মুমিনের গুনাবলি
মুমিনের গুনাবলি pdf বই ডাউনলোড। মুনিমের পরিচয় মুমিন আরবী শব্দ, যার আভিধানিক অর্থ হলো বিশ্বাসকারী বা বিশ্বাসী। আর পারিভাষিক অর্থে মুমিন হল ছয়টি বিষয়ের উপর তথা আল্লাহর ওপর ফেরেশতাদের ওপর।
আল্লাহ নাযিলকৃত সকল কিতাবের উপর, সকল নবী রাসুলদের ওপর, পরকালে পুনরূথিক হওয়ার উপর এবং লিপিবদ্ধ তাকদীরের উপর যে ব্যক্তি কোন প্রকার সন্দেহ-প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে, তাকেই মুমিন বলা হয়।
আরও দেখুনঃ ইসলামী অর্থনৈতিক চ্যালেঞ্জ pdf বই ডাউনলোড
এ প্রসঙ্গে জিবরাঈল আ. নবী সাঃ কে জিজ্ঞেস করলে তিনি বললেন- আল্লাহ, তারঁ ফেরেশতাকুল, তারঁ কিতাবসমূহ, তারঁ রাসুলগণ, আখেরাতের দিনের প্রতি এবং তাকদীরের ভালো-মন্দের প্রতি তোমরা ঈমান আনো। এক কথায় বলতে গেলে মুমিন তাকেই বলা হয় যে(প্রাথমিকভাবে) (অদৃশ্য) এর প্রতি বিশ্বাসী হয়।
হাদীসে উল্লিখিত ছয়টি বিষয়ের মধ্যে একটি ছাড়া বাকি পাচঁটি কখনই (অদৃশ্য ) মুক্ত ছিল না। একটি বিষয় কিছু সময়ের জন্য (অদৃশ্য) মুক্ত ছিল। আর তা হলো-নবী -রাসুলগণ অর্থাৎ যখন নবী -রাসুলগণ ছিলেন তখন লোকেরা তাদেরঁকে দৃশ্যমান অবস্থায় দেখতে পেত। কিন্তু এখন ছয়টি বিষয়ের মধ্যে কোনটিই দৃশ্যমান নয় বরং অদৃশ্য অর্থাৎ দেখা যায় না।
আরও দেখুনঃ হিজাব বা পর্দা pdf বই ডাউনলোড
আরও একধাপ অগ্রসর হয়ে বলতে গেলে বলা যায়- নবী রাসুলগণ যে নিজেদের নবী-রাসুল বলে পরিচয় দিয়েছেন এটি সরাসরি আল্লাহ এসে সাক্ষী দিয়ে যাননি। আমরা মহান আল্লাহকে দেখতে পাই না, তারঁ ফেরেশতাদের দেখা যায় না। তারঁ নাযিলকৃত কিতাব বিশেষ করে কোরআন তারঁ পক্ষ থেকে নাযিল হয়েছে তার আমরা দেখিনি এবং সাহাবীগণও সরাসরি কোনআন নাযিল হচ্ছে এমনটি দেখেননি ।
বরং রাসুলের কাছে নাযিল হয়েছে পরে রাসুল স. তাদের নিকট তা উপস্থাপন করতেন। এরপর সাহাবীগণ তা গ্রহণ করতেন পূর্ণ ঈমানের সাথে, পরাপারে পা রেখে কেউ পুনরায় জীবন লাভ করেছে আমরা তা দেখিনি এবং ভালো-মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত তাও আমরা দেখিনি। যৌক্তিকতাকে অগ্রাধিকার দিলে বলতে হয়, কোন দৃশ্যমান বিষয়কে বিশ্বাস করতে হবে এর কোন ভিত্তি নেই।
আরও দেখুনঃ তালাক ও তাহলীল pdf বই ডাউনলোড
নিচে মুমিনের গুনাবলি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 3.93 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ মাওলানা আবুল হোসাইন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ