মুক্তির লড়াই pdf বই ডাউনলোড। মাওলানা মাসউদ আযহার। পাঞ্জাবের ভাওয়ালপুরে ১৯৬৮ খৃষ্টাব্দে তারঁ জন্ম। বংশগতভাবে তিনি অত্যান্ত সম্ভ্রান্ত। ভাওয়ালপুরের প্রখ্যাত পীর জনাব আল্লাহ দাতা আতা এর পুত্র মাষ্টার আল্লাহ বখস সাবের এর সন্তান। তিনি আন্তর্জাতিক খতমে নবুওয়াত আন্দোলন পাকিস্তানের অন্যতম ব্যক্তিত্ব জনাব মুহাম্মদ হাসান চাগতাই- এর মেয়ের ঘরের দৌহিত্র।
ঈর্ষনীয় মেধার অধিকারী মাওলানা মাসউদ আযহার পড়াশুনা করেন করাচীর শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ বিনুরী টাউন মাদ্রাসায়। সকল ওস্তাদের প্রিয়পাত্র মাসউদ আযহার অধ্যায়ন শেষে ঐ মাদ্রাসার অধ্যাপনায় নিযুক্ত হন।
আরও দেখুনঃ যাইনাব আল গাযীর নির্বাচিত লেখা pdf বই ডাউনলোড
তারঁ আধ্যাত্মিক পীর হলেন উপমহাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব মাওলানা মুফতী ওলী হাসান রহঃ মাদ্রাসায় পড়া শেষে ১৯৮৯ সনে তিনি আফগান জিহাদে যোগদান করেন। ১৯৯০ সনে সদায়ে মুজাহিদ নামক একটি পাঠকপ্রিয় পত্রিকার সম্পাদনার দায়িত্ব কাধেঁ নেন। পত্রিকাটি এখনও বেচেঁ আছে এবং চলছে।
তিনি সক্রিয়ভাবে জিহাদে যোগদান করেন ১৯৯০ সালের পর থেকে। এ সময় তিনি খোস্ত এলাকার শালকা পোষ্টের নিকটে এক ভয়াবহ লড়াইয়ে শত্রুপক্ষের নিক্ষেপিত রকেট বিস্ফোরণে মারাত্মকভাবে পায়ে আঘাত প্রাপ্ত হন। সে আয়াত ভাল হয়ে গেছে বটে কিন্তু বারুদের বিষক্রিয়া তারঁ শরীরে এখনো রয়ে গেছে।
আরও দেখুনঃ মুসলিমদের দুরাবস্থা এবং ইসলামের সত্যতা pdf বই
পৃথিবীর প্রতিটি মুসলিমদের নিকট জিহাদের দাওয়াত পৌঁছিয়ে বাস্তব কর্মতৎপরতায় তাদেরকে উদ্বুদ্ধ করে হারানো খেলাফত পুনঃপ্রতিষ্ঠাই তারঁ জীবনের পরশ স্বপ্ন। এ লক্ষ্যে তিনি অতি অল্প সময়ে শত-সহস্র সভা-সমাবেশে বক্তৃতা দিয়েছেন, ঘরে ফিরেছেন দেশ থেকে দেশান্তরে। একই উদ্দেশ্যে তিনি ১৯৮৯, ১৯৯০ ও ১৯৯১ এ বাংলাদেশ সফরে আসেন।
পবিত্র হজ্ব সম্পাদন করেন ১৯৮৭ সালে। সে থেকে প্রতি বছর তিনি জিহাদী দাওয়াত নিয়ে সৌদি আরবের বিভিন্ন শহরে সফর করেছেন। সে দেশে তিনি মতবিনিময় করেছেন বিখ্যাত ও বিশ্বখ্যাত সব আলিমের সাথে। ১৯৯২ ও ১৯৯৩ সালে তিনি আরব আমিরাত সফল করেন। সেসব দেশের সভাগুলোয় আরবীতেই তিনি বক্তৃতা করেন।
আরও দেখুনঃ ভ্রান্ত হেযবুত তওহীদ pdf বই ডাউনলোড
নিচে মুক্তির লড়াই pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পরগামে শুহাদা প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 9.62 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মাওলানা মাসউদ আযহার অনুবাদঃ মোল্লা আবু তালিবডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ