মানাসিকুল হাজ্জ ওয়াল উমরাহ pdf বই ডাউনলোড। হজ্জ ইসলামের পাচঁটি রুকনের মধ্যে অন্যতম একটি রুকন। ইহার মাধ্যমে মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব ও ঐক্যের সফল বাস্তবায়ন ঘটে থাকে। বিশ্বের সকল মুসলমানই যে অখন্ড উম্মত হজ্জ আদায়ের মাধ্যমে তার বাস্তব প্রমাণ পরিলক্ষিত হয়। মুসলিম জাতির ঐক্য ও সংহতি এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর হজ্জ ফরয করেছেন।
প্রাচীনকাল হতেই আল্লাহ প্রেমিক বান্দাগণ বাইতুল্লাহ শরীফের হজ্জ ও জিয়ারত করে আসছেন। হযরত আদর আঃ এবং নূহ আঃ ও আল্লাহ তাআলার হুকুমের বাইতুল্লাহর হজ্জ করেছেন। অবশেষে আল্লাহ তাআলা ইব্রাহীম আঃ-কে বাইতুল্লাহ নিমার্ণ, হজ্জ আদায় ও হজ্জ ঘোষণার নির্দেশ দেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আপনাদের প্রশ্নের জওয়াব ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- হজ ও উমরাহ গাইড pdf বই ডাউনলোড
- মাসায়েলে হজ্ব ও উমরাহ pdf বই ডাউনলোড
- আহকামে হজ্জ pdf বই ডাউনলোড
- অধ্যয়ন ও জ্ঞান সাধনা pdf বই ডাউনলোড
যেমন কুরআন মাজীদে ইরশাদ হয়েছে- অর্থাৎ- এবং আপনি মানুষের মাঝে হজ্জের সাধারণ ঘোষণা করে দিন, তারা আপনার নিক উপস্থিত হবে পদব্রজে ও প্রত্যেক ক্ষীণকায় উটনীর পিঠে আরোহন করে, যা দুর-দরান্তের পথ অতিক্রম করে আসবে। (সূরা হাজ্জ, আয়াত নং-২৭)-।
অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন- অর্থাৎ- তারা যেন সেই পুরানো ঘরের তাওয়াফ করে। (সূরা হাজ্জ, আয়াত নং-২৯) আল্লাহ তায়ালার নির্দেশ মুতাবিক তারঁ দরবারে পৌঁছার এবং হজ্জ পালন করার জন্য কিছু বিশেষ বিধি-বিধান ও আদব রয়েছে। সে সকল বিধি-বিধান ও আদব সম্বন্ধে জ্ঞান অর্জন করা প্রত্যেক বাইতুল্লায় গমনকারীর জন্য একান্ত আবশ্যক।
যেহেতু হজ্জ এমন একটি ইবাদাত যা জীবনে একবারই মানুষের উপর ফরয হয় এবং হ্জজ আদায়ের সুযোগ অধিকাংশে জীবনের একবারই এসে থাকে। তাই এই ইবাদত আদায়কালে এর মাসআলা-মাসায়িল সম্পর্কে অজ্ঞতার কারণ হজ্জের হুকুম-আহকাম পরিপন্থা কার্যাবলী সংঘটিত হয়ে যায়। ফলে কখনো এর ফযিলত হতে বঞ্চিত হতে হয়, এমনকি কোন সময় হজ্জই বাতিল হয়ে যায়।
জীবনবাজি রেখে অক্লান্ত পরিশ্রম ও প্রচুর অর্থ ব্যয় করার পরও যদি অজানাবশত: কোন ত্রুটির কারণে ইবাদত বাতিল হয়ে যায় তাহলে এর চেয়ে দুঃখ ও পরিতাপ আর কিছুই হতে পারে না। এছাড়াও হজ্জের যে অসংখ্য ও অগণিত ফযীলত হাদীস শরীফে রয়েছে এবং হজ্জ না করলে যে কী ভয়ানক পরিণতি হবে সে সম্পর্কে অনেকেরই জানা নেই।
নিচে মানাসিকুল হাজ্জ ওয়াল উমরাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সিরাজাম মুনীরা প্রকাশন |
বইয়ের ধরণঃ | মাসআলা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 27.4 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মাদ হুমায়ুন কবির খান |
অনুবাদঃ |