মুসলিম বিশ্ব ও উসমানি খেলাফত pdf বই ডাউনলোড। খেলাফত ও ইসলামি বিশ্বের পারস্পরিক সম্পর্কের মৌলিক কাঠামো ও আকৃতি-প্রকৃতি কী ছিল. খেলাফত বিষয়ক আমার ঐতিহাসিক রচনাবলির পাঠকগণ এ বিষয়ে নিশ্চয়ই অবগত আছেন।
বিশ্বাসগতভাবে ও মানসিকভাবে সবসময় এবং কার্যতভাবে অধিকাংশ সময় এমনটা ভাবা হয় যে, সমগ্র ইসলামি বিশ্বের ইমাম, হাকিম এবং প্রধান একজন ইমামে আকবার অথবা খলিফা ছিলেন। যেসব মুসলিম দেশ সরাসরি খেলাফতের অধীনে ছিলো না তারাও নিজেদেরকে খলিফার ধর্মীয় ক্ষমতাবলয়ের বাইরে মনে করতো না। যেসব দেশের বাদশাহগণকে ততকালীন ইমাম বা খলিফার প্রতিনিধি বা স্থলাভিষিক্ত মনে করা হতো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- খেলাফত বনাম জাহালত pdf বই ডাউনলোড
- খিলাফাহ বিলুপ্তির শত বছর pdf বই ডাউনলোড
- গল্পের মাধ্যমে জ্ঞান pdf বই ডাউনলোড
- উসমানী খেলাফতের স্বর্ণকণিকা pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ এর ঈমানী দৃঢ়তা
এভাবে এক বিশাল সম্মিলিত ইসলামি প্রজাতন্ত্রের অস্তিত্ব ছিল না। যা ইসলামের সকল ধর্মীয় স্থান যেমন, বাইতুল মুকাদ্দাস ও হারামাইনসহ অন্যান্য স্থানসমূহের রক্ষনাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতো। দুনিয়ার বুকে ইসলামের মান মর্যাদার জিম্মাদার ও রক্ষক এবং অমুসলিম দেশসমূহে বসবাসরত মুসলিমদের শেষ আশ্রয়স্থল ও নিরাপদ ঠিকানা মনে করা হতো।
খেলাফতে আব্বাসিয়া যতোদিন শক্তিশালী ছিলো ততোদিন যথাসম্ভব এই দায়িত্বপালনের কোন ত্রুটি হয় নি। তবে এটা অবশ্যই স্বীকার করতে হবে, ইসলামি খেলাফতের ইতিহাস এমন সময়ও এসেছে যখন খেলাফতের কেন্দ্র ও দায়িত্ব দুর্বল হাতে ন্যস্ত ছিল। কখনো কখনো মুসলিম সুলতানদের ইতিহাস এমন সময়ও এসেছে যখন দক্ষতা, আত্মমর্যদা ও আত্মসম্মানের সাথে খেলাফতের দায়িত্ব পালন করা হয়নি।
বাগাদাদে আব্বাসি খেলাফতের নুন্যতম একটি রাজনীতিক শক্তি ছিল। তবে মিসরে আসার পর আব্বাসি খেলাফতের ক্ষমতা অনেকটা ধর্মীয় ও আনুষ্ঠানিক খোলসে টিকে ছিলো। তাই আব্বাসি খেলাফতের প্রতিনিধি ও এক্সিকিউটিভ মিসরের মামলুক বাদশাগণ যখন শক্তিশালী ছিল তখন তাদের কৃতিত্বকে মিসরের বাইরের মানুষগণ খেলাফতের কৃতিত্ব হিসেবেই গন্য করতো।
হিন্দুস্তান ইরান রোম তুর্কি প্রভৃতি দেশে খেলাফতে আব্বাসির গুণকীর্তন ও সম্মান সমীহ হাসিলের রহস্য মূলত এটাই। যেসব দেশে খুতবায় আব্বাসি খলিফাদের নাম নেওয়া হতো। এভাবেই ইসলামের মহান প্রজাতন্ত্রের এক অবকাঠামো কায়েম ছিল। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করুন।
নিচে মুসলিম বিশ্ব ও উসমানি খেলাফত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মুভমেন্ট পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.9 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সাইয়িদ সুলাইমান নদভী |
অনুবাদকঃ | কামরুল হাসান নকীব |