মাহে রমজান তাকওয়ার পিরামিড pdf বই ডাউনলোড। রোজা ইসলামের ৫টি মৌলিক ভিত্তির ১টি অন্যতম ভিত্তি। রোজা ফারসি শব্দ। এর আরবি প্রতিশব্দ অর্থাৎ কুরআনের ভাষা আসসাওম অর্থ হচ্ছে আত্মসংযম, কঠোর সাধনা, অবিরাম চেষ্টা ও বিরত থাকা ইত্যাদি। এর প্রতিশব্দ আল ইমসাক। ইংরেজি পরিভাষা হচ্ছে Fasting,
আর ব্যাপক অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওমের নিয়্যতে সুবহে সাদেক থেকে সুর্যাস্তর পর্যন্তর সব ধরণের পানাহার ও যৌন মিলন থেকে বিরথ থাকার নাম সওম বা রোজা। মাহে রমজান আরবি চন্দ্র বছরের নবম মাস। রমজান শব্দটি আরবি রমজ শব্দ থেকে উৎপন্ন হয়েছে। এর অর্থ দহন করা, জ্বালিয়ে দেয়া ইত্যাাদি। অর্থাৎ প্রবৃত্তির তাড়নায় মানুষের সঞ্চিত পাপ পঙ্কিলতা জ্বালিয়ে দেয়া, নিঃশেষ করে দেয়াই এর উদ্দেশ্য।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমজান মাস pdf বই ডাউনলোড
- রমজান ও রোযা pdf বই ডাউনলোড
- রাসূল যেভাবে রমজান যাপন করেছেন pdf বই
- ঋতুবতী নারীর রোজা pdf বই ডাউনলোড
- সিয়াম ও রমজান pdf বই ডাউনলোড
রোজা ফরজ হয় রাসূল সাঃ নবুওয়াতের ১৫তম বর্ষ ২য় হিজরীতে। সুরা বাকারার ১৮৩ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, অর্থাৎ-হে ঈমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে। যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার। বাকারা:১৮৩ ।
আমাদের উপরই কেবল সিয়াম ফরয করা হয়নি বরং পূর্ববর্তী সব নবী রাসূল ও তাদের অনুসারীদের উপরও সিয়াম ফরজ ছিল। উক্ত আয়াতে ২টি বিষয় উল্লেখ করা হয়েছেঃ ১। পূর্ববর্তী সব নবী রাসূলের উপর সিয়ামের বিধান ছিল। ২। সিয়াম ফরজ করার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন।
পূর্ববর্তীদের উপর সিয়াম বা রোজা ফরজের ইতিহাস: হযরত আদম আ. থেকে হযরত নূহ আ. পর্যন্ত প্রতি চন্দ্রমাসের ১৩,১৪,১৫ তারিখ রোজা রাখার বিধান ছিল। একে বলা হতো আইয়্যামে বিজ।
ইহুদিরা প্রতি সপ্তাহে শনিবার এবঙ বছরে মহররমের ১০ম তারিখে রোজা রাখতো। এবং মুসা আ. তুর পাহাড়ে অবস্থানে স্মৃতির স্মরণে ৪০ দিন রোজা পালনের নির্দেশ ছিল। খ্রিষ্টানদের ৫০ দিন রোজা রাখার রেওয়াজ ছিল। উচ্চবর্ণের হিন্দুরা একাদশী উপবাস পালন করে থাকে। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে মাহে রমজান তাকওয়ার পিরামিড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রমাদান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.0MB |
প্রকাশ সালঃ | ২০০৫ সাল |
বইয়ের লেখকঃ | |
অনুবাদকঃ |