মানব জীবনে তাওহীদ গ্রহণের অপরিহার্যতা pdf বই ডাউনলোড। তাওহীদ শব্দটি। থেকে গৃহীত। কোন কিছুকে একক করে দেয়ার নাম তাওহীদ। আর এটা না এবঙ হ্যাঁ-এর সমন্বয় ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। একক ব্যক্তি বা বস্তু ছাড়া অন্য কারো ক্ষেত্রে কোন হুকুমকে না বলা, কিন্তু সেই একক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হ্যাঁ বলা যেমন আমরা বলতে পারি, কোন ব্যক্তির তাওহীদ ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হবে নাম যতক্ষণ না সে এ সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোন হক্ব মাবূদ নেই।
এক্ষেত্রে সে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে উলুহিয়্যাত বা ইবাদত-বন্দেগীকে না বলল, কিন্তু শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে সেগুলোকে হ্যাঁ বলল বা আল্লাহর জন্য সেগুলোকে সাব্যস্ত করল। কেননা শুধু না তো কেবলই না। আর শুধু হ্যাঁ কোন হুকুমে অন্য কারো অংশগ্রহণকে বাধাঁ দেয় না।
আরও দেখুনঃ কিতাবুল ফিতান pdf বই ডাউনলোড
যেমন- আপনি যদি বলেন, অমুক দাড়িয়ে আছে, তাহলে এর মাধ্যমে আপনি সেই ব্যক্তি দন্ডায়মানকে হ্যাঁ বললেন বা সাব্যস্ত করলেন বটে, তবে তাকে দন্ডায়মানের ক্ষেত্রে একক গণ্য করলেন না। কেননা অনুরূপভাবে আপনি যদি বলেন, কেউ দন্ডায়মান নেই, তাহলে আপনি শুধু না বললেন এবং কারো জন্য দাড়াাঁনোর কাজটা সাব্যস্ত করলেন না।
তাওহীদ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ?
কিন্তু আপনি যদি বলেন, যায়েদ ছাড়া আর কেউ দাড়িয়ে নেই, তাহলে এক্ষেত্রে আপনি দাড়াঁনোর ক্ষেত্রে যায়েদকে একক গণ্য করলেন। কেননা এখানে আপনি যায়েদ ছাড়া অন্য কারো ক্ষেত্রে দাড়াঁনোর কাজকে না বললেন। মূলতঃ এটাই হচ্ছে তাওহীদ বাস্তবায়ন। অর্থাৎ তাওহীদকে ততক্ষণ তাওহীদ বলা যাবে না, যতক্ষণ না তাতে না ও হ্যাঁ উভয়ের সমন্বয় ঘটবে।
আরও দেখুনঃ তাওহীদ ও শিরক pdf বই ডাউনলোড
তাওহীদের পারিভাষিক সংজ্ঞায় ইসলামের নামে সৃষ্ট বিভিন্ন দল ও উপদল বিভ্রান্ত হয়েছে। কেউ কেউ খোদ শিরককেই তাওহীদ বানিয়ে নিয়েছে। কেউ যদ কাল্লা তত আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে। কেউ আবার সাদৃশ্য হয়ে যাওয়ার খোড়াঁ অযুহাতে আল্লাহর গুণাবলীকে অস্বীকার করেছে। কেউবা তাক্বদীর এবং আল্লাহর ইচ্ছা অস্বীকার করাকে তাওহীদ মনে করেছে -নাঊযুবিল্লাহ।
কিন্তু আল্লাহ নবী-রসূলগণকে যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন, না হলো রুবূবিয়্যাত, উলূহিয়্যাত এবং আসমা ওয়া ছিফাতের ক্ষেত্রে আল্লাহর জন্য নির্দিষ্ট বিষয়াবলীর ব্যাপারে তাকে একক গণ্য করাকে তাওহীদ বলে। কুরআন- হাদীছ গবেষণা করে বিজ্ঞ উলামায়ে কেরাম তাওহীদের তিনটি প্রকার উদঘাটন করেছেন এবং তারা দেখেছেন, যে, তাওহীদ সংশ্লিষ্ট কোন বিষয় এ তিন প্রকারের বাইরে নয়।
আরও দেখুনঃ কিতাবুল ফিতান pdf বই ডাউনলোড
নিচে মানব জীবনে তাওহীদ গ্রহণের অপরিহার্যতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুস সুন্নাহ |
বইয়ের ধরণঃ | তাওহীদ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।….!!