মাহবুবে খোদা সাঃ pdf বই ডাউনলোড। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সময় পৃথিবীতে তশরীফ আনেন, তখন সারাটি দুনিয়া পাপ-পঙ্কিলে পূর্ণ ছিল। অন্যায়-অবিচার, অনাচার-ব্যভিচার, দাঙ্গা-হাঙ্গামা, খুন-খারাবি, বঞ্চনা-প্রতারণা ইত্যাদিতে দুনিয়ার প্রতিটি দেশ, প্রতিটি সমাজ এবং জাতি জর্জরিত হইয়া পড়িয়াছিল। এক কথায়, মানুষ তখন অধঃপতনের চরম সীমায় পৌঁছিয়াছিল। দিকে দিকে চলিতেছিল তখন পাপাচার, শয়তানের রাজত্ব এবং দুষ্ট ও দুর্বৃত্তদের দৌরাত্ম্য।
হত্যা-লুণ্ঠন ও হিংসা- জিঘাংসা ছিল মানুষের নিত্য সহচর। নীতির নামে দুর্নীতি, শাসনের নামে শোষণ ও নির্যাতন, ধর্মের নামে অধর্মেরই রাজত্ব চলিতেছিল সর্বত্র। জনসাধারণের জীবনে না ছিল কোন সুখ, না ছিল কোন স্বাচ্ছন্দ্য, না ছিল তাহাদের সম্মুখে কোন আশার আলো। চারিদিকে ছিল তাহাদের গাঢ় অন্ধকার এবং জীবন তাহাদের হইয়া উঠিয়াছিল দুর্বহ ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
আরব ঃ অন্যান্য দেশের তুলনায় আরবেরই অবস্থা সবচেয়ে ঘৃণ্য ও শোচনীয় । এক কথায়, ভাল বলিতে সেখানে তখন কিছু ছিল কি না সন্দেহ। যে যত বড় দুর্বৃত্ত, তাহাকেই তখন মনে করা হইত তত সম্মানী। যে যত বড় নরঘাতক হইত, শিশু-সন্তান হত্যায় যে যত বেশি সিদ্ধহস্ত হইত, অপরের ধন সম্পত্তি লুণ্ঠন ও অন্যের মা-বোনকে ছিনাইয়া লইয়া যাহাতে যে যত অধিক পারদর্শী ছিল, তখনকার দিনে তাহাকেই মনে করা হইত তত বড় বাহাদুর এবং তাহারই প্রশংসা কীর্তিত হইত ঘরে ঘরে। সহজ ভাষায় তাহাদিগকে পশুর চেয়ে অধম বলিলে মোটেই অত্যুক্তি হইবে না।
কথায় কথায় তাহারা কলহ-বিবাদে লিপ্ত হইয়া পড়িত এবং কালক্রমে উহাকে তাহারা ভীষণ যুদ্ধে পরিণত করিত। সামান্য একটা আঘাতের প্রতিশোধ গ্রহণের নামে তাহারা বৎসরের পর বৎসর ধরিয়া রক্তের স্রোত প্রবাহিত করিত। এমন কি, সময় সময় গোটা গোত্রকে পর্যন্ত নিশ্চিহ্ন করিয়া দিতে মোটেই দ্বিধা করিত না ।
একটি উদাহরণ— বসুস নাম্নী এক বুড়ির একটি উষ্ট্রী ‘কুলাইব’-এ ‘-এর বাড়ির সীমানার মধ্যে গাছের পাতা খাইতে যাইয়া পাখির বাসার ডিম ভাঙ্গিয়া ফেলিয়াছিল। কুলাইব রাগান্বিত হইয়া একটি তীর ছুঁড়িলে উহা উষ্ট্রীর স্তনকে ক্ষত-বিক্ষত করিয়া দেয়।
নিচে মাহবুবে খোদা সাঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 10.5 MB |
প্রকাশ সালঃ | ২০০০ সাল |
বইয়ের লেখকঃ | মাহমদূর রহমান |
বইয়ের অনুবাদকঃ |