মুসলিম বাংলার মনীষী
মুসলিম বাংলার মনীষী pdf বই ডাউনলোড।পলাশীর আক্রমনে বাংলার মুসলমান তথা ভারতের মুসলমান শুধু স্বাধীনতা হারায়নি, সেই সংগে হারিয়েছিল আত্মশক্তি, আত্ম-পরিচয়ও। পরাধীনতার পীড়নের চাপে মুসলমানদের উন্নতশির নুইয়ে পড়ল। সাহিত্যের উপর চতুরদিকে থেকে আসতে থাকে মরণাঘাত তাকে প্রতিহত করার মেনাবল মুসলমানেরা হারিয়ে ফেলেছিল ।
মুর্ছাহত রোগীর মত সে কিংকর্তব্যবিমুঢ় । তাজ গিয়েছে, এবার শিরও বুঝি যায়। মুসলমানদের হাত থেকে বিদেশী বেনিয়া তথ্য কেড়ে নিয়েছে। বিজিতের টুটি চেপে ধরেছে বিজেতা । তাই সিপাহী বিদ্রোহের পরে দেখতে পাই ইংরেজের নিষ্ঠুর হস্তের মারণ যজ্ঞে মুসলমানদের বলিহতে। দিনের পর দিন বাঙালী মুসলমানদের অবস্থা হয়ে পড়ল শোচনীয় ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুল সংশোধন pdf বই ডাউনলোড
- আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
- আহকামে কুরবানী pdf বই ডাউনলোড
- নূহ আঃ দা‘ওয়াহ pdf বই ডাউনলোড
- বিশ্বসেরা মুসলিম বিজ্ঞানী pdf বই ডাউনলোড
রাহুগ্রস্ত জাতির এই চরম দুদিনে সাহিত্যের মজ্জমান তরুনীতে যারা শক্ত হাতে হাল ধরেছিলেন, মহাকবি কায়কোবাদের স্থান তাদেরঁ মধ্যে নিঃ সন্দেহে প্রথম সারিতেকায়কোবাদ যখন সাহিত্য ক্ষেত্রে আবির্ভুত, তখন বাংলা হিন্দু সাহিত্যিকেরা অনেকখানী এগিয়ে গেছেন। মুসলিম রচিত সাহিত্য তখন অস্বীকৃত, অবহেলিত ও অপমানিত ।
কালীপ্রসন্ন ঘোষ, বিদ্যাসাগর প্রমুখ হিন্দু মনীষীরা এই মর্মে অভিমত প্রকাশ করেছেনঃ এসব আগাছা সাহিত্যের উদ্যান হতে কেটে ফেলাই উচিত। মুসলমানদের তৎকালীন অবস্থা সম্বন্ধে ১৯৪৩ সালে অনুষ্ঠিত পূর্ব বাংলা সাহিত্য সম্বেলনের প্রথম বার্ষিক অধিবেশনে কায়কোবাদ বলে ছিলেন সে আজ বহু কথা -সপ্ততি বৎসরের কম নহে।
আমি যে কালে প্রথম বাংলা ভাষার চর্চা আরম্ভ করি, সেকালে আমরা চারিজন ব্যতীত অন্য কোন মুসলমান লেখক ছিলেন না। এদর একজন কুষ্টিয়ার লাহিড়ীপাড়ার মীর মোশারফ হোসেন ও অন্যজন পরানের পন্ডিত রেষাজুদ্দীন । তাহাদের দুইজনেই পদ্য লেখক মাত্র । আমি কবিতা লিখিতাম। ইহার কিছু কাল পরেই শান্তিপুরের মোজাম্মেল হক আমাদের সংগে মিলিত হন।
তৎকালে মুসলমান সাহিত্যিকদের প্রতি হিন্দুদের মনোভাব সম্বন্ধে কবি লিখেছেন
নিচে মুসলিম বাংলার মনীষী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইফিবি বইয়ের ধরণঃ বাংলার মনীষী বইয়ের সাইজঃ 3.40 MB প্রকাশ সালঃ ১৯৮০ ইং বইয়ের লেখকঃ মোহাম্মদ আলী চৌধুরী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ