মুসলিম মনীষীদের ছেলেবেলা pdf বই ডাউনলোড। মুসলিম জগতে বহু ক্ষণজম্মা মনীষী জন্মেছেন, যারাঁ শুধু তাদেরঁ যুগেই নন, বর্তমান যুগেও আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয়। কালজয়ী প্রতিভা হিসেবে তারাঁ সর্বজনস্বীকৃত। এই মানব সভ্যতাকে তারা নানাভাবে এগিয়ে দিয়ে গেছেন। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি, গণিতশাস্ত্র,, রসায়ন, পদার্থ-বিদ্যা, বিজ্ঞান, জ্যোতিবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য-সংস্কৃত-এমন কোন বিষয় নেই, যেগুলো তাদেঁর প্রতিভার যাদুস্পর্শে মানব সভ্যতার দিকদর্শন হয়ে ওঠেনি।
জ্ঞান-বিজ্ঞানের বহু বিষয়েই তারাঁ ছিলেন পথিকৃৎ। বলতে গেলে জ্ঞানের দীপাধারটি তারঁই জ্বালিয়ে দিয়েছেন যার আলোক রন্মি কুসংস্কার তথা অজ্ঞানতার অন্ধকারকে দুর করে মানব জাতির সামনে খুলে দিয়েছে জ্ঞানের দুয়ার। মুসলিম মনীষীদের এই কালোত্তীর্ণ প্রতিভার অফুরন্ত অবদান সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা অতি অল্পই জানে।
আরও দেখুনঃ বায়েজিদ বোস্তামী pdf বই ডাউনলোড
এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। সেই সংগে পীড়াদায়কও বটে নিজেদের পূর্বসূরী মনীষীদের অবদান সম্পর্কে অজ্ঞতা তথা জ্ঞানের এই লজ্জাকর অভাব যত তাড়াতাড়ি পুরণ করা যায়, জাতির জন্য তা হবে ততই মঙ্গলজনক। যেই অভাব যৎকিঞ্চিৎ পূরণের উদ্দেশ্যকে সামনে রেখেই কয়েকজন মুসলিম মনীষীর ছেলেবেলার কাহিনী এ বইটিতে তুলে ধরার সামান্য প্রয়াস নিয়েছি আমরা।
মুসলিম মনীষীদের ছোট কাল কেমন ছিল।
তাদেঁর অবিস্মরণীয় আদর্শ জীবন কাহিনী জেনে আমাদের শিশু-কিশোররা উৎসাহিত হোক, এটাই আমাদের একান্ত কামন। দুনিয়াতে কত মানুষ জন্মগ্রহন করেছে, তা কে জানে! জন্মের পর তারা হাসেঁ কাদেঁ কিছু কাল সময় কাটায়। তারপর আল্লাহ হুকুমে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়্ তাদেরকে আর কেউ মনে রাখে না। এটাই সাধারণ নিয়ম।
আরও দেখুনঃ অমুসলিম মনীষীদের চোখে প্রিয় নবী pdf বই ডাউনলোড
এই সাধারণ নিয়মের যে ব্যতিক্রম ঘটে না এমনটি নয়। মুসলিম জাহানে এমন লোক জন্মগ্রহণ করেছেন যারাঁ অসাধারণ জ্ঞানী ও মহান। তশদেরকেই আমরা মনীষী বলে থাকি। ইসলামের ইতিহাসে তাদেরঁ অবদান অনেক। মুসলমান জাতির কাছে তারা স্মরণীয় ও বরণীয়। সমাজনীতি, রাজনীতি ও ধর্মনীতি-সকল ক্ষেত্রেই তাদেঁর আদর্শ।
চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অনুসরণযোগ্য এমনি কয়েকজন নামকরা মুসলিম মনীষীর শিশুকাল থেকে শুরু করে কর্মজীবনে প্রবেশের পূর্ববর্তী সময়ের কাহিনী নিয়ে রচনা করা হয়েছে মুসলিম মনীষীদের ছেলেবেলা বইটি। আশা করি তাঁদের চারিত্রিক গুণাবলী ছোটদের মহৎ আদর্শে অনুপ্রাণিত করতে সহায়ক হবে।
আরও দেখুনঃ নবী পরিবার মধ্যে প্রশংসা বিনিময় pdf বই ডাউনলোড
নিচে মুসলিম মনীষীদের ছেলেবেলা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.30 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।….!!