মিলাদে মোস্তফা pdf বই ডাউনলোড। কোরাএশগণ হজরত নবি (ছাঃ)-এর উপর অযথা অপবাদ প্রয়োগ করিয়াছিল, সেই সময় তিনি ছাহাবাগণকে তাহাদের অপবাদ খণ্ডন করিতে আদেশ করিলেন, ইহা তাহাদের পক্ষে কশাঘাত হইতে কঠিনতর বোধ হইবে । এবনো রাওয়াহা কবিকে আহ্বান করায় তিনি তাহাদের প্রতিবাদ করিলেন, কিন্তু ইহাতে জনাব নবি (ছাঃ) সন্তুষ্ট হইতে পারিলেন না। পরে তিনি ছাহাবা কা’বকে আহবান করিলে, তিনি তাহাদের প্রতিবাদ করিলেন, ইহাতেও হজরতের তৃপ্তিলাভ হইল না।
অবশেষে তিনি কবিবর হজরত হাছান (রাঃ) কে আহবান করিলেন, তিনি বলিলেন, আমি তাহাদের হৃদয় বিদারক প্রতিবাদ করিব। এত শ্রবণে হজরত নবি (ছাঃ) এই দোওয়া করিলেন, হে আল্লাহ, যত দিবস হাছান তোমার নবীর অনুকুলে কোরাএশদিগের অযথা অপবাদ খণ্ডন করিবে, ততদিবস যেন হজরত জিবরাইল (আঃ) তাহার সহায়তা করেন। তৎপরে হজরত হাছান কতকগুলি শ্লোক পাঠ করিয়াছিলেন”।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
উপরোক্ত হাদিছে স্পষ্টভাবে ব্যাক্ত হইল যে, শত্রুদল হজরতের বিরুদ্ধে যে সময় অপবাদ প্রয়োগ করে, তৎসমুদয়ের খণ্ডন করা প্রত্যেক বিদ্বানের পক্ষে ওয়াজেব। বর্তমান যুগে খৃষ্টান ও আর্য্য সমাজ হজরত নবি (ছাঃ) এর বিরুদ্ধে অনেক অযথা অপবাদ প্রয়োগ করতঃ কতক মুছলমানের মতিভ্রম ঘটাইতেছে, এই সময়ে হজরতের চরিত্রাবলী, পয়গম্বরী (প্রেরিতত্ত্ব) ও অলৌকিক কার্য্যকলাপ পুঙ্খানুপুরূপে আলোচনা করিয়া সকলের সন্দেহ ভঞ্জন করা নিতান্ত জরুরি, ইহাই মিলাদ পাঠের মূল উদ্দেশ্য।
“এবং যে সময় আল্লাহ নবীগণের নিকট অঙ্গীকার লইয়াছিলেন- অবশ্য আমি তোমাদিগকে যে কেতাব ও হেকমত প্রদান করিব, তৎপরে তোমাদের নিকট একজন রাছুল আগমন করিবেন যিনি তোমাদের সহিত যাহা আছে তাহার সত্যতা প্রমাণকারী হইবেন, তখন তোমরা অবশ্য তাঁহার প্রতি ইমান আনিবে এবং তাঁহার সহায়তা করিবে। আল্লাহ বলিলেন, তোমরা স্বীকার করিলে কি এবং ইহার উপর আমার অঙ্গীকার গ্রহণ করিলে কিম্বা তাঁহারা বলিলেন, স্বীকার করিলাম।
আল্লাহ বলিলেন, তোমরা সাক্ষী থাকিলে এবং আমি তোমাদের সহিত সাক্ষ্যদাতা রহিলাম।” মাওয়াহেবে লাদোন্নীয়া, ১/৮ পৃষ্ঠা; “যখন আল্লাহতায়ালা আমাদের নবি (ছাঃ)-এর নূরকে সৃষ্টি করিয়াছিলেন এবং তাঁহার নুর হইতে অন্যান্য নবিগণের নুরগুলি বাহির করিয়াছিলেন, তখন তাঁহাকে উক্ত নুরগুলির দিকে দৃষ্টিপাত করিতে আদেশ করিয়াছিলেন, ইহাতে উক্ত নুর তাঁহাদিগকে এরূপ ভাবে পরিবেষ্টন করিয়া ফেলিল যে, আল্লাহ তদ্বারা তাঁহাদিগকে বাক্শক্তি সম্পন্ন করিয়া দিলেন।
নিচে মিলাদে মোস্তফা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর মিলাদ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.00 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | হযরত আল্লাম রুহুল আমিন রহ. |
বইয়ের অনুবাদকঃ |