মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস
মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস pdf বই ডাউনলোড।স্পেনের ভৌগোলিক অবস্থানঃ আইবেরিয়ান উপদ্বীপের তের ভাগের এগার ভাগ স্থান জুড়িয়া স্পেন অবস্থিত। ইহার আয়তন বাংলাদেশের প্রায় দ্বিগুন। চতুর্দিকে প্রাকৃতিক সীমানা দ্বারা পরিবেষ্টিত। চৌদ্দ মাইল প্রশস্ত জিব্রাল্টার প্রণালী উত্তর আফ্রিকা এবং তিনশত মাইল দীর্ঘ পীরেনীজ ফ্রান্স ও ইউরোপের অবশিষ্ট ভূ-খন্ড হইতে ইহাকে বিচ্ছিন্ন করিয়া রাখিয়াছে।
ইহার পূর্বদিকে ভুমধ্যসাগর এবং পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর। ইহা আফ্রিকার সহিত ইউরোপ মহাদেশের যোগসুত্র রচনা করে এবং ভূমধ্যসাগরে নৌ-চলাচলের মাধ্যমে এশিয়া মহাদেশের সহিত সম্পর্ক বজায রাখে। এইরূপে স্পেন তিনদিকের মহাদেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রচনার এক অনন্য ভূমিকা পালন করে।
আরও দেখুনঃ মুসলমানদের ইতিহাস চর্চা pdf বই ডাউনলোড
আইবেরিয়ার উপদ্বীপের আটভাগের সাতভাগ ব্যাপিয়া আড়াই হাজার মাইল বিস্তীর্ণ সমুদ্রসীমা থাকা সত্ত্বেও মাত্র কয়েকটি পোতাশ্রয় রহিয়াছে। এই গ্রন্থে ৭১১ শতাব্দীতে মুসলমানদের স্পেন বিজয় হইতে শুরু করিয়া ১৬১৩ খ্রীস্টাব্দে সেখান হইতে মুসলমানদের শেষ নির্বাসন পর্যন্ত সময়ের স্পেনের সংক্ষিপ্ত অথচ সামগ্রিক রাজনৈতিক ইতিহাস পরিবেশন করা হইয়াছে।
ইহা এমন একটি জাতির ইতিহাস যাহারা মুসলিম জগতের পশ্চিম প্রান্তে আটশত বৎসর রাজত্ব করিয়া প্রাচ্যের সংস্কৃতির সাহায্যে ইউরোপীয়গণের মধ্যে জ্ঞানালোক জ্বালাইয়াছিলেন, তাহাদের সভ্যতা বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখিয়াছিলেন এবং তাদিগকে পৃথিবীর বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারের সক্ষম করিয়া তুলিয়াছেন। বিচিত্র তাদের ইতিহাস ।
আরও দেখুনঃ বাংলাদেশে ইসলামের আগমন pdf বই ডাউনলোড
স্পেনে মুসলমানদের পতন ঘটে। ইহার জন্য কিছুটা দায়ী তাহাদের নিজেদের দোষত্রুটি এবং কিছুটা দায়ী স্পেনের খ্রীষ্টানদের গোড়াঁমী ও ধর্মান্ধতা। প্রাচ্যে খ্রীষ্টান ধর্মযোদ্ধাদের পরাজয়ের পর স্পেনের মুসলমানগন তাহাদের নিজ বাসভুমিতে বসবাস করার অধিকার হইতে বঞ্চিত হন। মুসলমানদের ইতিহাসে এরূপ ঘটনা আর কোথায় দেখা যায় নি।
আরও দেখুনঃ মহা প্লাবনের কাহিনী pdf বই ডাউনলোড
নিচে মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খান ব্রাদার্স এন্ড কোম্পানী বইয়ের ধরণঃ স্পেনের ইতিহাস বইয়ের সাইজঃ 11.2 MB প্রকাশ সালঃ ১৯৯৯ ইং বইয়ের লেখকঃ এস এম ইমামউদ্দিন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ