মারেফুল হাদীস ৩য় খন্ড pdf বই ডাউনলোড। ইসলাম মানব জাতির জন্য যেমন চিরন্তন ও সার্বজনীন জীবন দর্শন, তেমনি ইসরামের বাস্তব নমুনা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ বিশ্ব মানবতার জন্য অনুপম আদর্শ। তাঁর পবিত্র ও সুন্দরতম জীবন চরিত, যা পবিত্র কুরআনের ভাষায় ‘খুলুকুন আযীম’, ব্যাখ্যা ও বিশ্লেষণরূপে হাদীস হিসেবে বিশ্ব মানবতার হিদায়েত ও মুক্তির জন্য আমাদের মাঝে সংরক্ষিত।
হাদীস হলো নবী করীম সাং এর পূত-পবিত্র চরিত্রের কর্মনীতি ও আদর্শ এবং তাঁর কথা ও কাজ , হিদায়েত ও নসীহতের বিস্তারিত বিবরণ সম্বলিত আলেকাবর্তিকা। মানব জীবনের সকল অঙ্গন সম্পর্কে এতে দিক নির্দেশনা বিদ্যমান। এ সোনালী ধারা না থাকলে আমাদের জীবন পরিচালনা দুঃসাধ্য হয়ে যেত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মারেফুল হাদীস ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৮ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ২য় খন্ড pdf বই ডাউনলোড
মহান আল্লাহর অশেষ রহমত, তিনি বিশ্ব মানবতার জন্য তাঁর প্রিয় নবীল এ হাদীসকে কিয়ামত পর্যন্ত স্থায়ী রাখার ব্যবস্থা নিয়েছেন। উম্মাতের উলামায়ে কিরাম যুগ যুগ ধরে এ হাদীস চর্চা ও সংকলন এবং সংরক্ষনের জন্য বিরাট দায়িত্ব আনজাম দিয়ে আসছেন।
উপ-মহাদেশের বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা মনযূর নুমানী রহঃ আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং এ ধরণের আকীদাগত বিষয় থেকে শুরু করে মানবীয় যাবতীয় কর্মকান্ড, মৃত্যু, হাশর-নশর পর্যন্ত প্রতিটি বিষয়কে পৃথক পৃথক অনুচ্ছেদে বিভক্ত করেছেন ।
সংশ্লিষ্ট হাদীসসমূহ এর আওতায় সন্নিবেশিত করে উর্দূ ভাষায় ‘মারেফুল হাদীস’ নামে একটি সংকলন প্রণয়ন করেন। আট খন্ড বিশিষ্ট এই মূল্যবান রচনা বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এ হাদীস সংকলনটি বাংলায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইসলাম তখা কোন ধর্মেই নবী-রাসূল ব্যতীত হিদায়াত লাভের বিষয়টি চিন্তাও করা যায় না। কারণ সৎপথের দিশা সম্বলিত নির্দেশিকা নবী-রাসূলের মাধ্যমেই পাওয়া যায। আর তাঁরাই আল্লাহর বান্দাদের কাছে হিদায়াতের বানী পৌঁছে দেন। এর মৌলিক নীতমালার ব্যাখ্যা দেন এবং বিধি-বিধানের বাস্তব রূপ দান করেন।
নিচে মারেফুল হাদীস ৩য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | মারেফুল হাদীস গ্রন্থ |
বইয়ের সাইজঃ | 13.0 MB |
প্রকাশ সাল | ২০১০ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মদ মনযূর নোমানী রহঃ |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা সাঈদুল হক |