মিয়াঁ নাযীর হুসাইন দেহলভী জীবনী pdf বই ডাউনলোড। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত, একমাত্র জীবন বিধান। কাল পরিক্রমায় সর্বশেষ অহি অবতরণের মধ্যে দিয়ে পূর্ববর্তী সব ধর্ম রহিত হয়ে যায়। রাসূলুল্লাহ ছঃ-এর তিরোধানের পর যুগে যুগে ইসলাম ধর্মের বিভিন্ন শাখায় মুসলিম মনীষীদের অক্লান্ত সাধনা ও ত্যাগ ইসলামকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি দেশ- দেশান্তরে এর প্রসারেও যথেষ্ট ভূমিকা রেখেছে। ইসলাম ধর্মে যুগ পরস্পরায় কত অকুতোভয় সমাজ সংস্কারখ ও নিবেদিত প্রাণ মনীষীর আর্বিভাব ঘটেছিলম।
যারাঁ তাদের জীবন পরিক্রমার প্রতিটি মুহুর্তে ইসলামের মৌল উৎস পবিত্র কুরআন ও হাদীছ শিক্ষার দ্বারা উদ্ভুত সমস্যাবলীর সমাধান ও এতদুভয়ের পাঠ দানের মাধ্যমে এর ব্যাপক প্রসারে স্ব-স্ব জীবন উৎসর্গ করেছিলেন। শামসুল উলামা মিয়াঁ নাযীর হুসাইন দেহলভী ছিলেন তাদেরঁই একজন।
আরও দেখুনঃ ইমাম মুসলিম র. pdf বই ডাউনলোড
ভারতীয় উপমহাদেশশে ঊনবিংশ শতকে শ্রেষ্ঠ মুসলিম মনীষীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সমকালীন সময়ে ধর্মীয় ও রাজনৈতিক সংস্কারের পাশাপাশি দারস ও তাদরীসের মাধ্যমে তিনি হাদীছের শিক্ষা ও হাদীছ ভিত্তিক জীবন গড়ার প্রেরণা পূর্ব ও পশ্চিম গোলার্ধের দেশ সিরিয়া, শাম, মিসর, হেজায, নাজদ, ইয়ামন, আবিসিনিয়া, ইথিওপিয়া, বোখারা, বলখ, সমরকন্দ , ইয়াগিস্তান, এশিয়া মাইনর, ইরান, খোরাসান, মাশহাদ, তিব্বত, চীন, জাপান, মায়ানমার বার্মা, ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সকল দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেন।
নাযীর হুসাইন কে ছিলেন কোন বংশের।
তারঁ নাম নাযীর হুসাইন, পিতার নাম জাওয়াদ আলী। মিয়াঁ ছাহেব, শামসুল উলামা বিদ্বানদের সেরা বিদ্বান ও শায়খুল কুল ফিল কুল সর্বযুগের সকলের সেরা বিদ্বান তারঁ উপাধি। ইমাম হুসাইন ৪-৬১ হিঃ-এর বংশদর সাইয়িদ নাযীর হুসাইন বিন জাওয়াদ আলীর বংশ ধারা ৩৫ তম উর্ধতন স্তরে গিয়ে রাসূলুল্লাহ ছাঃ-এর সাথে মিলে যায়।
আরও দেখুনঃ বুস্তানুল মুহাদ্দিসীন pdf বই ডাউনলোড
তারঁ বংশ পরস্পরা হলঃ নাযীর হুসাইন বিন জাওয়াদ আলী বিন আযমাতুল্লাহ বিন এলাহ বখশ বিন মুহাম্মাদ বিন মাহরূ বিন মাহবূব বিন কুতুবুদ্দীন বিন হাশেম বিন চান্দ বিন মারূফ বিন বুধন বিন ইউনুস বিন বুযুর্গ বিন যায়বাক বিন রুকনুদ্দীন বিন জামালুদ্দীন বিন আহমাদ জাজনীরাী বিন মুহাম্মাদ বিন মাহমূদ বিন দাঊদ বিন আফযাল বিন ফুযাইল বিন।
আবুল ফারাহ বিন ইমাম হাসান আসকারী বিন ইমাম নকী বিন ইমাম তাক্বী বিন মূসা রিযা বিন মূসা কাযিম বিন ইমাম জাফর ছাদিক বিন ইমাম বাক্বির বিন ইমাম আলী যয়নুল আবেদীন বিন ইমাম হুসাইন বিন আলী ওয়া ফাতিমা বিনতে মুহাম্মাদ ছাঃ ।
আরও দেখুনঃ হুসাইন রাঃ মূল হত্যাকারী কে pdf বই ডাউনলোড
নিচে মিয়াঁ নাযীর হুসাইন দেহলভী জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।