মুক্ত বাতাসের খোঁজে
মুক্ত বাতাসের খোঁজে pdf বই ডাউনলোড। কিছু অন্ধকার আতঙ্কিত করে, কিছু অন্ধকার মানুষকে আকর্ষন করে। আবদ্ধ করে অবোধ্য, অনতিক্রম্য লালসা আর কৌতুহলের জালে। গুটিগুটি পায়ে তন্ময়, মন্ত্রমুগ্ধ দ্রষ্টা যখন কিনারায় এসে দাঁড়ায়, অতল গহব্বর গ্রাস করে নেয়।
আমাদের এই বই এমনই এক অন্ধকার নিয়ে। নীল পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বা ইরোটিকা নিয়ে কথা বলার সময় সাধারণত আমরা অন্ধকারের কথা চিন্তা করি না। ব্যপারটার সাথে গোপনীয়তা লজ্জা, নিষিদ্ধ আনন্দ কিংবা লালসার সম্পর্কটা পরিস্কার।
আরও দেখুনঃ মা ও বাবা pdf বই ডাউনলোড
কিন্তু অন্ধকার? বাস্তবতা হলো পর্নোগ্রাফি নিয়ে আমরা তেমন একটা চিন্তা করি না। এ নিয়ে আলোচনা সমাজে দুর্লভ। আলোচনার আদৌ দরকার আছে, দুর্ভল এমন চিন্তাও। পর্নোগ্রাফি নিয়ে অধিকাংশ কথাবার্তা তাই সীমাবদ্ধ থাকে নানা মাত্রার অশ্লীল, ইঙ্গিতপূর্ণ রসিকতা আর হাসি ঠাট্টায়। সমাজের বিশাল এক অংশ সম্পূর্ণভাবে বিষয়টা এড়িয়ে যাবার চেষ্টা করুন।
আর একটা আধুট আলোচনা যা হয়, তাতে পর্নের মাধ্যমে নারীর অবজেক্টিফিকেশান; নিছক বন্তু হিসাবে, মাংসপিন্ড হিসাবে নারীর উপস্থাপনার কথা উঠে আসে। কিন্তু এটি আংশিক চিত্র মাত্র। আদিম সুখের বিষাক্ত এ চিত্রকল্পের ক্ষতিকর প্রভাবের সত্যিকারের ব্যাপ্তির ছিটেফোঁটাও আমরা অনুধাবন করি না।
আরও দেখুনঃ কাস্মীর ইতিহাস ও রাজনীতি pdf বই ডাউনলোড
সত্যি কথা হলো পর্ণোগ্রাফি আসলে কতটা ক্ষতিকর আধুনিক মানুষ এখনো পুরোপুরি সেটা বুঝে উঠতে পারেনি। তবে এখনো পর্যন্ত যা জানা গেছে, চমকে দেয়ার জন্য সেটাই যথেষ্ট।পর্নোগ্রাফি কোনো নির্দোষ আনন্দ না। ছোটখাটো কোনো নৈতিক বিচ্যুতি না। এমন কোনো সমস্যা না।
না দেখার ভান করে থাকলে যার অস্তিস্থ মিলিয়ে যাবে। ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য পর্নোগ্রাফি আসক্তি মারাত্মক এক হুমকি। কারণ, এর প্রভাবে কেবল সাময়িক উত্তেজনা সৃষ্টিতে সীমাবদ্ধ না; বরং দীর্ঘমেয়াদে পর্নোগ্রাফি মানুষকে বদলে দেয়। পর্নোগ্রাফি আক্ষরিকভাবেই মানুষের মস্তিষ্ককে পাল্টে দেয়। বদলে দে মাথার ভেতরের সার্কিটগুলোর গঠন।
আরও দেখুনঃ উপ মহাদেশ pdf বই ডাউনলোড
নিচে মুক্ত বাতাসের খোঁজে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইলমহাউস পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.84 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ লস্ট মডেস্টি অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now