মুসান্নিফগনের জীবনী pdf বই ডাউনলোড। নামঃ আনওয়ার শাহ। পিতার নামঃ শায়খ মুয়াযযম শাহ। দাদার নামঃ শাহ আব্দুল কবীর। পরদাদার নামঃ শাহ আব্দুল খালিক। বংশধারা নিম্নরূপ: জন্ম আল্লামা কাশ্মীরী র. ১২৯২ হিজরীর ২৭ শাওয়াল মুতাবিক ১৮৭৫ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবর শনিবার প্রত্যুষে দূদওয়ান নাম গ্রামে আপন মাতুলালয়ে এক মম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
আল্লামা কাশ্মীরী র-এর পূর্ব পুরুষগন বাদদাদ থেকে হিজরত করে পাক ভারত উপমহাদেশে আগমন করেছিলেন এবং কিছুদিন মুলতান ও লাহোরে অবস্থান করে অবশেষে কাশ্মীরে বসতি স্থাপন করেন। আল্লামা কাশ্মীরী-র- এর পিতা মোয়াযযম শাহ একজন দক্ষ আলিম ছিলেন।
আরও দেখুনঃ ইমাম তিরমিযী রহঃ জীবনী pdf বই ডাউনলোড
আল্লামা কাশ্মীরী-র -এর শৈশবকাল এমন পিতা-মাতার কাছে অতিক্রম হয় যাদেঁর কাছে তিনি সাধুতা, অল্পে তুষ্ট, দর্শপরায়নতা ও বেলায়াতে প্রথম শিক্ষা লাভ করেন। পাচঁ বছর বয়সে তিনি তারঁ পিতার কাছে কুরআন শরীফ পড়তে আরম্ভ করেন এবং কিছু দিনের মধ্যেই নাযেরা তথা দেখে দেখে পড়ে ফেলেছিলেন। মুহতারাম পিতা তাকেঁ গুলিস্তাঁ, বুস্তাঁ, শরহে জামী, নিযামী, খসরূ, দেহলবী এবং জালালুদ্দীন দাওয়ানীর গদ্য-পদ্যের বিখ্যাত কিতাবগুলো পড়িয়ে দেন, যার ফলে ফারসী ভাষা তিনি ব্যাপক বুৎপত্তি অর্জন করেন।
কার কাছে আরবী শিখতে শুরু করেন।
ফারসী পড়া শেষ করার পর তিনি মাওলানা গোলাম মুহাম্মাদ রাসূনীপুরী-র-এর কাছে আরবী শিখতে শুরু করেন এবং মাত্র দুবছরের মধ্যে নাহু-সরক, ফিকহ-উসূলে ফিকহ প্রভৃতি বিষয়ের অধ্যয়ন সমাপ্ত করেন। শিশুকালেই তারঁ চেহারা থেকে প্রখর প্রতিভা, ধীশক্তি এবং এক উজ্জল ভবিষ্যতের আলামত প্রভিভাত হত।
আরও দেখুনঃ মুহাম্মাদ বিন ছালেহ আলে উছাইমীন রহঃ জীবনী pdf ডাউনলোড
কাশ্মীরে প্রাথমিক পর্যায়ের শিক্ষা শেষ করার পর তিনি ১৩০৫ হিজরী সনে আপন প্রিয় মাতৃভূমি ত্যাগ করেন। পিতা-মাতা তাকেঁ এই ইচ্ছা থেকে বিরত রাখার চেস্টা করেন: কিন্তু উজ্জল ভবিষ্যতের এই প্রতীক প্রিয় মাতৃভূমি ছেড়ে হাষারার উদ্দেশ্য রওনা হন। ঐ সময় হাযারা ছিল জ্ঞান-বিজ্ঞান ও আলিম- উলামার আবাসভূমি। তিন বছর পর্যন্ত তিনি এখানে ইলম অর্জন করেন।
কিন্তু তিনি মনে-প্রানে যে তৃষ্ণা অনুভব করছিলেন তা এখানে নিবারণ করা সম্ভব ছিল না। তাই তিনি ১৩০৭-৮ হি. সনে বিশ্ব বিখ্যাতি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ আগমন করেন। দেওবন্দ শরীফ, জালালাইন শরীফ এবং হিদায়া ১ম খন্ড অধ্যয়ন করেন। তারপর ১৩১২ হি, সনে আবূ দাউদ শরীফ, মুসলিম শরীফ, বায়যাবী শরীফ, তাসরীহ, শরহে চুগমুনী, সদরা, মুয়াত্তায়ে ইমাম মালিক, মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ, শামসে বাযিগাহ এবং চিকিৎসা বিষয়ক নাফীসী অধ্যয়ন করেন।
আরও দেখুনঃ অধ্যয়ন ও জ্ঞান সাধনা pdf বই ডাউনলোড
নিচে মুসান্নিফগনের জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 15.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now