মুমিনের ক্যারিয়ার ভাবনা pdf বই ডাউনলোড। সবার আগে ক্যারিয়ার মানে কী, সেটা স্পষ্ট হওয়া দরকার। বিভিন্ন অভিধান থেকে এ শব্দটির অর্থগুলো যেভাবে এসেছে— a profession, occupation (পেশা), trade (ব্যবসা) or vocation. (কর্ম বা বৃত্তি, যার মাধ্যমে মানুষ আয়-উপার্জন করে।) the progress and actions you have taken throughout the working years of your life, especially as they relate to your occupation. (আমি কর্মজীবনে যে উন্নতি করলাম, পুরো কর্মজীবনজুড়ে আমার যে প্রমোশন হচ্ছে ক্রমান্বয়ে, একেই বলা হচ্ছে ক্যারিয়ার।)
the job or series of jobs that you do during your working life, especially if you continue to get better jobs and earn more money. (যেমন, কেউ একটি চাকরি ছেড়ে আরও ভালো কোনো চাকরি করছে; কেউ একটি স্তরের স্যালারি ছেড়ে আরও উচ্চস্তরের স্যালারির কাজে যাচ্ছে, এ বিষয়টিকেই তারা বলছেন ‘ক্যারিয়ার’।)
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
doing something regularly for most of your life (কর্মজীবনে আমি যে কাজগুলো করি অর্থ উপার্জনের জন্য), especially as your main way of making money. (নিয়মিত কোনো একটি কাজ করা, জীবনের অধিকাংশ সময় যার পেছনে ব্যয় হয়। অর্থাৎ, এমন একটি কাজ, দিনের বেশি সময় ধরে আমি যা করি, বা, জীবনের বড় একটা সময়জুড়ে টাকা বা জীবিকা উপার্জনের প্রধান মাধ্যম হিসেবে আমি যা অবলম্বন করি, তা-ই ‘ক্যারিয়ার’।)
আমরা এখানে চারটি সংজ্ঞা থেকে দুটো জিনিস পাই— ১. ক্যারিয়ার হলো টাকা উপার্জনের মাধ্যম।
এটি একটি উন্নতি ও সামাজিক সম্মানের বিষয়। বা, কর্মজীবনের শেষে আয়নার সামনে আমি নিজেকে যেখানে দেখতে চাই, আত্মমর্যাদা, আত্মতুষ্টি ও আত্মতৃপ্তির যে জায়গায় আমি নিজেকে দেখতে চাই, সেটিই হলো ক্যারিয়ারের মূল লক্ষ্য। তাহলে দেখা যাচ্ছে, ক্যারিয়ারের মূল লক্ষ্য দুটি—
এক. টাকা উপার্জন করা।
দুই. নিজের উন্নতি ও আত্মমর্যাদা অর্জন করা।
মানে, ক্যারিয়ারের টাকা ও সম্মান অর্জনের সঙ্গে এখানে আরেকটি বিষয়ও কাজ করে, ‘ওপরে ওঠার প্রবণতা’; আরও ওপরে উঠব, তো আরও বেশি টাকা, আরও বেশি সম্মান। এটাকে আমরা বলব ‘প্রাচুর্যের প্রতিযোগিতা’, ‘পার্থিব প্রতিযোগিতা’।
টাকা উপার্জনের সঙ্গে যে সম্মানের একটা সম্পর্ক, এ বিষয়টি (বা ধারণাটি ) দুনিয়ায় কবে থেকে শুরু হলো? মাছ জন্মায় পানিতে। পানি তার জন্য স্বাভাবিক বিষয়। সে ভাবে, সারা দুনিয়া বুঝি পানিই। আমরা যে পরিবেশে বড় হই, মনে করি, সব যুগে বুঝি এমনই ছিল; পৃথিবী সৃষ্টির শুরু থেকে সবকিছু বোধ হয় এরকমই ছিল।
জন্মের পর থেকেই আমরা দেখেছি, দোকানে গিয়ে এক টুকরো কাগজ দিলে, একটি চকলেট পাওয়া যায়। কাগজের নোটের বিনিময়ে পণ্য পাওয়া যায়—এর বাইরে অন্য কোনো সিস্টেম আমরা দেখিনি। জন্মের পর থেকে আমরা দেখে আসছি, প্রতি পাঁচ বছরে একবার ভোট হয়ে কেউ একজন ক্ষমতায় আসে। পাঁচ বছর পরে আবার একটা ভোট হয়, আবার নতুন একটি সরকার গঠিত হয়।
নিচে মুমিনের ক্যারিয়ার ভাবনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | চেতনা প্রকাশন |
বইয়ের ধরণঃ | আত্মউন্নয়নমূলক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 7.35 MB |
প্রকাশ সাল | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | ড শাসসুল আরেফিন |
বইয়ের অনুবাদকঃ |