মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার
মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার pdf বই ডাউনলোড। প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতিতে মুসলিম দেশগুলো পেছনে পড়ে যাওয়ায় পাশ্চাত্য তাদের ভাগ্য নিয়ন্তা হয়ে দাড়িয়েছে। এ ধরণের পরিস্থিতি কোনো মুসলমানের কাছে কাম্য হতে পারে না।
আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে একটি মুসলিম শিশু মুসলমানদের দুর্দিন ছাড়া আর কিছু দেখছে না। শুধু শিশু নয়, আবালবৃদ্ধবনিতা সবার মধ্যে এমন একটি ধারণা কাজ করছে যে, বিজ্ঞান মানেই ইউরোপ আর আমেরিকা।
আরও দেখুনঃ খিলাফতে রাশেদিন pdf বই ডাউনলোড
তাদের কাছ থেকে আমাদের জ্ঞান বিজ্ঞান শিখতে হবে। কিন্তু আমাদের অনেকেই জানে না যে, মুসলমানরাই আধুনিক বিজ্ঞানের জন্মদাতা। আজকের এ অধঃপতিত মুসলমানদের পূর্বপুরুষেরা কয়েক শতাব্দী পর্যন্ত বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়েছে। এ ব্যাপারে মুসলিম ঐতিহাসিক মোহাইনি মোহামেদের একটি উক্তি উল্লেখযোগ্য।
মোহাইমিনি তার গ্রেট মুসলিম ম্যাথমেটিশিয়ান শিরোনাম গ্রন্থের ৩ নম্বর পৃষ্ঠার লিখেছেন, সপ্তম শতাব্দীতে পশ্চিম ইউরোপের পতন ঘটছিল। অন্যদিকে বাইজান্টাইন ও পারস্য সাম্রাজ্য একে অন্যের ধ্বংস সাধনে ছিল সুস্পষ্টরূপে বদ্ধপরিকর। একইভাবে ভারত ছিল মারাত্মকভাবে দ্বিধাবিভক্ত। তবে দৃঢ়তার সঙ্গে চীনের সম্প্রসারণ ঘটছিল।
আরও দেখুনঃ কুরআনে নৈতিক মূল্যবোধ pdf বই ডাউনলোড
মধ্য এশিয়ার তুর্কির চীনের সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী ছিল। এসময় ইসলামী সভ্যতার উত্থানে বিশ্ব রক্ষা পায়। মুসলমানদের অবস্থা আজকের মতো এত শোচনীয় ছিল না। তারা ছিল একসময় বিশ্বের প্রভু। অতীত নিয়ে একটি মুসলিম শিশু গর্ব করতে পারে। ইউরোপ ও আমেরিকাকে লক্ষ্য করে বুক ফুলিয়ে সে বলতে পারে, আমরাও তোমাদের মতো ছিলাম।
জ্ঞান বিজ্ঞানে আমরা তোমাদের পেছনে নই। এমন কথা বলার আগে তাকে জানতে হবে তার নিজের পরিচয়। ইসলামের স্বর্নযুগের ইতিহাস প্রতিটি মুসলিম শিশু ও তার অভিবাবককে হীনমন্যতা থেকে রক্ষা করতে পারে। এবার এ মহিমান্বিত যুগের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য নিয়ে আলো করা যাক।
আরও দেখুনঃ ভালোবাসার অনন্য বিশ্ব নবী pdf বই ডাউনলোড
নিচে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আফসার ব্রার্দাস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 14.7 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ সাহাদাত হোসেন খান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ