মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড। তুমি কুরআনের দ্বারা উপকৃত হতে হলে কুরআন তিলাওয়াত ও শ্রবণের সময় মনোনিবেশ করো, নিবিষ্টচিত্তে শ্রবণ করো এবং যিনি কুরআনে তোমাকে সম্বোধন করে তোমার সাথে কথা বলেছেন সে মহান আল্লাহর দরবারে উপস্থিতি অনুভব করো।
কেননা কুরআন তোমার জন্য রাসূলের জবানে আল্লাহর সম্বোধন ও বার্তা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য, যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্টচিত্তে শ্রবণ করে। (সূরা কাফ, আয়াত: ৩৭) ।
কুরআনের পূর্ণ প্রভাব উপকার বা উপদেশ লাভ করা যেহেতু প্রভাবকারী, প্রভাব বিস্তারের স্থান, প্রভাব লাভের শর্ত ও উপকার লাভ থেকে বাধামুক্ত হওয়ার ওপর নির্ভরশীল, সেহেতু উপরোক্ত আয়াতে সংক্ষিপ্তসারে কিন্তু পূর্ণাঙ্গরূপে এসব কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মহা উপদেশ pdf বই ডাউনলোড
- মুসলিম জাতির প্রতি মহা উপদেশ pdf বই ডাউনলোড
- অন্তর বিধ্বংসী বিষয় নিফাক pdf বই ডাউনলোড
- রাসূল এর ২০০ সোনালী উপদেশ pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা বাণী, নিশ্চয় এতে কুরআনে উপদেশ রয়েছে তার জন্য। (সূরা কাফ, আয়াত:৩৭) সূরার শুরু থেকে এ পর্যন্ত অংশে কুরআনের প্রভাবের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বাণীম যার রয়েছে অন্তর। সূরা কাফ, আয়াত:৩৭ এটি প্রভাব উপকার গ্রহণের স্থান। এখানে ক্বলব দ্বারা জীবন্ত অন্তরকে বুঝানো হয়েছে, যে অন্তর আল্লাহকে চেনে ও জানে।
যেমন, আল্লাহ তাআলা বলেছেন, এ তো কেবল এক উপদেশ ও স্পশ্ট কুরাআন মাত্র। যাতে তা সতর্ক করতে পারে ঐ ব্যক্তিকে যে জীবিত। সূরা ইয়াসীন, আয়াত: ৬৯-৭০ অর্থাৎ যার অন্তর জীবিত। আল্লাহ তাআলা বাণী, অথবা যে বিনিষ্টচিত্তে শ্রবণ করে। (সূরা কাফ, আয়াত: ৩৭) অর্থাৎ সে শ্রবণে মনোনিবেশ করে এবং যা কিছু বলা হয় তা কান লাগিয়ে শোনে। কথা দ্বারা প্রভাবান্বিত হওয়ার এটি অন্যতম শর্ত। আল্লাহ তাআলা বাণী, সে অন্তরসহ উপস্থিত। (সূরা কাফ, আয়াত: ৩৭ ) ।
অর্থা তার অন্তর সেখানে উপস্থিত সে মানের দিকে অনুপস্থিত নয়। ইবন কুতাবইবা রহ, বলেছেন, আল্লাহর কিতাব নিবিষ্টচিত্তে ও বুঝে-শুনে শ্রবণম করো, গাফিল ও অন্যমনস্ক হয়ে নয়। এতে ইঙ্গিত রয়েছে যে, কেউ গাফিল ও অমনোযোগী হয়ে তিলাওয়াত করলে তা কুরআনের উপকার অর্জনে বাধাদানকারী হয়ে যায়। কুরআনে তাকে যা বলা হয়েছে।
তা না বুঝে, এতে চিন্তা-গবেষণা না করে ভুলোমন ও অমনোযোগী হয়ে পড়লে কুরআন উপদেশ দেওয়া থেকে বিরত থাকবে। অতএব, প্রভাববিস্তাকার কুরআন যখন প্রভাববিস্তারে স্থান অর্থাৎ জীবন্ত অন্তর, প্রভাব বিস্তারে শর্ত অর্থাৎ মনোযোগ সহকারে শ্রবণ প্রভাববিস্তারে বাধামুক্ত তথা অন্তরকে কুরআনের সম্বোধন অনুধাবনে ব্যস্ত রাখা ও অন্য কাজ থেকে বিরত থাকা সবকিছু একত্রে অর্জিত হলে কুরআনের প্রভাব তথা উপকার ও উপদেশ অর্জিত হবে।
নিচে মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.09 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. আহমাদ ইবন উসমান আল মাযইয়াদ |
অনুবাদঃ | আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী |