মুসলমানদের যা অবশ্যই জানতে হবে pdf বই ডাউনলোড। সুরাঃ ইব্রাহিম-২৪,২৫ অর্থঃ তুমি কি লক্ষ্য কর নাই, মহান আল্লাহ কি ভাবে পবিত্র কালেমাকে একটি পবিত্র গাছের খেজুর সাথে উপমা দিয়া বুঝাইতেছেন? গাছটির শিকড় মুমিনের দিলের মধ্যে খুবই মজবুত ভাবে অবস্থান করিতেছে আর তাহার শাখা গুলি উর্ধাকাশে উত্থিত। গাছটি তাহার মালিকের নির্দেশে প্রতিনিয়ত ফল দান করে ।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই) অর্থ আবু হযরত আবু হুরায়রা রাঃ হইতে বর্ণিত, নবী করীম সাঃ এরশাদ করিয়াছেন; ঈমানের শাখা প্রশাখা ৭০ এর উপর ও ৮০ এর কাছাকাছি। সর্বোত্তম শাখা অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। সর্ব নিম্ন শাখা হইল, রাস্তা হইতে কষ্ট দায়ক বস্তু সরানো । আর লজ্জা ঈমানের একটি বৃহৎ শাখা। অন্য এক হাদীছে আসিয়াছে, ৭০ এর কাছাকাছি (বুখারী)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ঈমানের ৭৭টি শাখার আলোচনা pdf বই ডাউনলোড
- ঈমানের ৭৭ টি শাখা pdf বই ডাউনলোড
- শামের জিহাদ pdf বই ডাউনলোড
- সময় কখনো ফিরে আসে না pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ৩য়-খন্ড pdf বই ডাউনলোড
বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসক্বালানি (রঃ) বুখারী শরীফের এই হাদীসের ব্যাখ্যায় ফতহুল বারী গ্রন্থে ৬৯ শাখার আলোচনা করিয়াছেন। তিনি একাধিক শাখাকে এক একটি শাখা হিসাবে গণ্য করিয়াছেন। যেমন ১ম দুইটি শাখাকে ১টি গণ্য করিয়াছেন। এই ভাবে আরো কিছু ২ শাখাকে একত্র করিয়া বর্ণনা করিয়াছেন। তাই ৭৭ শাখাকে ৬৯ শাখা হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম বায়হাকী (রঃ) তাহার সংকলিত শুয়বুল ঈমান গ্রন্থে, আল্লামা আশরফ আলী থানবী র: ও অন্যান্য মুহাদ্দিস গণ ৭৭ শাখারই বর্ণানা দিয়াছেন।
অতপর, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কুরআনে পাকের উপরোক্ত আয়াত ও হাদীছে রাসূল সাঃ হইতে আপনারা অবশ্যই বুঝিতে পারিয়াছেন। যে ঈমান ও ইসলাম মানুষ ও জ্বীন জাতির জন্য দয়াময় আল্লাহ তাআলার সর্ব শ্রেষ্ট দান।
আল্লাহ পাক তাহাঁর পবিত্র কিতাবে ইরশাদ করিয়াছেন; (৩: সূরা মায়েদা ) অর্থঃ বিদায় হাজ্জে, আরাফার দিনে) আল্লাহ তায়ালা ইরশাদ করেন: আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করিয়া দিলাম। আর আমার দানকে তোমাদের উপর পূর্ণ করিয়া দিলাম। আর জীবন বিধান হিসাবে তোমাদের জন্য ইসলামকেই পছন্দ করিলাম।
কুরআনে পাকে আরোও ইরশাদ করেন,অর্থঃ তোমরা যদি পূর্ন ঈমানদার হইতে পার তবে তোমাদের মর্যাদা সমস্ত দুনিয়া বাসির উপরে হইবে। (সূরা আলে ইমরান-১৩৯) পবিত্র কুরআনে আরোও ইরশাদ হইয়াছে; অর্থাৎ- আর সেই জনপদের লোকেরা যদি ঈমান আনিত ও পরহেজগারীর পথ অবলম্বন করিত, তাহা হইলে আমি তাহাদের জন্য আকাশ ও পৃথীবির বরকত সমূহ ও কল্যাণের দ্বার উম্মুক্ত করিয়া দিতাম। মানুষ জাতীর ইহকালীন সুখ- শান্তি ও পরকালীন মুক্তি ও কল্যাণ এই অমূল্য রত্ন ঈমান ও ইসলামের পূর্নাঙ্গ অনুসরণের মধ্যেই নিহিত।
নিচে মুসলমানদের যা অবশ্যই জানতে হবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.25 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | মাওলানা আব্দুল মালিক চৌধুরী |
অনুবাদঃ |