মাহে রমযানে উসমানের রোজনামচা pdf বই ডাউনলোড। রমযানই হলো সে মাস, যে মাসে নাযিল করা হয়েছে আলকোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যের পথযাত্রীদের জন্য সুষ্পষ্ট পথনির্ধেম করা ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাউকে তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসে রোযা রাখবে। (সুরা বাকারা:১৮৫)।
ঈমানের সঙ্গে যাওয়াবের আশায় যে ব্যক্তি এ মাসে রোযা পালন করবে তারঁ অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ঈমানের সঙ্গে সাওয়াবের আশায় যে ব্যক্তি এ মাসের রাতগুলোতে নামায আদায় করবে, তারঁ অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বুকের ভিতর প্রতিদিন pdf বই ডাউনলোড
- গোনাহ ও তাওবা pdf বই ডাউনলোড
- সুস্বাগত মাহে রমজান pdf বই ডাউনলোড
- বিদায় মাহে রমযান কিছু ভাবনা pdf বই ডাউনলোড
- মাহে রমজান তাকওয়ার পিরামিড pdf বই ডাউনলোড
রমযান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের সকল দরজা বন্ধ করা হয়। শয়তানদের বন্দি করা হয়। এ মাসের প্রতিদিন ও প্রতিরাতে মহান আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এ মাসের প্রতিদিন ও প্রতিরাতে প্রত্যেক মুসলমানের জন্য একটি দোয়া কবুলের মুহুর্ত বরাদ্দ থাকে।
পাচঁ ওয়াক্ত নামায, এক জুমা থেকে অপর জুমা এবং এক রমযান থেকে অন্য রমযান মধ্যবর্তী সময়ে করা সকল গুনাহের কাফফারা। শুধু কবিরা গুনাহ ছাড়া। ঈমানের সঙ্গে পরকালে প্রতিদিন লাভের আশায় যে ব্যক্তি কদরের রাতে নামায আদায় করবে, তাঁর অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।
আদম সন্তানের করা প্রতিটি পুণ্য তার নিজের জন্য হয়ে থাকে, যার প্রতিদিন দশগুন থেকে শুরু করে সাত শ গুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ বলেন, তবে রোযার প্রতিদানের বেলায় এর ব্যতিদানও আমি নিজে দেব। কেননা কেবল আমার জন্যই সে তার প্রবৃত্তি ও পানাহার বর্জন করেছে। রোযাদারের জন্য আছে দুইটি আনন্দঘন মুহুর্ত: একটি হলো, যখন সে ইফতার করে তখন খুশি হয়। দ্বিতীয়টি হলো, যখন মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতে মিলিত হবে, তখন রোযার প্রতিদান দেখে সে খুশি হয়ে যাবে।
এখন আসি উসমান বিন আফফান বিন আবুল আস। এর ঘটনা। হস্তিবাহিনীর ঘটনার ঠিক ছয় বছরের মাথায় তারঁ জন্ম। তিনি ছিলেন লাজুক, বিনয়ী, বিশ্বস্ত, ক্ষমাশীল, দানশীল ও সম্ভ্রান্ত এক ব্যক্তি। ছিলেন ইসলাম গ্রহণে অগ্রজদের অন্যতম। তিনি জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তিদের একজন। সবশেষে তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা।
মহানবী সাঃ-এর দুজন কন্যাকে বিয়ে করার কারণে তাকেঁ যিন্নুরাইন বা জোড়া দিপ্তীর অধিকারী উপাধি দেওয়া হয়। ফেরেশতাগণ পর্যন্ত তাঁকে দেখে নাজ অনুভব করতেন। আল্লাহর রাস্তায় তারঁ ব্যাপক দান, সাদাকা ও সংগ্রামের কথা ইতিহাসে প্রসিদ্ধ আছে। তাবুক যুদ্ধের জন্য তিনিই সেনাবাহিনী প্রস্তুত করেন।
নিচে মাহে রমযানে উসমানের রোজনামচা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রামাদান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 58.9 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | |
অনুবাদকঃ |