মুসলিম ইতিহাসের সোনালী বিচার pdf বই ডাউনলোড। মিরুল মুমেনিন উমর” মসজিদে নববীতে বসে আছেন। এ সময়ে তার পাশ দিয়ে একব্যক্তি গেল। যাওয়ার সময় সে বলছিল- ‘হে উমর! তোমার জন্য জাহান্নামের ঠিকানা! উপস্থিত লোকদের তিনি বললেন, ‘এ-লোকটাকে আমার নিকট নিয়ে এসো!’
তাকে আনা হলে তিনি জিজ্ঞাসা করলেন- “তোমার এ কথা বলার কারণ কী?’
সে বলল- “শাসক নিয়োগ দেওয়ার সময় আপনি তো তাদের থেকে শর্ত মানিয়ে নেন; কিন্তু পরে আর হিসাব নেন না যে, শর্তগুলো তারা পালন করল কি না।’
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
আমিরুল মুমেনিন জিজ্ঞাসা করলেন, ‘ব্যাপারটা কী?’
সে বলল, ‘মিশরে আপনার নিয়োগকৃত শাসক আপনার আরোপিত শর্তগুলো পালন না করে নিষিদ্ধ কাজগুলো করছে। এভাবে সে আমিরুল মুমেনিনের নিকট মিশরের শাসকের বিরুদ্ধে অনেক কিছু বলল। এই অভিযোগ শোনার পর আমিরুল মুমেনিন দুজন আনসারি সাহাবিকে মিশর পাঠালেন- তোমরা দুজন মিশর গিয়ে শাসক সম্বন্ধে খোঁজখবর নাও; লোকদের জিজ্ঞাসাবাদ করো।
যদি দেখ, এই ব্যক্তি ভুল তথ্য দিয়েছে, তা হলে আমাকে জানাবে। আর যদি তার তথ্যগুলো সত্য হয় এবং বাস্তবেই দায়িত্ব পালনে শাসক ত্রুটি করে থাকে, তা হলে তৎক্ষণাৎ তাকে আমার নিকট নিয়ে এসো। সাহাবি-দুজন মিশরের উদ্দেশে রওয়ানা হয়ে গেলেন। সেখানে পৌঁছে লোকজনের নিকট শাসক সম্বন্ধে জানতে চাইলেন। এখানে সেই অভিযোগকারীর কথার সত্যতা পাওয়া গেল।
তারা দুজন শাসকের বাড়ি পৌঁছে দরজায় করাঘাত করলেন। ভেতরে আসার অনুমতি চাইলেন। জবাবে দারওয়ান বলল- ‘শাসকের সাথে আজ সাক্ষাৎ করার অনুমতি পাওয়া যাবে না।’ তারা বললেন- ‘শাসককে আমাদের সামনে আসতেই হবে। নচেৎ দরজা পুড়িয়ে ফেলবে এ সময় এক আনসারি সাহাবি কোথাও থেকে আগুনের শিখা নিয়ে এলেন।
দারওয়ান ভেতরে গিয়ে বিষয়টি শাসককে জানাল। শাসক বেরিয়ে এলে তারা বললেন-
‘আমরা আমিরুল মুমেনিনের পয়গাম নিয়ে এসেছি। তোমাকে আমাদের সাথে যেতে হবে।’
শাসক বলল, ‘আমার একটা দরকারি কাজ আছে। সেটা সেরে এখনই আসছি। একটুখানি সুযোগ দাও।’
তারা বললেন, আমিরুল মুমেনিন আমাদের নির্দেশ দিয়েছেন, তোমাকে যেন এক মুহূর্তও সুযোগ দেওয়া না হয়।
তাকে সাথে নিয়ে তারা দুজন মদিনায় পৌঁছলেন। শাসক গিয়ে আমিরুল মুমেনিনকে সালাম করল। কিন্তু তিনি তাকে চিনতে পারলেন না। কারণ, আগে থেকে অনেক বদলে গেছে সে।
নিচে মুসলিম ইতিহাসের সোনালী বিচার pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | হুদ হুদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 32.2 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | শায়খ আব্দুল মালিক মুজাহিদ |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মাকসুদ আহমাদ |