মানবাধিকার প্রতিষ্ঠায় রাসুলের অবদান pdf বই ডাউনলোড। মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়ত প্রাপ্তির অনেক আগ থেকে তারঁ উত্তম চরিত্র ও মানবিক গুণাবলীর জন্যে বিখ্যাত হয়েছিলেন। ঐতিহাসিকরা যে সময়কে জাহেলিয়াতের বা অন্ধকার যুগ বলেছেন ।
সেই সময়ে জন্মলাভ করেও ঝগড়া-বিবাদ নরহত্যা, সম্পদ লুন্ঠন, ব্যভিচার ইত্যাদি অকল্যাণকর, মানবতার জন্যে চরম অবমাননাকর কান্ডে তিনি কখনো জড়িত হন নি। অথচ তখনকার সমাজে যে কোনো যুবকের……. জন্যে তা ছিল স্বাভাবিক।
আরও দেখুনঃ মুসলিম কি চার মাযহাবের pdf বই ডাউনলোড
বরং তিনি ছিলেন এতিম, অসহায়, নির্যাতিতদের একমাত্র সহায়, মান্ত্বনাদানকারী, ধন-সম্পদের আমানত রক্ষাকারী এবং অনেকের আশ্রয়দাতা। চুরি-ডাকাতির ভয়ে ভীত, আতষ্কিত মানুষ তারঁ তাছে হাজির হয়ে তাদের মূল্যবান সম্পদ আমানত রেখে যেত আর তিনিই সেই আমানতের যথাযথ হেফাযত করতেন। এবং যথারীতি তা ফেরত দিতেন।
এভাবে নবুওয়ত লাভের আগেই আরববাসী তাকে আল-আমীন বা পরম বিশ্বস্ত খেতাবে ভুষিত করেছিল।এবং কি নবুওয়াতের পাচঁ বছর আগে পবিত্র কাবা শরীফ মেরামতকালে সেখানকার কালো পাথর হাজরে আসওয়াদ স্বস্থানে তুলে নেয়ার ব্যাপারে কলহ-দ্বন্দের সুত্রপাত্র হয় এবং প্রত্যেক গোত্রই এই কাজ করে মর্যাদা লাভের প্রতিযোগিতায় যুদ্ধোন্মুখ হয়ে পড়ে।
আরও দেখুনঃ জীবন দর্পণ pdf বই ডাউনলোড
তখন সেই গুরুতর সমস্যার মধ্যস্ততাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩৫ বছর বয়সে এমন একটি সমাধান দেন: যাতে সংশ্লিষ্ট সকল পক্ষের মর্যাদাই রক্ষিত হয়েছিল । সকলেই সন্তুষ্টচিত্তে সে ব্যবস্থা মেনে নিয়েছিল, আর তা ছিল একটি চাদরের মাঝখানে পাথরটি রেকে গোত্রপতিদের দিয়ে চাদরটি ধরে যথাস্থানে নিয়ে যাওয়া।
ও সবশেষে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেটিকে প্রতিস্থাপন করা। সকল মানুষের প্রতি শ্রদ্ধা, মানবিক মুল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এই উদাহরণ তারঁ জীবনের শুরু থেকেই আজীবন নানাভাবে দেখা গিয়েছিল। পরবর্তীকালে তখন সব মিলিয়ে তিনি গোটা আরব জাহানের নেতা হয়ে উঠলেন।
আরও দেখুনঃ দাজ্জাল মাসীহ দাজ্জালে কিস্সা pdf বই ডাউনলোড
নিচে মানবাধিকার প্রতিষ্ঠায় রাসুলের অবদান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.40 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ ড. মুহাম্মাদ মানজুরে ইলাহী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ