মীলাদুন্নবী pdf বই ডাউনলোড। যদি এ ধরণের সন্দেহ করা হয় যে, ‘খাতামুন নাবিয়্যীন’ এর অর্থ দুনিয়ায় সকল নবীগণের শেষে আগমনকারী নবী এবং এ অর্থ দুনিয়ার বেলায়ই প্রযোজ্য, রূহের জগতে তা ছাবেত করা সম্ভব নয়। এতে হাদীছের অর্থ এই দাঁড়াবে যে, হুজুর আকরম (দঃ) এর ‘খাতামুন নবীয়্যীন’ হওয়া ইলমে এলাহীর মধ্যে নির্ধারিত ছিল, অথবা বলতে হবে যে, খাতামুন নাবীয়্যীন’ এর অর্থ আখেরী নবী নয়।
এ ধরণের সন্দেহের উত্তর এই যে, ‘খাতামুন নাবিয়্যীন’ এর অর্থ অকাট্যভাবেই শেষ নবী এবং হাদীছের মর্মার্থ ও এই যে, আমি বস্তুতঃই আখেরী নবীই হয়েছিলাম। কিন্তু এমনটি নয় যে, আমার ‘আখেরী নবী’ হওয়াটা ইলমে এলাহীর মধ্যে নির্ধারিত। কেননা ইলমে এলাহীর মধ্যে তো সব কিছুই নির্ধারিত ছিল। অবশ্য আখেরী নবী হওয়ার ছবুত আর আখেরী নবী হিসেবে প্রকাশ দু’টি ভিন্ন মর্যাদা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
আল্লাহ তা’আলা রূহের জগতেই খতমে নবুয়্যতের মর্যাদায় তাঁর হাবীব (দঃ)কে আসীন করে দিয়েছেন, তা এ অর্থে যে সকল নবীগণের উপর তাঁর এই মাহবুবই (দঃ) সকলের ছরদার হিসেবে আগমণকারী । যদি ও বা তখনও তাঁর আগমণের সময় উপস্থিত হয়নি। বিষয়টি সম্পূর্ণ এরূপ যে, বাদশাহ যদি কাউকে জেহাদের আমীর নির্ধারণ করেন, তখন ঐ আমীরের আমিরত্বের প্রকাশ তার জেহাদের ময়দানে আগমণের পরই হবে। কিন্তু তার এই সম্মানিত পদ মর্যাদা পূর্ব হতেই নির্ধারিত হয়ে গেছে।
একইভাবে আলোচ্য বিষয়টি ও বুঝুন যে, ‘খাতামুন নাবিয়্যীন’ এর মর্যাদা হুজুর আকরম (দঃ) এর জন্য প্রথম হতেই ছাবেত ছিল। কিন্তু দুনিয়ায় তাঁর তাশরীফ আনয়নের পর এই সুমহান মার্যাদার প্রকাশ ঘটেছে মাত্র।
উক্ত আলোচনা হতে এ উছুল ও (নিয়ম) সুস্পষ্ট হয়ে গেল যে, কামালিয়াতের ছবুতের জন্য কামালাতের তাৎক্ষণিক প্রকাশ অত্যাবশ্যক নয়। এ-জন্যই আহলে ছুন্নাতের মাছলক (পথ-মত) হচ্ছে, হুজুর সাইয়েদে আলম (দঃ) মুহাম্মদিয়তের সকল কামালাত বা গুণে গুণান্বিত হয়েই দুনিয়ায় তাশরীফ এনে ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার হিকমত এবং ‘মুসলিহাত’ (বিশেষ সুবিধে) অনুযায়ী তা আপন আপন সময়ে প্রকাশ হয়েছে।
পূর্ববর্তী বর্ণনায় উল্লেখিত হয়েছে যে, হুজুর আকরম (দঃ) এর পবিত্র নুর হযরত আদম (আঃ) এর পৃষ্ঠ মোবারকে রাখা হয়েছিল, যেটি তাঁর ললাট মোবারকে চমকাচ্ছিল। আর এই উজ্জল নুর একের পর এক পবিত্র ঔরস এবঙ গর্ভে স্থানান্তরিত হতে যাচ্ছিল। যেমন আবু নাঈমের রেওয়ায়েতে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাছ (রাঃ) হতে বর্ণিত এবং হাদীছ খানা ‘মারফুট’ (যার সনদের ধারা নবী করিম (দঃ) পর্যন্ত সম্পৃক্ত) হুজুর আকরম (দঃ) এরশাদ করছেন- আমার পিতা পিতামহ সবাই রক্তারক্তি হতে পবিত্র। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে মীলাদুন্নবী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর মিলাদ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 76.0 MB |
প্রকাশ সাল | ১৯৯১ সাল |
বইয়ের লেখকঃ | সৈয়দ আহমদ সাঈদ কাযেমী রহঃ |
বইয়ের অনুবাদকঃ | মুহাম্মাদ জয়নুল আবেদীন জুবাইয়ের |