মা মা মা এবং বাবা pdf বই ডাউনলোড । আমার স্ত্রী যখন আমাদের প্রথম সন্তানের জন্ম দেয়, আমার বয়স তখন ত্রিশের কাছাকাছি। সেই রাতটির কথা আজও মনে আছে আমার।
প্রতিদিনের মতো ওই রাতটিও আমি আমার বন্ধুদের সাথে বাইরে কাটিয়েছি। এমনিতেই আমার সময়গুলো কাটত গল্পে, আড্ডায় এবং লোকজনকে উপহাস করে। মানুষকে হাসাতে পারার এক অদ্ভূত ক্ষমতা ছিল আমার। অন্যদের নিয়ে আমি নিয়মতি উপহাস করতাম, ঠাট্টা-মশকরা করতাম। আমার বন্ধুরা এসব দেখে শুধুই হাসত।
মানুষকে নকল করার এক অসাধারণ ক্ষমতা ছিল আমার। যে কারও স্বর নকল করে তাকে উত্যক্ত করতে পারতাম আমি। আমার এই ঠাট্টা-মশকরা থেকে কেউই যেন রেহাই পাচ্ছিল না। িএমনকি আমার বন্ধুরাও না। একপর্যায়ে আমার ঠাট্টা-মশকরা থেকে বাঁচার জন্য তাদের কেউ কেউ তখন আমাকে এড়িয়ে চলা শুরু করে।
আমার স্পষ্ট মনে আছে – সেই বিভীষিকাময় রাতটির কথা। মার্কেটের রাস্তার পাশে বসে ভিক্ষা করতে থাকা এক বৃদ্ধের সাথে করা সেই ঠাট্টার কথা। সেটা ছিল খুব শোচনীয় রকমের বাড়াবাড়ি।
আরিফ আজাদেরও আরও pdf বই দেখুনঃ
- আরিফ আজাদের কিছু অগ্রন্থিত লেখা pdf বই ডাউনলোড
- জীবন যেখানে যেমন pdf বই ডাউনলোড
- বেলা ফুরাবার আগে pdf বই ডাউনলোড
- প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- আরজ আলী সমীপে pdf বই ডাউনলোড
- প্যারাডক্সিক্যাল সাজিদ pdf বই ডাউনলোড
- প্যারাডক্সিক্যাল সাজিদ- ২ pdf বই ডাউনলোড
- মা ও বাবা pdf বই ডাউনলোড
- মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
- বাবা আমার বিয়ের ব্যবস্থা করুন pdf বই ডাউনলোড
- আট শহীদের বাবা pdf বই ডাউনলোড
- বলয় ভাঙ্গার গল্প pdf বই ডাউনলোড
অন্ধ ভিক্ষুকটা যখন অন্ধকার রাস্তা ধরে আসছিল, আমি তখন মজা করে তার সামনে আমার পা বসিয়ে দিয়েছিলাম। আমার পায়ের সাথে লেগে ভিক্ষুকটি ধপাস করে মাটিতে পড়ে গেল এবং চারদিকে মাথা ঘুরিয়ে বোঝার চেষ্টা করছিল কে তাকে ল্যাঙ মেরে মাটিতে ফেলে দিয়েছে; কিন্তু সে কিছুই বুঝতে পারলো না।
আমি সেদিনও বাড়িতে ফিরলাম, সচরাচর যেরকম দেরি করে বাড়ি ফিরি। দেখলাম, আমার স্ত্রী আমার জন্য তখনো অপেক্ষা করছিলো। তার অবস্থা ছিল ভয়াবহ রকম খারাপ। সে কাঁপা কাঁপা গলায় জানতে চাইলো, ‘রাশেদ, এতক্ষণ কোথায় ছিলে তুমি?’
– ‘কোথায় আর থাকবো? মঙ্গলগ্রহে তে াআর ছিলাম না। বন্ধুদের সাথেই ছিলাম’ – আমি ব্যাঙ্গাত্মকভাবেই উত্তর দিলাম।
তাকে খুব বিমুর্ষ লাগছিল। চেহারা শুকিয়ে যেন কাঠ হয়ে আসছে। সে কান্নাজড়িত গলায় বলল, ‘রাশেদ, আমি খুবই ক্লান্ত। আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হয়, একটু পরেই আমাদের সন্তান পৃথিবীতে আসতে যাচ্ছে।’ কথাগুলো বলতেই একফোঁটা অশ্রু তার চোখ বেয়ে বুকে গড়িয়ে পড়ল।
তার এরকম খারাপ অবস্থা দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম, আমি তাকে অবহেলা করছি। আমার উচিৎ ছিল তার যত্ন নেওয়া। অন্তত সে যতদিন এই কঠিন মুহুর্তের মধ্যে দিয়ে যাচ্ছে, ততদিন। এই দিনগুলো বাইরে নষ্ট করা আমার একদমই ঠিক হয়নি।
নিচে মা মা মা এবং বাবা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমকালীন প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক |
বইয়ের সাইজঃ | 24.6 MB |
প্রকাশ সালঃ | 2018 |
বইয়ের লেখকঃ | আরিফ আজাদ |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।….!!