মাযহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত
মাযহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত pdf বই ডাউনলোড। আমাদের সমাজে অধিকাংশ মানুষের বিশ্বাস যে মুসলিমদের মাঝে অনেক জাতি রয়েছে। যদি তাদের জিজ্ঞাসা করা হয় এসব জাতিদের পরিচয় সম্পর্কে তখন তারা বলেন, কেউ শিয়া, কেউ সালাফী, কেউ ওয়াহী, কেউ হানাফী, কেউ শাফেয়ী কেউ মালেকী, কেউ বেরোলভী আরও বিভিন্ন প্রকারের ।
যদি তাদের প্রশ্ন করা হয় এই বিভিন্ন জাতিগুলো কি কুরআনকেই একমাত্র ধর্ম গ্রন্থ হিসেবে বিশ্বাস করে? তাদের সকলেই বলেন, হ্যাঁ তাহলে এখন বড় একটি প্রশ্নের উত্তর প্রয়োজন।
আরও দেখুনঃ মাযহাব কি ও কেন pdf বই ডাউনলোড
আর তা হলো, যদি সকলের ধর্ম গ্রন্থ একই হয় তাহলে এত জাতি হল কিভাবে? সকলের নাবী তো মুহাম্মাদ সাঃ তহাহলে সকলের কিতাব এক, রসূল ও এক কিন্তু জাতি বিভিন্ন! । আশ্চর্য! এ তো গেল সাধারণ মানুষের কথা যদি আমিলদের জিজ্ঞাসা করা হয় মুসলিমদের মাঝে কি বিভিন্ন জাতি রয়েছে? তখন তারা বলেন,।
এই বইটি কেন পড়তে হবে। মাযহাবের সঠিক ব্যাখ্যা জানার জন্য।
ঠিক জাতি নয় বরং বিভিন্ন মাযহাবের অনুসারী রয়েছে। আমরা প্রথমেই জেনে নিয়েছি যে, আমাদের মাযহাব ইসলাম। তাহলে কি মুসলিমদের মাঝে বিভিন্ন ইসলাম রয়েছে? তাদের এসব কথা থেকে আমরা দুটি বিষয় জানতে পারলাম যথা (১) ইসলাম কয়েক ভাগে বিভক্ত। (২) কুরআন মানুষকে বিভিন্ন জাতিকে ভাগ করে দেয়।
আরও দেখুনঃ ইসলাম ও শীয়া মাযহাব pdf বই ডাউনলোড
যেহেতু সকলের দাবী তারা কুরআন মানছেন অথচ কুরআন এবং হাদিস পড়লে সাধারণ মানুষ এবং অধিকাংশ আলিমদের বিরুদ্ধে কথা পাওয়া যায়।যেমন- আল্লাহ বলেন- তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ কুরআন এবং হাদিস সকলে দৃঢ়ভাবে আকঁড়ে ধর এবং তোমরা দলে দলে ভাগ হইও না… সূরা আলি-ইমরান(৩) ১০৩। কথা
এই আয়াতটি স্পষ্ট ভাষায় প্রকাশ করল যে, মুসলিমদের দলে দলে ভাগ হওয়া নিষেধ। এখন যারা বলছেন যে, ইসলামের মধ্যে বিভিন্ন জাতি বা মাযহাব রয়েছে। তাদের দাবী কি কুরআনের কথা অনুযায়ী হয়েছে, না কুরআনের বিরুদ্ধে হয়েছে? অবশ্যই কুরআনের বিরুদ্ধে হয়েছে। আল্লাহ আমাদের কিছু মানুষকে মনে চলতে বলেছেন। যদি আমরা তাদের মেনে চলি তাহলে আমাদের প্রতি আল্লাহ খুশি হবেন বলে জানিয়েছেন এবং আমাদের জান্নাত দেয়ার আশাও দিয়েছেন।
আরও দেখুনঃ মাযহাব অতীত বর্তমান ও ভবিষ্যৎ pdf বই ডাউনলোড
নিচে মাযহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 7.67 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ ইকবাল বিন ফাখরুল অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ