জিনিস চিরকাল পরস্পরের সাথে এমন অবিচ্চেদ্য বন্ধেনে আবদ্ধ যে, এর একটিকে অপরটি থেকে পৃথক করে মানুষ কখনো না পেয়েছে ইসলামের সঠিক বুঝ না লাভ করেছে হেদায়ত। আল্লাহর কিতাবকে যদি নবী থেকে আলাদা করে দেয়া হয় তা হলে তা নিছক একখানা মাঝিবিহীন নৌকার আকার ধারণ করে।
এ নৌকায় আরোহন করে একজন আনাড়ী যাত্রী, জীবনে সমুদ্রে যতই উদভ্রান্ত হয়ে দিক থেকে দিগন্তে ছুটে বেড়াক গন্তব্যস্থলে কখনো পৌঁছতে পারেনা। আবার নবীকে কিতাব থেকে বিচ্ছিন্ন করে দিলে দেখবেন, মানুষ আল্লাহর পথের সন্ধান পাওয়ার পরিবর্তে নৌকার মাঝিকেই খোদা বানিয়ে নেয়।
এই দুটো বিষময় ফলই অতীতের জাতিগুলো ভোগ করেছে। হিন্দুরা তাদের নবীদের জীবনেতিহাস হারিয়ে ফেলে শুধু কিতাবগুলো নিয়ে বসে গেল। এর ফল হলো এই যে, কিতাব তাদের জন্য ধাধাঁয় পরিণত হলো। এমন কি শেষষ পর্যন্ত তারা কিতাব ও হারিয়ে বসলো । খৃষ্টানরা কিতাবকে বাদ দিয়ে নবীর ব্যক্তিত্বকে বড় করে দেখতে আরম্ভ করলো।
আরও দেখুনঃ মাসায়েলে হজ্ব ও উমরাহ pdf বই
এর ফল দাড়ালো এই যে, তাদের চোখে আল্লাহর দাস এবং নবী হয়ে গেলেন আল্লাহর ছেলে (নাউযুবিল্লাহ) । এমনকি এক সময় তিনি স্বয়ং আল্লাহ হিসেবেই বান্দা পেতে লাগনেন। এর পরিনতি হওয়া ছিল অবধারিত। প্রাচীন যুগের মত এখন এই নতুন যুগের মানুষেরও ইসলামকে জানা বুঝার দুটো মাধ্যমই রয়েছে এবং তা আবহমান কাল থেকেই চলে আসছে।
নিচে মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ শতাব্দি প্রকাশনী বইয়ের ধরণঃ মানবতা ও হযরত মুহাম্মদ সাঃ বইয়ের সাইজঃ 20.7 MB প্রকাশ সালঃ ১৯৯৮ ইং বইয়ের লেখকঃ নঈম সিদ্দিকী অনুবাদঃ আকরাম ফারুক গংডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ