মামলুক সালতানাতের ইতিহাস pdf বই ডাউনলোড। মামলুক সালতানাত মধ্যযুগের একটি ইসলামি সালতানাত। মামলুক অর্থ হলো দাস। মামলুক সুলতানগণ কিপচাক ও সারকাসিয়ান বংশোদ্ভূত দাস হওয়ায় তাদের শাসিত সালতানাত ‘মামলুক সালতানাত’ নামে পরিচিতি লাভ করে। ৬৪৮ হিজরি মোতাবেক ১২৫০ খ্রিষ্টাব্দে আইয়ুবি সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপর মিশরে এ সালতানাত প্রতিষ্ঠা লাভ করে। প্রায় ৩০০ বছর শাসন করার পর ৯২৩ হিজরি মোতাবেক ১৫১৭ খ্রিষ্টাব্দে রিদানিয়ার যুদ্ধে উসমানি সুলতান প্রথম সেলিমের হাতে এ সালতানাতের পতন হয় ।
বর্তমান মিশর, ইসরাইল, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, লিবিয়া, লিবিয়া, সৌদি আরব, সুদান, সিরিয়া ও তুরস্ক মামলুক সালতানাতেরই অংশ ছিল। তাতারিদের হাতে বাগদাদ পতনের মধ্য দিয়ে আব্বাসি খেলাফতের পতন ঘটলে মামলুক সুলতানগণ এগিয়ে আসেন এবং আব্বাসি খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা করেন। তারা অপরাজেয়খ্যাত তাতারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আইনে জালুতের যুদ্ধে পরাজিত করে তাদের দম্ভ ও অহংকার মাটির সাথে মিশিয়ে দেন ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
ইসলামি ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি অস্পষ্ট ও পর্দাবৃত ইতিহাস হলো মামলুকদের ইতিহাস। তাই দেখা যায়, মামলুক ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা ও জ্ঞান রাখেন এমন লোকের সংখ্যা নিতান্তই স্বল্প। মুসলমানগণ কালের তরিতে ভর করে নববি যুগ ও খেলাফতে রাশেদার যুগ থেকে যতই দূরে যাচ্ছিল—যে যুগে ইসলাম পূর্ণরূপে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল— —ততই তারা ইসলামি আদর্শের লালন ও এর সযত্ন চর্চা থেকে দূরে সরে যাচ্ছিল।
৬০০ বছরের পথপরিক্রমা পাড়ি দিয়ে অবশেষে যখন তারা মামলুক আমলে এসে উপনীত হয়, তখন তারা এমন এক সমাজের মুখোমুখি হয় যেখানে ইসলামের অনেক মৌলিক শিক্ষাও বিলীন হয়ে যায়। ইসলামি আদর্শ হতে দূরত্বের কারণে সে সমাজে কোন্দল ও আত্মকলহের এমন এক তমসাচ্ছন্ন পরিস্থিতির সৃষ্টি হয় যে, এক খেলাফত ভেঙে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গড়ে ওঠে এবং মুসলিমগণ এক নেতৃত্বের পরিবর্তে একাধিক নেতৃত্বে বিভক্ত হয়ে পড়ে।
উচ্চাভিলাষী মনোভাব ও স্বার্থপরায়ণতার মনোবৃত্তি এমন চরমে পৌছে যে, শাসকে শাসকে বিভেদ ও পক্ষ-বিপক্ষের সমালোচনা সর্বদাই লেগে থাকত। যে-সকল অভিযোগ তুলে একজন আরেকজনের সমালোচনা করত সে সকল অভিযোগের মধ্যে দুইটি অন্যতম অভিযোগ হলো, ইসলাম থেকে প্রতিপক্ষের বিচ্যুতি ও ইসলামি নীতি বাস্তবায়নে অনীহা প্রকাশ। অভিযোগকারীর প্রতিশ্রুতি থাকত, সময় যদি তাকে কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ দেয়, সবাই তার বশ্যতা মেনে নেয় এবং তার ফরমান বাস্তবায়ন হয়, তবে তিনি ইসলামি আদর্শ বাস্তবায়নে মনোযোগী হবেন। উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে তিনি নানা ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে অবিরাম এগিয়ে চলবেন।
নিচে মামলুক সালতানাতের ইতিহাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল হাসান |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 119 MB |
প্রকাশ সাল | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | মাহমুদ সাকের |
বইয়ের অনুবাদকঃ | ইহতিসামুল হক |