মানবের উপমান অমানব pdf বই ডাউনলোড। উপমা ও উদাহরণ উল্লেখ করে উপদেশ ও শিক্ষার বিষয় উপস্থাপন করা সাহিত্যের অন্যতম অলঙ্কার। এতে বহুবিদ চমৎকারিত্ব আছে। যেমনঃ- কোন গল্পের আকারে কথা শুনতে মন মুগ্ধ হয় এবং তাতে মনোযোগিতা বেশি থাকে। প্রবাদ-প্রবচনের শব্দে ছন্দ থাকে। তাতে কথা কম এবং অর্থ অনেক থাকে।
শ্লোকাকারে শ্রুত কথা মনে চরম দাগ কাটে। উপমার সাহায্যে জটিল কথা বুঝতে সহজ হয়। দূরবর্তী অর্থ নিকটবর্তী হয়ে যায়। অস্পষ্ট বিষয় স্পষ্ট হয়ে যায়। কঠিন পাঠ সহজ হয়ে যায়। জ্ঞানীদের জন্য ইঙ্গিত যথেষ্ট হয় এবং অজ্ঞানীদের জ্ঞানের তালা খুলতে বক্তা সহজ উপায় পায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সৌভাগ্যের পরশমণি ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- জান্নাত লাভের সহজ আমল pdf বই ডাউনলোড
- কুরআন বুঝা সহজ pdf বই ডাউনলোড
- বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস প্রথম খন্ড pdf বই ডাউনলোড
- বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস দ্বিতীয় খন্ড pdf বই ডাউনলোড
কোন অদৃশ্য জিনিস উপমার মাধ্যমে মনের আয়নায় দৃশ্যমান হয়। অনুরূপ কিছুর বয়ান শুনে প্রকৃত রূপের অনুমান হয়। কোনও স্মর্তব্য বিষয় স্মৃতিতে ধরে রাখা সহজ হয়। কোন বিষয় মিন্দনীয় হলে অধিকরূপে নিন্দার বর্ণনা পরিষ্ফুট হয়। আঘাত দেওয়ার বিষয় হলে উপমায় আঘাতটা বেশি লাগে। প্রশংসনীয় হলে প্রশংসার বাক্য শ্রুতিমধুর হয়। প্রামাণিক হলে প্রমাণ অধিক উজ্জ্বল ও স্পষ্ট হয়। অবোধ্য বা দুর্বোধ্য হলে উপমার মাধ্যমে সহজবোধ্য হয়ে যায়।
উপদেশ হলে মনের মাঝে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। শিক্ষার বিষয় হলে শিক্ষা গ্রহণের আগ্রহ বেশি হয়। কাউকে কথায় হারাতে হলে বা চুপ করাতে হলে উপমার যুক্তি খুবই ফলপ্রসূ হয়। কারো মধ্যে ঘৃণা সৃষ্টি করতে হলে উপমা বড় ফলদায়ক হয়। কারো মনে অনুপ্রেরণা সৃষ্টি করতে হলে উপমা বড় উপকারী হয়। সাহিত্যের উপমায় বাক্য সংক্ষিপ্ত হয়।
বহুল অর্থবিশিষ্ট হয়, সুন্দর সাদৃশ্য হয় এবং চমৎকার ইঙ্গিত হয়। আর তা হয় ভাষা-শৈলীর সুন্দর অলঙ্কার উপমায় মনের বিশ্বাস্য বিষয়কে বাস্তব উদাহরণ দিয়ে সুষ্পষ্ট করা হয়। তখন দেখা জিনিসের মাধ্যমে অদেখা জিনিসের বিশ্বাস ও ধারণা অতি সহজ ও পক্ব হয়ে যায়। যেমন-মৃত্যুর পূর্বে বৃদ্ধ তার পাচঁ সন্তানকে বলল, তোমরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করো। একতাই বল। তাতে তোমাদের কেউ কোন ক্ষতি করতে পারবে না। এমন নীতি কথার প্রতি তাদের অনেকের ভ্রুক্ষেপ নাও হয়ে থাকতে পারে।
কিন্তু যখন বৃদ্ধ পাচঁটি কঞ্চি আনতে বলে এক সাথে বেঁধে সকলকে এক এক করে ভাঙ্গতে আদেশ করে, তখন কেউই তা ভাঙ্গতে সক্ষম হয় না। অতঃপর তা খুলে দিয়ে পৃথক করে একটা করে ভাঙ্গতে বললে সহজেই প্রত্যেকে ভেঙ্গে ফেলে। বাস্তবের এই উদাহরণ দিয়ে ঐক্যবদ্ধতার গুরুত্ব শিক্ষা দিলে সন্তানদের মনে তা অতি সহজেই গ্রাহ্য হয়।
নিচে মানবের উপমান অমানব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.94 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আব্দুল হামিদ আল ফাইযী আল মাদানী |
অনুবাদঃ |