মুসান্নিফগণের জীবনী
মুসান্নিফগণের জীবনী pdf বই ডাউনলোড। হানাফী, মালিকী, শাফিঈ এবং হাম্বলী -এই চার মাযহাবের ইমামগণের মধ্যে ইমাম আবূ হানীফা র. হলেন প্রথম ও সর্বশ্রেষ্ঠ। তার নাম ছিলেন নুমান। উপনাম, আবূ হানীফা । এ নামেই তিনি মসধিক প্রসিদ্ধ। পিতার নাম: সাবিভ, দাদার নাম: নুমান বংশ পরস্পরা এরূপ, ইমাম আযম আবু হানীফা রহ. বিখ্যাত ইলম নগরী কুফায় জন্মগ্রহন করেন।
তারঁ জন্ম তারিখ সম্বন্ধে মতভেদ থাকলেও প্রসিদ্ধ মতে তিনি উমাইয়া খলীফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন আমলে ৮০ হিজরী সনে জন্মগ্রহন করেন। প্রখ্যাত গবেষক আল্লামা যাহিদ আল-কাওসারী রহঃ-এর মতে ৭০ হিজরী সনে ইমাম আবু হানীফা রহ-এর জন্ম এবং বিভিন্ন উদ্ভৃতির দ্বারা তিনি এটিকে প্রাধান্য দিয়েছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আমালুস সুন্নাহ pdf বই ডাউনলোড
- আমালুস সুন্নাহ pdf বই ডাউনলোড
- সীরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ২য় খন্ড pdf বই ডাউনলোড
ইমাম আবূ হানীফা র. অসাধারণ মেধাশক্তির অধিকারী ছিলেন। সর্বপ্রকার তিনি ইলমে কালাম শিক্ষা লাভ করেন। তিনি এই বিষয়ে এত গম্ভীর পারদর্শিতা লাভ করেন যে, লোকেরা তারঁ প্রতি ইশারা করে বলত, তিনি হলেন ইলমে কালামের শ্রেষ্ঠ ইমাম । যে সময়ের যিন্দীক নাস্তিক ও বাতিল আকীদাপন্থীদের বিরুদ্ধে মুনাযারা করে তিনি অত্যন্ত সুখ্যাতি অর্জন করেন।
তারঁ নিজের বক্তব্য, শুধুমাত্র মুনাযারা ও বাহাসের উদ্দেশ্যে আমাকে বিশবার বসরায় গমন করতে হয়েছে। কোন কোন সময় পূর্ণ এক বছর আবার কোন সময় এ বছরের কম বসৎাস অবস্থান করেতে হয়েছে। এ সময় ইলমে কালামই ছিল আমার নিকট সবচেয়ে প্রিয় বিষয়। একেই দীন ও শরীআতের মৌলিক জ্ঞান বলে আমি মনে করতাম । এরপর আমি ভেবে চিন্তে দেখলাম যে, সাহাবায়ে কিরাম আমাদের তুলনায় দীন ও শরীআতের ব্যাপারে অধিক ইলম ও অভিজ্ঞতার অধিকারী ছিলেন।
তথাপিও তারাঁ তর্ক-বির্তক এবং বাহাস-মুবাহাসায় লিপ্ত হননি; বরং দীনের ব্যাপারে তর্ক-বিতর্ককে কঠোরভাবে নিষেধ করতেন। তারাতেঁ শরীআতরে ফিকহী মাসআলা-মাসাইল ও আহকামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেলেন। আর এ জন্য তারাঁ ইলমের মজলিস কায়েম করেছিলেন। তখন থেকেই আমি ইলমে কালাম বাদ দিয়ে ফিকহ ও হাদীস শিক্ষঅর জন্য আত্মনিয়োগ করলাম।
নিচে মুসান্নিফগণের জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ শেখ জনুরুদ্দীন র.দারুল কুরআন মাদরাসা বইয়ের ধরণঃ পূর্বসুরুীদের জীবনী বইয়ের সাইজঃ 21.7 MB প্রকাশ সালঃ ২০০৭ ইং বইয়ের লেখকঃ আলহাজ্ব মুহাম্মাদ বোরহানউদ্দিন-গং অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ