মানব কল্যানে ওয়াকফ ব্যবস্থা pdf বই ডাউনলোড। ওয়াকফ ইসলামের এক অনুপম ও গুরুত্বপূর্ণ মানবকল্যাণ প্রতিষ্ঠান। যে কোন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এটি বিশেষ ভূমিকা পালন করে। ওয়াকফের উদ্দেশ্য কেবল মসজিদ মাদরাসা কিংবা এতিমখানা নির্মান নয়; বরং সমাজের সামগ্রিক উন্নয়ন তথা ধর্মীয় শিক্ষা অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রের সুষম অগ্রগতি।
ইসলাম মানব জীবনের সার্বিক কল্যাণের পথ-নির্দেশক। মানব জীবনের সকল দিক ও বিভাগ এর আলোচ্য বিষয়। মহানবী হযরত মুহাম্মদ সা. ও খোলাফায়ে রাশেদার যুগে ইসলামের আর্থিক বিধি-বিধান বাস্তবায়নের মাধ্যমে সমাজে যে সচ্ছলতা ও সমৃদ্ধির সোনালী অধ্যায় রচিত হয়েছিল ।
আরও দেখুনঃ ১০৯ সূরা কাফিরুন আরবী ও বাংলা অর্থ সহ
তা গোটা বিশ্বের জন্য অনুকরণীয়। মানব কল্যাণ নিশ্চিত করার জন্য ইসলাম অর্থ- সম্পদ অর্জন, ভোগ ও বন্টনের মৌলিক নীতিমালা পেশ করেছে। সর্বাধিক গুরুত্ব আরোফ করা হয়েছে মানুষের মৌলিক চাহিদা পূরণের প্রতি। এ উদ্দেশ্যে ইসলাম সমাজের বিপন্ন ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিত্তবানদের উপর যাকাত আদায় ফরয করে দিয়েছে।
কিন্তু প্রাকৃতিক বা পারিপার্শ্বিক কোন কারণে যাকাত ব্যবস্থা প্রবর্তনের পাও যদি কোন সমাজের দারিদ্য দরীভূত না হয় সে ক্ষেত্রে ইসলাম ঐচ্ছিক দান সাদাকাহ ও ওয়াকফের ন্যায় মানবিক আচরণ করার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছে।
আরও দেখুনঃ মাওয়ায়েজে কারীমিয়া pdf বই ডাউনলোড
দানের অফুরন্ত কল্যাণের প্রতি কুরআন ও হাদিসের উৎসাহব্যাঞ্জক আহবান মানুষের মনকে প্রচন্ডভাবে আলোড়িত করে। ফলে মানুষ ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য দানশীল হয়। আর আল্লাহর রাস্তায় স্বেচ্ছায় সম্পদ ব্যয় করার সর্বোত্তম পন্থা হলো ওয়াকফ ব্যবস্থা।
সাধারণভাবে কোন মুসলিম কর্তৃক তার ধন-সম্পদের সমুদয় বা আংশিক আল্লাহর মালিকানায় আটক রেখে এর উৎপাদন বা উপযোগ কল্যাণকর খাতে স্থায়ীভাবে দান করাকে ওয়াকফ বলে। এ পদ্ধতিতে মানব জীবনের পরম লক্ষ্য মহান আল্লাহ সন্তুষ্টি লাভ করা সম্ভব হয়। এটি সমাজ সেবা ও মানব কল্যাণের একটি স্থায়ী ব্যবস্থা। দাতার মৃত্যুর পরও তার এ দান মানবতার কল্যাণে অব্যাহত থাকে।
আরও দেখুনঃ ভেদে মারেফাত pdf বই ডাউনলোড
নিচে মানব কল্যানে ওয়াকফ ব্যবস্থা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.48 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ