মুসলিমদের দুরাবস্থা এবং ইসলামের সত্যতা pdf বই। এক ক্রান্তিকাল অতিক্রম করছে মুসলিম উম্মাহ। দিকে দিকে ধ্বংস আর গণহত্যার কবলে পড়লে তারা। কোথাও মার খেয়ে প্রাণত্যাগ করছে আবার কোথাও কপদর্কহীন অবস্থায় দেশত্যাগ করছে, উদ্বাসস্ত হচ্ছে। সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, আরাকান, কাশ্মির-মুসলিমরা সর্বত্রই শুনছে ধ্বংস আর মৃত্যুর পদধ্বনি।
মুসলিমদের এই দুরাবস্থা দেখে অনলাইন জগতে ব্যাঙ্গ-বিদ্রুপের ঝড় তুলছে ইসলামের শত্রু নাস্তিক-মুক্তমনরা। তারা অট্টহাস্য করে বলে চলছে অথবা লিখে যাচ্ছে- ইসলাম যতি সত্য তাহলে মুসলিমদের আজ এই অবস্থা কেন? তারা এইভাবে মার খায় কেন?।
আরও দেখুনঃ ভ্রান্ত হেযবুত তওহীদ pdf বই ডাউনলোড
ইহুদী খ্রিষ্টানরা যদি এতই খারাপ হত, তাহলে তারা আজ এত ভালো অবস্থা কেন? মুসলিমরা তাদের হাতে এভাবে সাইজ হয় কেন? আল্লাহ যদি থেকেই থাকেন, তিনি মুসলিমদের রক্ষা করেন না কেন? তাদের এই ক্রামাগত বিদ্বেষমূলক অপপ্রাচারে বিভ্রান্ত হয়ে অনেক সময় সরপ্রাণ মুসলিমদের মনেও এ প্রশ্নের উদ্রেক হয় মুসলিমদের এত দুরাবস্থা কেন? অন্য ধর্মের লোকদের তো এমন হয় না। বরং কত সমদ্ধিতেই না তারা বাস করে।
প্রথম কথাঃ নাস্তিক- মুক্তমনাদের এই নির্দয় পরিহাস প্রমাণ করে যে তারা মোটেও ধর্মনিরপেক্ষ না, তারা মোটেও মানবতাবাদী না। তারা আসলে ইসলাম বিদ্বেষী এবং ইহুদী-খ্রিষ্টানদের অনুরাগী এক সম্প্রদায় যারা স্বঘোষিত ইউরোপপন্থী এবং তাদের শয়নে-স্পনে শুধু জার্মানীর ভিসা ঘোরে।
আরও দেখুনঃ নাভীর নিচের লোম কাটা pdf বই ডাউনলোড
সাদা চামড়ার একজন ইহুদি বা খ্রিষ্টান নিহত হলে তাদের আর্তনাদে অনলাইন জগত ভারী হয়ে উঠে। আর সে ঘটনার সাথে মুসরিম নামধারী কেউ জড়িত থাকলে তো কথাই নেই। ইসলামকে জঙ্গ-সন্ত্রাসী ধর্ম বলে তারা তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। ওদিকে রাশিয়ার অস্ত্রে সজ্জিত বাহিনী সিরিয়ার নিরীহ বেসামরিক মুসলিমদের উপর গণহত্যা চালিযে গেলেও তাদেরকে মোটেও বিচলিত হতে দেখা যায় না।
খোজঁ নিলে দেখা যায় যে রাশিয়ার প্রেসিডেন্ট একজন ধার্মিক অর্থোডোক্স খ্রিষ্টান। কিন্তু তাদের কাছে খ্রিষ্টানরা মোটেও জঙ্গী বর্বর না। তা নিয়ে বাইবেল এ ও অনেক কথা রয়েছে সবই আছে আলোচনা বই টি পড়তে চাইলে ডাউনলোড করতে পারেন। মুসলিমদের দুরাবস্থা
আরও দেখুনঃ দাম্পত্য জীবনের লেখা pdf বই ডাউনলোড
নিচে মুসলিমদের দুরাবস্থা এবং ইসলামের সত্যতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.34 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ মুশফিকুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ