মারেফুল হাদীস ৩য় খন্ড
মারেফুল হাদীস ৩য় খন্ড pdf বই ডাউনলোড। ইসলাম মানব জাতির জন্য যেমন চিরন্তন ও সার্বজনীন জীবন দর্শন, তেমনি ইসরামের বাস্তব নমুনা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ বিশ্ব মানবতার জন্য অনুপম আদর্শ। তাঁর পবিত্র ও সুন্দরতম জীবন চরিত, যা পবিত্র কুরআনের ভাষায় ‘খুলুকুন আযীম’, ব্যাখ্যা ও বিশ্লেষণরূপে হাদীস হিসেবে বিশ্ব মানবতার হিদায়েত ও মুক্তির জন্য আমাদের মাঝে সংরক্ষিত।
হাদীস হলো নবী করীম সাং এর পূত-পবিত্র চরিত্রের কর্মনীতি ও আদর্শ এবং তাঁর কথা ও কাজ , হিদায়েত ও নসীহতের বিস্তারিত বিবরণ সম্বলিত আলেকাবর্তিকা। মানব জীবনের সকল অঙ্গন সম্পর্কে এতে দিক নির্দেশনা বিদ্যমান। এ সোনালী ধারা না থাকলে আমাদের জীবন পরিচালনা দুঃসাধ্য হয়ে যেত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মারেফুল হাদীস ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৮ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ২য় খন্ড pdf বই ডাউনলোড
মহান আল্লাহর অশেষ রহমত, তিনি বিশ্ব মানবতার জন্য তাঁর প্রিয় নবীল এ হাদীসকে কিয়ামত পর্যন্ত স্থায়ী রাখার ব্যবস্থা নিয়েছেন। উম্মাতের উলামায়ে কিরাম যুগ যুগ ধরে এ হাদীস চর্চা ও সংকলন এবং সংরক্ষনের জন্য বিরাট দায়িত্ব আনজাম দিয়ে আসছেন।
উপ-মহাদেশের বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা মনযূর নুমানী রহঃ আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং এ ধরণের আকীদাগত বিষয় থেকে শুরু করে মানবীয় যাবতীয় কর্মকান্ড, মৃত্যু, হাশর-নশর পর্যন্ত প্রতিটি বিষয়কে পৃথক পৃথক অনুচ্ছেদে বিভক্ত করেছেন ।
সংশ্লিষ্ট হাদীসসমূহ এর আওতায় সন্নিবেশিত করে উর্দূ ভাষায় ‘মারেফুল হাদীস’ নামে একটি সংকলন প্রণয়ন করেন। আট খন্ড বিশিষ্ট এই মূল্যবান রচনা বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এ হাদীস সংকলনটি বাংলায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইসলাম তখা কোন ধর্মেই নবী-রাসূল ব্যতীত হিদায়াত লাভের বিষয়টি চিন্তাও করা যায় না। কারণ সৎপথের দিশা সম্বলিত নির্দেশিকা নবী-রাসূলের মাধ্যমেই পাওয়া যায। আর তাঁরাই আল্লাহর বান্দাদের কাছে হিদায়াতের বানী পৌঁছে দেন। এর মৌলিক নীতমালার ব্যাখ্যা দেন এবং বিধি-বিধানের বাস্তব রূপ দান করেন।
নিচে মারেফুল হাদীস ৩য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ মারেফুল হাদীস গ্রন্থ বইয়ের সাইজঃ 13.0 MB প্রকাশ সালঃ বইয়ের সংকলনঃ মাওলানা মুহাম্মদ মনযূর নোমানী রহঃ অনুবাদঃ মাওলানা সাঈদুল হক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ