মুহাম্মাদ আতাউল্লাহ হানীফ ভূজিয়ানী রহঃ জিবনী pdf বই ডাউনলোড। মাওলানা মুহাম্মাদ আতাউল্লাহ হানীফ ভূজিয়ানী রহঃ ছিলেন পাকিস্তানের বিশিষ্ট আহলেহাদীছ বিদ্বান, মুহাদ্দিছ ও সাংবাদিক। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রখ্যাত আহলেহাদীছ বিদ্বান ডাঃ আছেন বিন আব্দুল্লাহ আল-কারয়ূতী বলেন, অর্থাৎ শায়ক আক্বীদাগত ও প্রশাখাগত বিষয়ে এবং দাওয়াত ও পন্থায় ছিলেন খাটিঁ সালাফী।
তাক্বলীদ অন্ধ অনুকরণ ও ছূফীবাদের দোষ-ত্রুটি তাকেঁ দূষিত করতে পারেনি। বইয়ের পোকা এই মহামনীষী আমৃত্যু মানুষকে পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহর সোজা-সরল-সুদৃঢ় পথে আহবান করে গেছেন দরস- তাসরীস, বক্তৃতা, লেখনী ও সাংবাদিকতার মাধ্যমে।
আরও দেখুনঃ আল্লামা ইকবাল জিবনী pdf বই ডাউনলোড
তারঁ জ্ঞান-গরিমা ছিল সর্বজনবিদিত। তাইতো মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাকেঁ অধ্যাপনার জন্য আহবান জানানো হয়েছিল, যাতে তারঁ জ্ঞানধারার স্বচ্ছ সলিলে জ্ঞান-পিয়াসীরা অবগাহন করে তাদের জ্ঞান পিপাসা মিটাতে পারে। কিন্তু দাওয়াতী কর্মকান্ডে ব্যস্ত থাকার দরুন তিনি বিনীতভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
সংক্ষিপ্ত জিবনী।
মৃত্যু অবধি ভাড়া বাড়িতে বসবাসকারী আল্লাহ ভীরু এই আহলেহাদিছ মনীষী নিজেকে উৎসর্গ করে গেছেন দ্বীন ইসলামের পথে। তিনি চেলে গেছেন, পরপারে, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তারঁ আদর্শ বর্ণিল জীবন । নাম আবুত তাইয়ের মুহাম্মাদ আতাউল্লাহ হানীফ বিন মিয়া ছদরুদ্দীন হুসাইন। তিনি ১৩২৬ হিঃ/ ১৯০৯ খৃঃ অথবা ১৩২৭ হিঃ/১৯১০ খৃষ্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর জেলার ভূজিয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মস্থান ভূজিয়ানের দিকে সম্পর্কিত করে তারঁ নামের শেষে ভূজিয়ানী শব্দটি যুক্ত করা হয়।
আরও দেখুনঃ খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
মাওলানা ভূজিয়ানী স্বীয় গ্রাম ভূজিয়ানের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল করীম ভূজিয়ানীর নিকটে কুরআন মজীদ, বুলূগুল মারাক ও অন্যান্য গ্রন্থাবলী, মাওলানা ফয়যুল্লাহ খানের কাছে কুরআন মজীদের অর্থ, মাওলানা আব্দুর রহমান বিন ফয়যুল্লাহ-র কাছে মিশকাতুল মাছাবীহ, নাহু, ছরফ প্রভৃতি এবং মাওলানা আমানুল্লাহর কাছে ফারসী অধ্যায়ন করেন।
১৯২৪ খৃষ্টাব্দে ১৩ বা ১৪ ব’সর বয়সে তিনি উচ্ছ শিক্ষার জন্য তদানীন্তন ইসলামী জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র দিল্লীতে পাড়ি জমান। সেখানে তিনি মাদরাসা মুহাম্মাদিয়ায় মাওলানা আব্দুল জব্বার জয়পুরীর মৃ” ১৩৮৪ হি” নিকটে কুতুবে সিত্তাহ ও তাফসীরে জালালাইন এবং মুহাদ্দিছ আবূ সাঈদ শরফুদ্দীনের কাছে মুওয়াত্ত্বা মালেক ও শরহে নুখবাতুল ফিকার অধ্যয়ন করেন।
আরও দেখুনঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহঃ জিবনী বই ডাউনলোড
নিচে মুহাম্মাদ আতাউল্লাহ হানীফ ভূজিয়ানী রহঃ জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.15 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।