মুসনাদে আহমদ ২য় খন্ড pdf বই ডাউনলোড। আহমদ ইবন মুহাম্মদ ইবন হাম্বল রহঃ। তবে ইবন হাম্বল রহঃ নামে তিনি সমধিক প্রসিদ্ধ এবং তাঁর নামানুসারে তাঁর প্রতিষ্ঠিত মাযহাব ‘হাম্বলী মাযহাব’ নামে পরিচিত। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ আলিম, মুহাদ্দিস, ও ফকীহ।
ইমাম হাম্বল রহঃ-এর পূর্বপুরুষ প্রথমদিকে সবরার অধিবাসি ছিলেন; কিন্তু তাঁর পিতামহ হাম্বল ইন হিলালের সাথে স্বীয় ‘শায়বান’ গোত্রের লোকেরা ‘মারভ’ শহরে চলে আসেন। পিতামহ ছিলেন বনূ উময়্যার পক্ষ থেকে সারাখস-এর ওয়ালী এবং আব্বাসীদের প্রাথমিক সহযোগীদের অন্তর্ভূক্ত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুসনাদে আহমদ ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মুসনাদে আবু বকর রাঃ pdf বই ডাউনলোড
- ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ এর জিবনী pdf ডাউনলোড
- ইমাম মানবো কেন pdf বই ডাউনলোড
- ছালাতুর রাসুল ছাঃ pdf বই ডাউনলোড
আর পিতা মুহম্মদ ইবনে হাম্বল ছিলেন খুরাসানী সৈন্যবাহিনীর একজন সামরিক কর্মচারী। পিতা খুরাসান থেকে বাগদাদে বদলি হয়ে চলে আসার কয়েক মাস পরে রবিউস সানী ১৬৪ হিজরী বা ডিসেম্বর, ৭৮০ খ্রিঃ সালে ইমাম ইবন হাম্বল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আরব বংশোদ্ভুত এবং রাবী’আ গোত্রের শাখাগোত্র বানু শায়বানের অন্তর্ভুক্ত।
ইরাক ও খুরাসান বিজয়ে এই শায়বান গোত্রের বিশেষ ভূমিকা ছিল। জন্মের তিন বছর পর তাঁর পিতা ইন্তেকাল করেন। বাগদাদে তিনি আরবী ভাষা, সাহিত্য, ফিকহ, ও হাদীস অধ্যয়ন করেন। হিজরী ১৭৯ বা ৭৫৫ খ্রিষ্টাব্দে তিনি হাদীসশাস্ত্র অধ্যয়নে গভীরভাবে মনোনিবেশ করেন। এবং এতদুদ্দেশ্য ইরাক হিজাজ, ইয়ামন ও সিরিয়া সফর করেন।
অনেক সময় তাঁকে ইমাম শাফিঈ রহঃ এর শাগরিদ বলে মনে করা হয়। তবে অনেকের মতে এ ধারণা ঠিক নয়। কেননা, কেবল একবারই হিজরী ১৯৪ সালে বাগদাদে ইমাম শাফিঈ রহঃ এর সাথে তাঁর সাক্ষাত হয়েছিল এবং তিনি ইমাম শাফিঈ রহঃ এর ফিকহী শিক্ষা সম্পর্কে খুব কমই অবহিত ছিলেন।
ইসলাম একটি পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এ জীবন ব্যবস্থার দিক-নির্দেশক হিসেবে পবিত্র কুরআনের পরই হাদীসের অবস্থান। রাসূল সাঃ এর সুন্নতকে, তথা তাঁর বাণী, কাজ এবং অনুমোদনকে সঠিকভাবে সংরক্ষণের জন্য আমাদের শ্রদ্ধেয় ঈমামগণ প্রানান্ত পরিশ্রম করে গেছেন। যার ফলশ্রুতিতে আজ আমরা গর্বের সাথে সহীহ হাদীস সমূহের বিশাল ভান্ডার বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছি।
নিচে মুসনাদে আহমদ ২য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ মুসনাদে আহমদ হাদিস গ্রন্থ বইয়ের সাইজঃ 13.6 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের সংকলনঃ ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ অনুবাদঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ