মাসুদ রানা সিরিজ – দুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা
মাসুদ রানা সিরিজ – দুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা pdf বই ডাউনলোড। দুঃসাহসিকঃ সুপারসোনিক জেট পনেরো মিনিটের জন্যে নামল ক্যান্টেনে। রি-ফুয়েলিং দরকার। রানার রিস্টওয়াচে তখন বাজে বাংলাদেশ সময় দুপুর আড়াইটা। সাংহাই পৌঁছতে পৌঁছতে বেজে যাবে সোয়া চারটা। ওখানকার সময় অবশ্য সোয়া ছয়। সাংহাই নগরীতে সন্ধ্যা নামবে তখন। রানা ভাবলো, একটা সোনালি বিকেল বাদ পড়লো ওর জীবন থেকে। দুই ঘন্টা আয়ু কমে গেল ওর। আবার পূরন হবে কি না কে জানে!
আজই সকালে বেইজিং থেকে কন্টাক্ট করা হয়েছে পি.সি.আই চীফকে। ছবি এসেছে রেডিও মারফৎ। ছবি দেখে চমকে উঠেছেন রাহাত খান। রোববার ছুটির দিনেও অফিসে ডেকে পাঠিয়েছেন মাসুদ রানা কে সিনক্রাফোনের সাহায্যে।
আরও দেখুনঃ মাসুদ রানা সিরিজের – ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ বই
মৃত্যুর সাথে পাঞ্জাঃ
ঘুম ভাঙ্গলো রানা’র ভোর ছয় টায়। ছোট্ট একটা ঘরে শুয়ে আছে সে। রাত প্রায় দুটোর সময় পৌঁছেচে ওরা। রাস্তা থেকে মাইল খানেক হেটে এই পল্লী। জিঞ্জিরের গোপন আস্তানা। তুষার পড়া থেমেছিল কিছুক্ষনের জন্য। এখন আবার আরম্ভ হয়েছে। শুয়ে শুয়ে কাঁচের জানালা দিয়ে ভোরের পূর্বাভাস দেখছে রানা। পিঠের জুলুনিটা নেই। কিন্তু মাঝে মাঝে সবটা পিট ভূমিকম্পের মত কেপে উঠছে।
নিচে মাসুদ রানা সিরিজ – দুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
লেখকঃ কাজী আনোয়ার হোসেন প্রথম প্রকাশঃ ১৯৬৭ ইং সর্বশেষ প্রকাশঃ বইয়ের ধরণঃ মাসুদ রানা সিরিজের বই - ২ সাইজঃ ৬.২৬ MB প্রকাশকঃ সেবা প্রকাশনী
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ